কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৪, ১০:৫৮ পিএম
আপডেট : ০৩ অক্টোবর ২০২৪, ১১:০৪ পিএম
অনলাইন সংস্করণ

নতুন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে : মাহবুবের শামীম

রাঙামাটি জেলা পরিষদ মিলনায়তনে জেলা বিএনপি জেলা পূজা উদযাপন পরিষদ ও সনাতনী নেতাদের সঙ্গে সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম। ছবি : কালবেলা
রাঙামাটি জেলা পরিষদ মিলনায়তনে জেলা বিএনপি জেলা পূজা উদযাপন পরিষদ ও সনাতনী নেতাদের সঙ্গে সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম। ছবি : কালবেলা

জনআকাঙ্ক্ষা অনুযায়ী নতুন বাংলাদেশ গড়তে সব ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম।

বৃহস্পতিবার (০৩ অক্টোবর) দুপুরে রাঙামাটি জেলা পরিষদ মিলনায়তনে জেলা বিএনপি জেলা পূজা উদযাপন পরিষদ ও সনাতনী নেতাদের সঙ্গে সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মাহবুবের রহমান শামীম বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত বাংলাদেশ। কিন্তু আওয়ামী লীগ সব সময় সাম্প্রদায়িক ও বিভাজনের রাজনীতি করেছে। তারা সংখ্যালঘু ও সংখ্যাগুরু বিভাজন করে দেশকে সব সময় ব্যস্ত রাখতো। গত ৫ আগস্ট স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের পর পতিত স্বৈরাচার আবার নানা ষড়যন্ত্র শুরু করেছে। তারা সনাতনী সম্প্রদায়কে কার্ড হিসেবে ব্যবহার করার চেষ্টা করছে। তাই সামনের দুর্গাপূজা আমাদের সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দল ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রতিটি পূজামণ্ডপকেন্দ্রিক স্বেচ্ছাসেবক টিম গঠন করেছে। শারদীয় দুর্গাপূজার ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত প্রতিটি দিন সনাতনীরা যাতে আনন্দমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন করতে পারে। এই দুর্গাপূজা আগের চেয়ে আরও বেশি অংশগ্রহণমূলক হবে।

বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, রাঙামাটি সাম্প্রদায়িক সম্প্রীতির শহর। এখানে পাহাড়ি, অপাহাড়ি, হিন্দু, মুসলিম, বৌদ্ধ সবাই শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছে। কিছুদিন ধরে এই রাঙামাটিসহ পার্বত্য এলাকাকে অশান্ত করতে পতিত স্বৈরাচার উঠেপড়ে লেগেছে। সেই ফাঁদে পা দেওয়া যাবে না। কারণ, আপনারাই এই শহরে থাকবেন, একজন অন্যজনের সুখে-দুঃখে এগিয়ে আসবেন। কারো উসকানি বা কারো পাতানো ফাঁদে পা দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করবেন না। একজন অন্যজনকে আগলে রেখে মৈত্রী ও সাম্যের বাংলাদেশ গড়ে তুলবেন।

রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুনের সঞ্চালনায় সমন্বয় সভায় আরও বক্তব্য রাখেন- বিএনপির কেন্দ্রীয় ধর্মবিষয়ক সহ-সম্পাদক দীপেন দেওয়ান, সাবেক পার্বত্য চট্টগ্রামবিষয়ক উপমন্ত্রী মনি স্বপন দেওয়ান, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রাজিব ধর (তমাল), রাঙামাটি জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অমলেন্দু হাওলাদার, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল, রাঙামাটি সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব সুব্রত দে, জগদ্ধাত্রী মাতৃ মন্দিরের সভাপতি স্বপন মহাজন, শংকর মিশন রাঙামাটির উপদেষ্টা দিলীপ নন্দী, গীতাশ্রম মন্দিরের সহ-সভাপতি রাজু প্রসাদ দে, জাগো হিন্দু পরিষদ রাঙামাটি জেলার সভাপতি দেবব্রত চক্রবর্তী, সাধারণ সম্পাদক দেবু প্রসাদ দেবু, রাঙামাটি আইনজীবী সমিতির সাবেক সভাপতি দুলাল সরকার, রামঠাকুর আশ্রমের অর্থ সম্পাদক বরুণ রায়, রাঙামাটি পৌর পূজা উদযাপন পরিষদের খোকন দে, গীতা আশ্রম পূজামণ্ডপের সভাপতি রাজু প্রসাদ দে, তাপস দাশ, সনাতন যুব পরিষদের লিংকন মজুমদার, আইচবাড়ি পূজা পরিষদের শিব শংকর আইচ প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগামীর বাংলাদেশ কীভাবে চলবে, তার জন্য গণভোট : আলী রীয়াজ

তারেক রহমানকে ‘আই হ্যাভ আ প্ল্যান’ শীর্ষক কার্টুন হস্তান্তর

নিরাপদ ও মাদকমুক্ত সমাজ গড়াই বিএনপির অঙ্গীকার : সেলিমুজ্জামান

পোস্টাল ব্যালটের ভাঁজে ‘ধানের শীষ’, যা বলল ইসি

ঢাবিতে ক্রাইম ইনভেস্টিগেশন অ্যান্ড ফরেনসিক অ্যানালাইসিস ল্যাবের যাত্রা শুরু

শিক্ষানবিশ ৯৬ এএসপিকে ৬ মাসের বাস্তব প্রশিক্ষণের জন্য বদলি

ঢাকায় স্মার্ট মিটার সিস্টেম (এসডব্লিউএম) পাইলট প্রকল্পের উদ্বোধন

শরীয়তপুরকে আধুনিক জেলা গড়ার পরিকল্পনা ৩১ দফায় রয়েছে : নুরুদ্দিন অপু

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন পরিচালক ডা. কামরুল হাসান

নিষিদ্ধ যুবলীগের দুই অস্ত্রধারী ক্যাডার গ্রেপ্তার

১০

এক ট্রফিতেই মিলল ২ হাজার ৬২ কোটি টাকা!

১১

বন্দরে ভারতীয় ট্রাকে মিলল ৫৩ কার্টন ইলিশ

১২

জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য রাজনীতিতে এসেছি : ইশরাক

১৩

বিশ্বকাপ ট্রফি দেখে যে বাজি ধরলেন জামাল ভূঁইয়া 

১৪

নঈম নিজাম-বোরহান কবীরসহ ৩ সাংবাদিকের মামলা বাতিল

১৫

নীরবে শরীরে ছড়াচ্ছে ক্যানসার, সকালে এই একটি লক্ষণ দেখা দিলেই সতর্ক হোন

১৬

বিবাহবার্ষিকীর দিনেই জনপ্রিয় অভিনেত্রীকে তালাকের নোটিশ

১৭

আমিরের শোকজ প্রসঙ্গে যা বলছে বাংলাদেশ খেলাফত মজলিস

১৮

মারা গেছেন ভারতের বর্ষীয়ান সংগীতশিল্পী সমর হাজারিকা

১৯

আলোচনায় রাফসানের সাবেক স্ত্রী 

২০
X