কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৪, ১১:০৪ পিএম
আপডেট : ০৯ অক্টোবর ২০২৪, ১১:১২ পিএম
অনলাইন সংস্করণ

দুই শিশুকে নিয়ে শিবির অফিসে মা, সেক্রেটারি জেনারেলের আবেগঘন স্ট্যাটাস

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জাহিদুল ইসলাম ও সংগঠনটির লোগো। ছবি : সংগৃহীত।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জাহিদুল ইসলাম ও সংগঠনটির লোগো। ছবি : সংগৃহীত।

সম্প্রতি এক মা তার দুই ছেলেকে নিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় অফিসে হাজির হন। তিনি তার সন্তানদের ভর্তি করাতে চান ‘শিবির সেন্টারে’। এসময় ওই মায়ের সঙ্গে কথোপকথনের অংশবিশেষ তুলে ধরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে পোস্ট করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জাহিদুল ইসলাম।

বুধবার (৯ অক্টোবর) রাতে ওই আবেগঘন স্ট্যাটাস দেন তিনি।

জাহিদুল ইসলাম বলেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি, শিবিরের সাথে সম্পৃক্ত হওয়া যতটা গুরুত্বপূর্ণ, তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ শিবির সম্পর্কে জানা ও বোঝা।

তিনি ওই পোস্টে বলেন, গত সপ্তাহে কেন্দ্রীয় অফিসে বসা ছিলাম। এক মা তার দুই সন্তানকে নিয়ে এসেছেন শিবির সেন্টারে ভর্তি করতে চান। একজন ক্লাস নাইনে অন্যজন ক্লাস সিক্সে পড়ছে। আমি কৌতূহলী হয়ে জিজ্ঞাস করলাম, ‘শিবির সেন্টারে ভর্তি’ এই আইডিয়া আপনার মাথায় কীভাবে এলো?

ওই মা বললেন, ‘আমি শিবির সম্পর্কে স্টাডি করেছি। বোঝার চেষ্টা করেছি। আমি আমার পজিশন থেকে এই উপলব্ধিতে পৌঁছতে পেরেছি, ছাত্রশিবির এমন একটি শিক্ষাপ্রতিষ্ঠান যা আমার সন্তানের মেধা ও নৈতিকতা সমন্বয় সাধনে ভূমিকা রাখবে। জাহিলিয়াতময় এই পরিবেশে আমি সবসময় সন্তানদের পাহারা দিয়ে রাখতে পারি না। আমি আত্মবিশ্বাস নিয়ে বলতে পারি, শিবিরের সিলেবাস, কারিকুলাম, প্রোগ্রামসমূহ আমার সন্তানের জন্য নৈতিক ভ্যানগার্ড হিসেবে দায়িত্ব পালন করবে ইনশাআল্লাহ।‘

সে মায়ের কথা শুনে কিছুটা আপ্লুত হয়ে পড়েন কেন্দ্রীয় এই শিবির নেতা। তিনি আরও বলেন, পাশাপাশি স্বপ্ন দেখলাম, সাহস ও শক্তি পেলাম। আমার সাথে কেন্দ্রীয় প্রচার ও ছাত্রকল্যাণ সম্পাদক ভাইয়েরা উপস্থিত ছিলেন। তারা জানালেন, এমন করে প্রায় সময় অভিভাবকরা তাদের সন্তানদের নিয়ে শিবির অফিসে আসেন।

তিনি আরও বলেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি, শিবিরের সাথে সম্পৃক্ত হওয়া যতটা গুরুত্বপূর্ণ, তারচেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ শিবির সম্পর্কে জানা ও বোঝা। বাংলাদেশের শিক্ষার পরিবেশ, ক্যাম্পাস ও আর্থসামাজিক বাস্তবতায় এই কাফেলা শিশু, কিশোর ও যুবকদের জন্য এক নিয়ামক শক্তি। মহান রব এই জনপদের মানুষদের এই নেয়ামতকে বোঝার তাওফিক দান করুন। আমিন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোস্ট গার্ডের অভিযানে আটক ৬

তারেক রহমানের প্রত্যাবর্তন হবে ঐতিহাসিক : ইশরাক

শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের আরও সতর্ক হতে হবে : রফিক সিকদার

ঢাবিতে মুজিব হলের নাম মুছে লেখা হলো ‘শহীদ ওসমান হাদি’ হল

সংসদ নির্বাচনে প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট প্রেরণ শুরু

বাংলাদেশে সাংবাদিকদের ওপর হামলার নিন্দা জানিয়েছে প্রেস ক্লাব অব ইন্ডিয়া

ওসমান হাদির জানাজা-দাফন সুশৃঙ্খলভাবে শেষ হওয়ায় ডিএমপির কৃতজ্ঞতা

আবুধাবিতে দেখা গেল রজবের চাঁদ, রমজানের কাউন্টডাউন শুরু

২১ ডিসেম্বর বিশ্ব মেডিটেশন দিবস, মন ভালো তো সব ভালো

বিইউবিটিতে জাঁকজমকপূর্ণভাবে সম্পন্ন হলো ‘আইসিপিসি এশিয়া ঢাকা রিজিওনাল কনটেস্ট ২০২৫’

১০

মায়ের চেয়ে শিশু ফর্সা হওয়ায় ঘিরে ধরল উত্তেজিত জনতা

১১

একদিনেই তাপমাত্রা কমতে পারে ৩ ডিগ্রি পর্যন্ত

১২

জেলা আ.লীগের সাধারণ সম্পাদক মিতা গ্রেপ্তার

১৩

গাজায় সেনা পাঠালে যে সমস্যায় পড়বে পাকিস্তান

১৪

চিরকুট লিখে জামায়াত কর্মীকে হত্যার হুমকি

১৫

গণমাধ্যম ও সাংবাদিকের ওপর হামলায় বসুন্ধরা গ্রুপের নিন্দা 

১৬

রেলে কোন রুটে কত বাড়ল টিকিটের দাম?

১৭

ঘোষিত তপশিলে যে ৩ পরিবর্তন আনল ইসি

১৮

এবার ছয় রুটে বাড়ল ট্রেনের ভাড়া

১৯

তিন বাহিনীর প্রধানরা ইসিতে যাচ্ছেন রোববার

২০
X