ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ান হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি (পলিটিক্যাল অ্যান্ড পাবলিক ডিপ্লোম্যাসি) সাচা ব্লুমেনের সঙ্গে বৈঠক করেছেন গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুর।
মঙ্গলবার (৮ আগস্ট) বেলা ১১টা থেকে দুপুর সোয়া ১২টা পর্যন্ত গুলশানে অস্ট্রেলিয়ান ক্লাবে এ বৈঠক হয়।
আরও পড়ুন: ভোটাধিকার প্রতিষ্ঠায় আ.লীগের বিদায় ছাড়া পথ নেই : রব
এ সময় নুরের সঙ্গে দলটির উচ্চতর পরিষদের সদস্য ফাতেমা তাসনিমও ছিলেন।
বৈঠকে সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে নুরের ওপর ছাত্রলীগের হামলার ঘটনার ভিডিও ফুটেজ দেখানোসহ অস্ট্রেলিয়ান কূটনীতিককে বিস্তারিত জানানো হয় বলে গণঅধিকার পরিষদ সূত্রে জানা গেছে। এ ছাড়া বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও আলোচনা হয়।
মন্তব্য করুন