কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৪, ০৩:০৮ পিএম
অনলাইন সংস্করণ

এবি পার্টির কার্যনির্বাহী পরিষদের নির্বাচন, ফলাফল ঘোষণা

আমার বাংলাদেশ (এবি) পার্টির জাতীয় নির্বাহী পরিষদ নির্বাচনের ফলাফল ঘোষণা। ছবি : কালবেলা
আমার বাংলাদেশ (এবি) পার্টির জাতীয় নির্বাহী পরিষদ নির্বাচনের ফলাফল ঘোষণা। ছবি : কালবেলা

তীব্র প্রতিদ্বন্দ্বিতা ও টান টান অপেক্ষার অবসান ঘটিয়ে শনিবার গভীর রাতে আমার বাংলাদেশ (এবি) পার্টির জাতীয় নির্বাহী পরিষদ নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে।

রোববার (২৯ ডিসেম্বর) সংগঠনের প্রচার সম্পাদক আনোয়ার সাদাত টুটুল এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

এতে বলা হয়, এর আগে ২৭ ও ২৮ ডিসেম্বর দুইদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আনন্দমুখর পরিবেশ ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এবি পার্টির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। একটানা ভোট গণনা শেষে রোববার প্রথম প্রহরে রাত ২টা ৩০ মিনিটে নির্বাচন কমিশনার, সাবেক জেলা জজ আখতারুল আলম লাইভে ফলাফল ঘোষণা শুরু করেন।

এতে আরও বলা হয়, কেন্দ্রীয় কমিটির ৩১৫ সদস্যের সরাসরি ভোটে নির্বাহী কমিটির ২১ জন সদস্য নির্বাচিত হন। যেখানে প্রার্থী সংখ্যা ছিল মোট ৬০ জন। গভীর রাত হলেও বিজয় নগরস্থ এবি পার্টির কার্যালয় ছিল সরগরম ও উৎসব মুখর। নির্বাচন কমিশনার একে একে ৬০ জন প্রার্থীর প্রাপ্ত ভোট এবং বিজয়ী ২১ জনের নাম ঘোষণা করেন। তিনি জানান মোট ভোটার ছিলেন ৩১৫ জন এবং ভোট প্রদানের হার ছিল প্রায় ৯৮ শতাংশ। ভোট প্রদানে ভুল করার কারণে ৬টি ভোট বাতিল করা হয়েছে।

উল্লেখ্য, আমার বাংলাদেশ (এবি) পার্টি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে সেবা ও সমস্যা সমাধানের রাজনৈতিক অঙ্গীকার নিয়ে ২০২০ সালের ২ মে আত্মপ্রকাশ করে। সকল শর্ত পূরণ করার পরও বিগত সরকার এবি পার্টিকে নিবন্ধন না দিলেও আওয়ামী সরকার পতনের পর আদালতের রায়ের মাধ্যমে নিবন্ধন পায় এবি পার্টি। নিবন্ধনের পর প্রথম কাউন্সিলের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আগামী ১০ ও ১১ জানুয়ারি দলটির ১ম কাউন্সিল অনুষ্ঠিত হবে। ১০ জানুয়ারি সারা দেশের প্রায় ২ হাজার কাউন্সিলরের প্রত্যাক্ষ ভোটে এবি পার্টির চেয়ারম্যান নির্বাচন অনুষ্ঠিত হবে। এরই অংশ হিসেবে জাতীয় নির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হলো। এই জাতীয় নির্বাহী পরিষদের সদস্যদের প্রত্যক্ষ ভোটে দলের সাধারণ সম্পাদকও নির্ধারিত হবে আগামী ১১ জানুয়ারি।

জাতীয় নির্বাহী পরিষদের নির্বাচিত ২১ সদস্য নিম্নরূপ : ১. মজিবুর রহমান মঞ্জু ২. ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ ৩ . প্রফেসর ডা. মেজর (অব.) আবদুল ওহাব মিনার ৪. ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভুইয়া ৫. অ্যাডভোকেট আবদুল্লাহ আল মামুন রানা ৬. ব্যারিস্টার সানী আব্দুল হক ৭. ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলি ৮. আনোয়ার সাদাত টুটুল ৯. এবিএম খালিদ হাসান ১০. আমিনুল ইসলাম এফসিএ ১১. শাহাদাতুল্লাহ টুটুল ১২. মো. আলতাফ হোসাইন ১৩. লে. কর্নেল মো. দিদারুল আলম (অব.) ১৪. আলহাজ্ব জাহাঙ্গীর কাসেম ১৫. ব্যারিস্টার খান আজম ১৬. ব্যারিস্টার আব্বাস ইসলাম খান ১৭. বিএম নাজমুল হক ১৮. ইঞ্জিনিয়ার মো. লোকমান ১৯. এডভোকেট গোলাম ফারুক ২০. মো. আবদুল বাছেত মারজান ২১. লে.কর্নেল হেলাল উদ্দিন আহমেদ (অব.) ফলাফল ঘোষণার সময় প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীগণ এবং তাদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপদেষ্টাদের কল রেকর্ড কোনো ব্যক্তির কাছে থাকাটা ‘বেআইনি ও ব্লাকমেইলিং’ : রিজভী

জাতীয় বেতন স্কেল কবে থেকে, জানালেন শিক্ষা সচিব

ময়মনসিংহে ১৫ শিক্ষা প্রতিষ্ঠানে পাস করেনি কেউ

আবারও একসঙ্গে রাজ-মানজুর-রুমি

রাকসু নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন

আর্জেন্টিনা-মরক্কো ফাইনাল কবে কোথায়

চট্টগ্রামে ফল বিপর্যয়, পাসের হার কমেছে ১৮ শতাংশ

এইচএসসির ফলাফল খারাপ হওয়ায় শিক্ষার্থীর কাণ্ড

জুলাই জাতীয় সনদে যা রয়েছে

শিক্ষকদের ‘মার্চ টু যমুনা’ নিয়ে নতুন সিদ্ধান্ত

১০

চট্টগ্রাম ইপিজেডে পোশাক কারখানায় ভয়াবহ আগুন

১১

বদলির পর সরকারি কোয়ার্টারের ‘দরজা-জানালা’ খুলে নিলেন গণপূর্ত কর্মকর্তা

১২

কুড়িগ্রামে ৯ কলেজে শতভাগ অকৃতকার্য

১৩

৩ কোটি টাকার সড়ক সংস্কারে নিম্নমানের ইট, অতঃপর...

১৪

নতুন লুকে আহান

১৫

নতুন করে গাজায় ড্রোন হামলা, অভিযোগ অস্বীকার আইডিএফের

১৬

আমি পুরোনোতে বাঁচি : জয়া আহসান

১৭

চট্টগ্রামে মাদক মামলায় দুজনের যাবজ্জীবন

১৮

ভেনেজুয়েলায় গুপ্ত অভিযানের অনুমোদন দিলেন ট্রাম্প

১৯

ক্যাম্পাসে মন্দির নির্মাণের দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ

২০
X