রাজকুমার নন্দী
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৩, ০৬:২৯ এএম
আপডেট : ০৮ আগস্ট ২০২৩, ০৮:৫৫ এএম
অনলাইন সংস্করণ

আগস্টে ‘নরম’ কর্মসূচিতেই বিএনপি

আগস্টে ‘নরম’ কর্মসূচিতেই বিএনপি

চলতি সপ্তাহেই সরকারের পদত্যাগে একদফা আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করতে পারে বিএনপি। এ লক্ষ্যে কয়েকদিন ধরে যুগপৎ আন্দোলনের সমমনা দল ও জোটের সঙ্গে ধারাবাহিক বৈঠক করে কর্মসূচির ব্যাপারে প্রস্তাবনা নিয়েছে দলটি। কিন্তু কর্মসূচি এখনো চূড়ান্ত হয়নি। তবে দলটি আপাতত নরম কর্মসূচিতেই থাকছে বলে জানা গেছে।

গত ২৯ জুলাই ঢাকার প্রবেশপথে অবস্থান কর্মসূচি ঘিরে সাংঘর্ষিক পরিস্থিতি সৃষ্টি হওয়া এবং আগস্ট ‘শোকের মাস’ হওয়ায় আন্দোলনের পরিবর্তিত কৌশল অনুযায়ী এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছে দলটি। সেক্ষেত্রে চলতি আগস্ট মাসের তৃতীয় সপ্তাহ থেকে ফের মাঠে গড়াতে পারে যুগপৎ আন্দোলন। তবে ১৫ আগস্টের আগে ইস্যুভিত্তিক কর্মসূচিও আসতে পারে। গতকাল সোমবার বিএনপির স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।

বিএনপি নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, আপাতত ঢাকাসহ বিভাগীয় ও জেলা শহরে সমাবেশ, অবস্থান, পদযাত্রা, বিক্ষোভের মতো কর্মসূচি আসতে পারে। এ ছাড়া নেতাকর্মীদের গ্রেপ্তার বেড়ে যাওয়া এবং বিভিন্ন মামলায় নেতাদের সাজার রায়ের প্রেক্ষাপটে থানা-পুলিশ ও আদালতকেন্দ্রিক কর্মসূচিও হতে পারে। এ ক্ষেত্রে অবস্থান কর্মসূচি আসতে পারে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে ও আদালত চত্বরে। পরিবর্তিত কৌশল অনুযায়ী, ১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীর পর আন্দোলন ফের বেগবান করতে পারে বিএনপি। আর দ্বাদশ সংসদ নির্বাচনের তপশিল ঘোষণার আগেই রাজপথে চূড়ান্ত ফয়সালা করতে চায় দলটি। সংবিধান অনুযায়ী আগামী ডিসেম্বর বা জানুয়ারির প্রথম দিকে দ্বাদশ সংসদ নির্বাচন করতে হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, অক্টোবরেই তপশিল ঘোষণা করা হবে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেন, বিএনপি শান্তিপূর্ণ উপায়ে সরকারের পদত্যাগের একদফা দাবিতে আন্দোলন করছে। এ আন্দোলন আরও বেগবান হবে, যতক্ষণ পর্যন্ত না সরকারের পতন নিশ্চিত হয়। দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য ও লিয়াজোঁ কমিটির নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, কর্মসূচি নির্ধারণে আমরা যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে আলোচনা করছি। এটি এখন শেষপর্যায়ে। শিগগিরই নতুন কর্মসূচি আসবে।

এর আগে একদফা দাবি আদায়ে ঢাকায় গত ২৮ জুলাই মহাসমাবেশের পরদিন রাজধানীর প্রবেশপথে অবস্থান কর্মসূচি দেয় বিএনপি। তবে লাখ লাখ মানুষের উপস্থিতিতে সফল মহাসমাবেশের পর এমন কঠোর ও সাংঘর্ষিক কর্মসূচি নিয়ে শরিকদের মধ্যে নানা প্রশ্ন দেখা দেয়। অভিযোগ আছে, শরিকদের সঙ্গে আলোচনা ছাড়াই ঢাকার প্রবেশপথে ওই অবস্থান কর্মসূচি দেওয়া হয়। এর মধ্য দিয়ে কর্মসূচি প্রণয়ন নিয়ে সমন্বয়হীনতার বিষয়টি সামনে চলে আসে।

এ প্রেক্ষাপটে একদফা আন্দোলনের নতুন কর্মকৌশল ও কর্মসূচি নির্ধারণে যুগপৎ আন্দোলনে যুক্ত থাকা বিভিন্ন দল ও জোটের সঙ্গে ধারাবাহিক বৈঠক করে বিএনপি। এরই মধ্যে গণতন্ত্র মঞ্চ, ১২-দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, নুর-রাশেদের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদ, গণফোরাম (মন্টু)-বিপিপি, ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক মুভমেন্ট (এনডিএম) ও বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের সঙ্গে বৈঠক হয়েছে। এসব বৈঠকে মহাসমাবেশ ও অবস্থান কর্মসূচির সফলতা-ব্যর্থতা নিয়ে মূল্যায়ন করা হয়। শরিকরা অভিমত ব্যক্ত করেন, ঢাকায় মহাসমাবেশের পরদিনই অবস্থানের মতো কঠোর ও সাংঘর্ষিক কর্মসূচি দেওয়ার বিষয়ে আরও ভালোভাবে হিসাব-নিকাশ করা উচিত ছিল। অনেকে কর্মসূচি প্রণয়নে সমন্বয়হীনতার কথা জানিয়ে তা নিরসনের ওপর জোর দেন। একই সঙ্গে পর্যাপ্ত প্রস্তুতির জন্য যথাসম্ভব আগে শরিকদের কর্মসূচি অবহিত করার কথাও বলেন। তবে এ বিষয়ে বিএনপি নেতারা কথা না বাড়িয়ে সমন্বয়হীনতার কথা স্বীকার করেন এবং সামনের দিনে এ বিষয়ে সতর্ক হওয়ার আশ্বাস দেন।

গণঅধিকার পরিষদের নেতারা বৈঠকে বিএনপি নেতাদের জানান, আন্দোলনের সূতিকাগার হিসেবে পরিচিত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্দোলন শুরু করলে তা দ্রুত সময়ে সারা দেশে ছড়িয়ে পড়বে। তাই সব দলের ছাত্র সংগঠনকে একই সময়ে একই স্থানে কর্মসূচি পালন করতে হবে। জবাবে বিএনপি নেতারা এ বিষয়কে গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে বলে জানান। বৈঠকে শরিক দলগুলো নিয়মতান্ত্রিক উপায়ে শান্তিপূর্ণ কর্মসূচিতে আন্দোলনকে এগিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছে। পাশাপাশি সরকারের উসকানি ও সহিংসতার মুখে বিরোধী দলের আন্দোলনকারীরা যেন সহিংস না হন, তা নিশ্চিতেরও আহ্বান জানানো হয়। এ ছাড়া একদফার আন্দোলন ঘিরে সরকারের দমনপীড়ন, হামলা-মামলার পরিপ্রেক্ষিতে ভবিষ্যতে কর্মসূচি প্রণয়নে ‘বিকল্প’ রাখতে বিএনপিকে পরামর্শ দিয়েছেন যুগপতের শরিকরা। কর্মসূচি প্রণয়নের ক্ষেত্রে প্ল্যান ‘এ’, ‘বি’ ও ‘সি’ রাখার প্রস্তাব করেন তারা। যাতে উদ্ভূত যে কোনো পরিস্থিতিতে বিকল্প কর্মসূচিতে যাওয়া যায়। তবে অধিকাংশ শরিক বিএনপির ওপর কর্মসূচি প্রণয়নের দায়িত্ব দেয়।

এ ছাড়া বৈঠকে কোনো কোনো দল ও জোটের নেতারা যুগপৎ আন্দোলনে জামায়াতে ইসলামীকে কাছে টানার প্রস্তাব করে বিএনপিকে উদ্যোগ নেওয়ার পরামর্শ দিয়েছে বলেও সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে। জানা গেছে, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জামায়াতকে আবারও কাছে টানতে চাইছে বিএনপির হাইকমান্ড। একদফার ভিত্তিতে চূড়ান্ত আন্দোলন শুরুর প্রেক্ষাপটে জামায়াতে ইসলামীর সঙ্গে আলাপ-আলোচনার জন্য দলের নেতাদের নির্দেশনাও দিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। দুই দলের মধ্যে সৃষ্ট দূরত্ব ঘুচিয়ে আন্দোলনে জামায়াতকে পাশে রাখার উদ্যোগ নিতে বলেছেন তিনি। তার নির্দেশনার পর এরই মধ্যে জামায়াতের সঙ্গে আলাপ-আলোচনা শুরু করেছেন বিএনপি নেতারা।

আরও পড়ুন : ভোটে নজর আ.লীগের

গত ডিসেম্বরে যুগপৎ আন্দোলনের শুরুতে দুটি কর্মসূচিতে বিএনপির সঙ্গে ছিল জামায়াত। এরপর থেকে তারা এককভাবে কর্মসূচি পালন করছে। এজন্য যুগপতের কর্মসূচি প্রণয়নে সমন্বয়হীনতার কথা বলেছে জামায়াত। তবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমানকে সাজা দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে গত ৩ আগস্ট বিবৃতি দিয়েছে জামায়াতে ইসলামী। এটাকে বিএনপির সঙ্গে জামায়াতের দূরত্ব কমার ইঙ্গিত বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: বিএনপির আন্দোলন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কারিগরি ত্রুটিতে অনলাইন জিডি বন্ধ

মুক্তিপণ না পেয়ে শিশু তামিমকে হত্যার অভিযোগ, আটক ২

৫ ধরনের ব্যক্তির জন্য পেঁপে খাওয়া বিপজ্জনক

থেমে আছে পাতাল মেট্রোরেলের কাজ 

আল আকসা মসজিদ নিয়ে ভয়ংকর পরিকল্পনা

‘নির্বাচনে জনগণের কাছে যেতে হবে’

ইভ্যালির গ্রাহকদের প্রায় ১৩ কোটি টাকা ফেরত দিয়েছে নগদ

গাছে বেঁধে মধ্যযুগীয় কায়দায় ফেরিওয়ালাকে নির্যাতন 

দেবের সঙ্গে সানি লিওনের ভিডিও ফের ভাইরাল

ভারত ভ্রমণে দ্বিতীয় শীর্ষে বাংলাদেশ, প্রথম কোন দেশ

১০

নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা আটক

১১

সব ধরনের বিভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকতে হবে : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

১২

নতুন চুক্তিতে কেমন বেতন পাবেন পাকিস্তানের ক্রিকেটাররা?

১৩

বড় ভাইয়ের কাঁধে চড়ে নদী পার হচ্ছিল নাজিম, অতঃপর...

১৪

ক্রিকেটারদের সঙ্গে বিসিবির ৩ ঘণ্টার বৈঠকে কী আলোচনা হল?

১৫

যুক্তরাজ্য থেকে আসবে ৩ কার্গো এলএনজি

১৬

২৫ মিলিয়ন ডলারের চুরি করা গোলাপি হীরা উদ্ধার দুবাই পুলিশের

১৭

খোলামেলা পোশাকে বিতর্কে পাকিস্তানি অভিনেত্রী আইজা

১৮

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য সম্পর্ক আরও বাড়াতে চায় বাংলাদেশ

১৯

দেশজুড়ে মোবাইল কোর্ট অভিযানে ১২২০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ

২০
X