কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৫, ১০:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

সংস্কারের নামে অযথা নির্বাচন প্রলম্বিত করা হচ্ছে : প্রিন্স

কৃষক সমাবেশে বক্তব্য দিচ্ছেন সৈয়দ এমরান সালেহ প্রিন্স। ছবি : কালবেলা
কৃষক সমাবেশে বক্তব্য দিচ্ছেন সৈয়দ এমরান সালেহ প্রিন্স। ছবি : কালবেলা

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন- অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে প্রত্যাশিত সংস্কার আগামী বছর জুনের আগে নয়, এবছর জুনের আগেই সম্ভব। কিন্তু জনগণ মনে করছে রাজনৈতিক দল ও জনগণকে অন্ধকারে রেখে সংস্কারের নামে অযথা নির্বাচন প্রলম্বিত করা হচ্ছে।

বুধবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় ময়মনসিংহের হালুয়াঘাটের ভূনবনকূড়া ইউনিয়নের মহিষলেটি গ্রামে কৃষক সমাবেশে তিনি এসব কথা বলেন।

অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিত্বশীল সরকার কায়েম সবচেয়ে বড় সংস্কার উল্লেখ করে বিএনপির এই যুগ্ম মহাসচিব বলেন, নির্বাচিত জনপ্রতিনিধিদের দ্বারা গৃহীত সংস্কার হবে টেকসই ও গ্রহণযোগ্য। তিনি বলেন, সংস্কারের হতে হবে জনগণের প্রত্যাশা অনুযায়ী। জনসম্পৃক্ত সংস্কারই আধুনিক, মানবিক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গড়তে পারে। শুধু কোট-টাই পড়া শহরের মানুষের নয়, গ্রাম-গঞ্জ, ক্ষেত-খামারের কাদামাখা, ঘর্মাক্ত মানুষের প্রত্যাশাও সংস্কারে প্রতিফলিত হতে হবে। মানুষের সংসার না চললে সংস্কার হবে অর্থহীন।

কৃষক সমাবেশে এমরান সালেহ প্রিন্স বলেন, বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে জনগণের ক্রয় ক্ষমতা বৃদ্ধি, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখা, ফ্যামিলি কার্ডের মাধ্যমে অসচ্ছল পরিবারের মাসিক খরচে সহায়তা, পল্লি রেশনিং, কৃষক কার্ডের মাধ্যমে কৃষি ভর্তুকি প্রদান, শস্য বিমা, পশু বিমা, মৎস্য বিমা এবং পোল্ট্রি বিমা চালু করা হবে। সবার জন্য বিনামূল্যে চিকিৎসা, প্রশিক্ষিত পল্লি চিকিৎসক, সকলের জন্য শিক্ষা, বেকার যুবকদের জন্য ভাতা, মুদ্রাস্ফীতির আলোকে শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা হবে। প্রতিটি এলাকায় শিল্পায়ন, কর্মসংস্থানসহ জনকল্যাণে বৈপ্লবিক পরিবর্তন আনা হবে।

কেন্দ্রীয় কৃষক দলের কর্মসূচি অনুযায়ী তিন মাসব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে ভূবনকূড়া ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে আয়োজিত এই কৃষক সমাবেশে ইউনিয়নের সকল গ্রাম থেকে কৃষক প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। তারা কৃষি ও কৃষকের বিরাজমান সমস্যা নিয়ে মুক্ত আলোচনা করেন। তারা সেচের সময় বিদ্যুৎ সমস্যা ও সার, বীজ, কীটনাশক, তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ক্রমাগত ঊর্ধ্বগতি, কৃষি পণ্যের ন্যায্যমূল্য না পাওয়া, কৃষি বিপণনের সমস্যা নিয়ে প্রকাশ করেন এবং সমস্যা নিরসনের আহ্বান জানান।

ইউনিয়ন কৃষক দলের সভাপতি আল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত কৃষক সমাবেশে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ, আসলাম মিয়া বাবুল, আবু হাসনাত বদরুল কবির, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আমজাদ আলী, আলমগীর আলম বিপ্লব, রমজান আলী, রফিকুল ইসলাম, হাফিজ উদ্দিন বিএসসি, জাকির হোসেন, আবদুল মান্নান, মিরাজ আলী, উপজেলা কৃষক দলের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আবদুল হান্নান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাইমুর আরেফীন পাপন, পৌর ছাত্র দলের আহ্বায়ক নূরে আলম জনি, উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক শেখ সাদির, সদস্য সচিব জাকির মাহমুদ চঞ্চল প্রমুখ বক্তব্য রাখেন ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিসেম্বরে পাঁচ ম্যাচের সিরিজে মুখোমুখি বাংলাদেশ–পাকিস্তান

বিমানবন্দরে আগুন লাগার কারণ উঠে এল প্রতিবেদনে

কালবেলার হাতে তানজিন তিশার ভয়েস রেকর্ড

লাল নাকি সবুজ আপেল, শরীরের জন্য কোনটি বেশি উপকারী?

ধুঁকতে থাকা রিয়ালের জন্য নতুন দুশ্চিন্তা

ফের বিয়ের পিঁড়িতে কণ্ঠশিল্পী পূজা, পাত্র কে? 

হাদিসে যে ১০ বিষয়কে কেয়ামতের বড় আলামত বলা হয়েছে

জুলাই হত্যা মামলা থেকে বাণিজ্য উপদেষ্টা বশিরউদ্দীনকে অব্যাহতি

মাছ চাষে বৈজ্ঞানিক পদ্ধতির প্রয়োগে অধ্যাপক মামুনের সাফল্য

টাকার সঙ্গে ঘুষ নিলেন হাঁস

১০

ইসলামের লেবাস পরে জনগণকে বিভ্রান্ত করছে একটি দল : ড. কাইয়ুম

১১

চসিক কার্যালয় পরিদর্শনে চীনের উহু সিটির মেয়র

১২

রুপাজয়ী খই খইয়ের স্বপ্ন এখন অলিম্পিক

১৩

বিতর্কিত মন্তব্য, ভারতকে হুঁশিয়ারি সিন্ধুর মুখ্যমন্ত্রীর

১৪

স্মৃতি মান্ধানার হবু বর পলাশ মুচ্ছালকে ঘিরে নতুন বিতর্ক

১৫

২৯ নভেম্বর মক ভোট : ইসি সচিব

১৬

মেট্রোরেলের ভাড়া কার্ডে প্রথম দিনই অনলাইন রিচার্জে বাধা 

১৭

চট্টগ্রাম বন্দর নিয়ে রিটকারীর পেছনে ‘ভোমা বিড়াল’ : অ্যাটর্নি জেনারেল

১৮

ইএমই কোরের সদস্যদের প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের

১৯

রাস্তার পাশে পড়ে ছিল ব্যবসায়ীর মরদেহ

২০
X