কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৪, ০৭:০৭ পিএম
অনলাইন সংস্করণ

ভিসা বন্ধে ভারতে দুর্ভিক্ষ ঠেকানো সম্ভব হবে না : গয়েশ্বর রায়

‘মুক্তিযুদ্ধের প্রজন্ম’ আয়োজিত এক প্রকাশনা অনুষ্ঠান ও আলোচনা সভা। ছবি : কালবেলা
‘মুক্তিযুদ্ধের প্রজন্ম’ আয়োজিত এক প্রকাশনা অনুষ্ঠান ও আলোচনা সভা। ছবি : কালবেলা

বাংলাদেশের সঙ্গে ভিসা ও এলসি বন্ধসহ সম্পর্কের অবনতিতে ভারতের দুর্ভিক্ষ ঠেকানো সম্ভব হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

সোমবার (৯ ডিসেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ‘মুক্তিযুদ্ধের প্রজন্ম’ আয়োজিত এক প্রকাশনা অনুষ্ঠান ও আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। সাহিত্যিক-সাংবাদিক কালাম ফয়েজী রচিত ‘নেতা ও কবি’ বইয়ের প্রকাশনা উপলক্ষে এ অনুষ্ঠান হয়।

গয়েশ্বর রায় বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ৯০ শতাংশ। আমরা তো শুধু ইলিশ মাছ পাঠাই, তারা সবকিছুই পাঠায়। সুতরাং ভিসা এবং এলসি এসব যদি বন্ধ থাকে, তাহলে ভারতের দুর্ভিক্ষ ঠেকানো সম্ভব না। নরেন্দ্র মোদি এবং সোনিয়া গান্ধী সবাই বসে কপাল ঠোকাঠুকি করতে পারবে, কিন্তু দুর্ভিক্ষ ঠেকাতে পারবে না। তিনি বলেন, ভারত নিজেদের স্বার্থেই বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করছে। হাসিনামুক্ত বাংলাদেশ গড়ার প্রেক্ষাপটে ভারতের কিছু সাংবাদিক মিথ্যাচার করছেন। এটাকে বাংলাদেশের মানুষ ভালোভাবে নিচ্ছে না।

বিএনপির এই নীতি-নির্ধারক বলেন, আমাদের একটা ফরেন পলিসি আছে। আমরা বলেছি- সকল দেশের সঙ্গে আমাদের বন্ধুত্ব, কিন্তু কোনো প্রভুত্ব না। শুধু ভারতের সঙ্গে নয়, পুরো বিশ্বের সঙ্গে আমাদের ফরেন পলিসি থাকতে হবে। ভারত যদি বাংলাদেশের মানুষের মনোভাব না বুঝে, তাহলে ভবিষ্যতে ভারত-বাংলাদেশের সম্পর্ক হবে মুখোমুখি। আজকে তারা নেপালের সঙ্গে বন্ধুত্ব হারিয়েছে। মালদ্বীপ এমনকি ভুটানের সঙ্গেও বন্ধুত্ব হারিয়েছে। পাকিস্তানের সঙ্গে সম্পর্ক অনেক আগেই হারিয়েছে, এখন বাংলাদেশের সঙ্গে। ভারতকে ভাবতে হবে, দক্ষিণ এশিয়ার ভিতর সব দেশের সঙ্গে সম্পর্ক হারিয়ে তারা কীভাবে চলবে? কোনো দেশই ভারতের সঙ্গে আপস করছে না।

গয়েশ্বর রায় বলেন, সংস্কারের কোনো শেষ নেই। এত কথা বলেন, কিন্তু আসল কথা কেউ বলছেন না, অর্থাৎ নির্বাচন নিয়ে সুনির্দিষ্ট কথা কেউ বলেন না। অন্তর্বর্তী সরকারের কেউই কিন্তু রাজনীতিবিদ নয়। সব সময় সব দেশের রাজনৈতিক সমস্যার সমাধান রাজনীতিবিদরাই করেন। যারা অন্তর্বর্তী সরকারে আছেন, তারা যদি মনে করেন তারাই সব- তাহলে কীভাবে হবে। তাহলে এই জাতীয় ঐক্য ধরে রাখতে পারবেন কতক্ষণ। কার্যত নির্বাচনে জনগণের মতামত প্রকাশের মাধ্যমে জাতীয় ঐক্য তৈরি হয়।

মুক্তিযুদ্ধের প্রজন্মের সভাপতি সৈয়দ মোজাম্মেল হোসেন শাহিনের সভাপতিত্বে এবং দৈনিক খোলাবাজার পত্রিকার প্রকাশক ও সম্পাদক মো. জহিরুল ইসলাম কলিমের সঞ্চালনায় এতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, কেন্দ্রীয় সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ প্রমুখ বক্তব্য দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাবার সমাধির পাশে তারেক রহমানের ‘একাকী কিছুক্ষণ’ 

বছরজুড়ে অনলাইনে সবচেয়ে বেশিবার সার্চ হওয়া ব্যক্তিত্ব

তারেক রহমানকে স্বাগত জানাতে ঢাকা-আরিচা মহাসড়কে জনতার ঢল

ভারতীয় শিক্ষার্থীকে গুলি করে হত্যা

পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে বিএনপি নেতাকে হত্যা

২১ বছরে বৈশাখী টেলিভিশন, থাকছে দিনব্যাপী অনুষ্ঠান

দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী

রোহিঙ্গা শিবিরে আগুন, কোটি টাকার ক্ষয়-ক্ষতি

‘নেতার রাজনৈতিক ভবিষ্যৎ কোনো জজ সাহেবের কলমের খোঁচায় নির্ধারিত হয় না’

বাবার সমাধি জিয়ারত করলেন তারেক রহমান

১০

গ্যাস নিয়ে গ্রাহকদের দুঃসংবাদ দিল তিতাস

১১

তিনি আসলেন, দেখলেন, জয় করলেন : সালাহউদ্দিন

১২

ছাত্রশিবিরের সভাপতি-সেক্রেটারি যেভাবে নির্বাচিত হন

১৩

বছরের শেষ সময়ে একসঙ্গে জায়েদ-ফারিয়া

১৪

স্ত্রীকে হত্যার পর শ্বশুরকে ফোন দিয়ে লাশ নিতে বললেন স্বামী

১৫

প্রাথমিকের নিয়োগ পরীক্ষা স্থগিত 

১৬

ছাত্রশিবিরের নতুন সভাপতি কে এই সাদ্দাম?

১৭

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন তারেক রহমান

১৮

তারেক রহমানের বক্তব্য নিয়ে ভারতীয় মিডিয়ায় মিথ্যাচার 

১৯

ছাত্রশিবিরের নতুন সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম

২০
X