কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৪, ০১:১৩ এএম
অনলাইন সংস্করণ

ছাত্রদল সভাপতি রাকিব ও সাবেক শিবির নেতা গালিব ব্যাচমেট নন : রিউমর স্ক্যানার

রিউমর স্ক্যানারের তথ্য যাচাই। ছবি : সংগৃহীত
রিউমর স্ক্যানারের তথ্য যাচাই। ছবি : সংগৃহীত

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘ঢাবি শিবিরের সাবেক সভাপতি মির্জা গালিব মাস্টার্স ও পিএইচডি করে শিক্ষকতা করছে। আর তারই ব্যাচমেট ছাত্রদল সভাপতি রাকিব নিজেকে শিক্ষার্থী দাবি করে’ শীর্ষক একটি তথ্য ছড়িয়ে পড়েছে। তবে ঘটনাটি ভিন্ন বলে জানিয়েছে ফ্যাক্ট চেক বা তথ্য যাচাই সংস্থা রিউমর স্ক্যানার।

বুধবার (২৫ ডিসেম্বর) এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করে সংস্থাটি বলছে, রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি মির্জা গালিব একে অপরের ব্যাচমেট ছিলেন না। প্রকৃতপক্ষে ছাত্রদল নেতা রাকিব ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০০৬-০৭ শিক্ষাবর্ষে স্নাতকে ভর্তি হয়েছিলেন। অপরদিকে মির্জা গালিব ২০০৫ সালে স্নাতক এবং ২০০৭ সালে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন।

রিউমর স্ক্যানার জানায়, এ বিষয়ে অনুসন্ধানে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলে মূলধারার গণমাধ্যম প্রথম আলোতে “‘বিবাহিত’ বলে ফেসবুকে প্রচারণা, ছাত্রদলের সভাপতি রাকিবুলের জিডি” শীর্ষক শিরোনামে চলতি বছরের গত ২৭ সেপ্টেম্বরে প্রকাশিত একটি সংবাদ প্রতিবেদন থেকে জানা যায়, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০০৬-০৭ শিক্ষাবর্ষের ছাত্র রাকিবুল গত ১ মার্চ ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পান।’

এ ছাড়া, ‘ছাত্রদলের নতুন সভাপতি কে এই রাকিব’ শীর্ষক শিরোনামে মূলধারার সংবাদমাধ্যম যুগান্তরে চলতি বছরের গত ০৫ মার্চে প্রকাশিত আরেকটি সংবাদ প্রতিবেদন থেকে জানা যায়, রাকিব ময়মনসিংহের মুক্তাগাছার নবারুণ বিদ্যানিকেতন স্কুল থেকে ২০০৩ সালে বিজ্ঞান বিভাগে মাধ্যমিক (এসএসসি) এবং শহীদ স্মৃতি সরকারি কলেজ থেকে ২০০৫ সালে উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পাশ করেন। এরপর ২০০৬-০৭ সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগে স্নাতকে ভর্তি হন তিনি।

সংস্থাটি বলছে, পাশাপাশি রাকিবের ফেসবুক অ্যাকাউন্ট পর্যবেক্ষণ করলে লক্ষ্য করা যায়, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগে ২০০৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত পড়াশোনা করেছিলেন বলে উল্লেখ করেছেন।

অপরদিকে মির্জা গালিবের কর্মস্থল হাওয়ার্ড ইউনিভার্সিটির ওয়েবসাইটে মির্জা গালিবের প্রোফাইল পর্যবেক্ষণ করলে জানা যায়, মির্জা গালিব ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন এবং রাসায়নিক প্রযুক্তি বিভাগে ২০০৫ সালে স্নাতক সম্পন্ন করে একই বিভাগে ২০০৭ সালে স্নাতকোত্তর সম্পন্ন করেছিলেন। ২০১৪ সালে তিনি রসায়ন বিভাগে ইউনিভার্সিটি অফ আলবার্টা থেকে পিএইচডিও সম্পন্ন করেছিলেন। একই তথ্য হাওয়ার্ড ইউনিভার্সিটিতে মির্জা গালিবের প্রোফাইলে সংযুক্ত গালিবের সিভি থেকেও জানা যায়।

অর্থাৎ ছাত্রদল নেতা রাকিব যে সময়ে নিজের উচ্চমাধ্যমিক পর্যায় পাশ করেছেন, তার কাছাকাছি সময়েই মির্জা গালিব নিজের স্নাতক পর্যায় সম্পন্ন করেছেন।

সুতরাং, ছাত্রদল সভাপতি রাকিব ও সাবেক শিবির নেতা গালিব একে অপরের ব্যাচমেট ছিলেন শীর্ষক দাবিটি মিথ্যা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুক্তি পেলেন ইসরায়েলে আটক পাকিস্তানের জামায়াত নেতা

মেয়াদোত্তীর্ণ পাসপোর্টে হজযাত্রী নিবন্ধনের বিষয়ে যা জানা গেল

তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে নেতৃত্ব দেবেন : এম এ মালিক

এক দিনের ব্যবধানে আরও বাড়ল স্বর্ণের দাম

বাংলাদেশ সফরের জন্য আইরিশদের দল ঘোষণা

এবার আরেক অপ্রতিরোধ্য সক্ষমতা অর্জনের পথে পাকিস্তান

কুমিল্লায় গৃহবধূকে ধর্ষণ, ২ যুবক গ্রেপ্তার

মেঘনায় অভিযানিক দল ও জেলেদের সংঘর্ষ

হংকংয়ের বিপক্ষে জয় নিয়ে আশাবাদী হামজা

যে ৬ সমস্যায় কখনোই এআইয়ের পরামর্শ নেওয়া যাবে না

১০

গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারীকে প্রকাশ্যে গুলি করে হত্যা

১১

চাঁদাবাজদের উপযুক্ত জবাব দেওয়া হবে : কফিল উদ্দিন

১২

ডাকসুর জিএস ফরহাদ হোসেনকে রাঙামাটিতে সংবর্ধনা

১৩

পুলিশ সদস্যদের হামলা ও অপদস্তের প্রতিবাদ দুই সংগঠনের 

১৪

ফুটপাতে পাওয়া সেই নবজাতককে নিতে চান ২৩ দম্পতি

১৫

আগামী বছর থেকে ফুটবল ক্যালেন্ডারে আসছে বড় পরিবর্তন

১৬

ট্রাম্পের জন্মদিনে হোয়াইট হাউসে ইতিহাস রচনা করবে ইউএফসি লড়াই

১৭

বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষা সংস্কার কমিশন করা হবে : তারেক রহমান

১৮

আধুনিক যন্ত্রেই নিশ্চিত হবে নিরাপদ খাদ্য : মেয়র শাহাদাত

১৯

শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশনের নির্বাচন স্থগিত

২০
X