কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৫, ০৪:৫৮ এএম
অনলাইন সংস্করণ

নির্বাচন শুধু প্রলম্বিত নয়, বানচাল করতেও যড়যন্ত্র চলছে : এমরান সালেহ প্রিন্স

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার গামারীতলা ইউনিয়ন বিএনপির আয়োজিত এক কর্মী সমাবেশে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। ছবি : সংগৃহীত
ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার গামারীতলা ইউনিয়ন বিএনপির আয়োজিত এক কর্মী সমাবেশে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। ছবি : সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন প্রলম্বিত করার পাশাপাশি তা সম্পূর্ণভাবে বানচাল করার ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

তিনি বলেছেন, নির্বাচন নিয়ে শুধু দেরি করা হচ্ছে না, বরং তা বানচাল করতে পরিকল্পিতভাবে রাজনৈতিক বিভাজন, দ্বন্দ্ব ও বিশৃঙ্খলা তৈরির চক্রান্ত চলছে। অবাস্তব সংস্কার প্রস্তাব তুলে ধরে জনবিচ্ছিন্ন ইস্যু দিয়ে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে। দেশের মানুষকে এসব বিষয়ে সজাগ থাকতে হবে।

বুধবার (২৩ এপ্রিল) বিকেলে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার গামারীতলা ইউনিয়ন বিএনপির আয়োজিত এক কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রিন্স আরও বলেন, নির্বাচনের বিষয়ে টালবাহানা ও ষড়যন্ত্রের পথ বেছে নিলে তা সফল হবে না। দেশের জনগণকে সঙ্গে নিয়ে তারেক রহমানের নেতৃত্বে সব ষড়যন্ত্র ব্যর্থ করে জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনা হবে।

তিনি বর্তমান সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের উচিত দ্রুত প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা।

সমাবেশে বিএনপি ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি তুলে ধরে তিনি বলেন, বৈষম্যহীন ও মানবিক রাষ্ট্র গঠনে এই কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, বেকারভাতা, কর্মসংস্থান, বিনামূল্যে চিকিৎসা, কৃষিপণ্যের ন্যায্য মূল্য, শ্রমিকের ন্যায্য মজুরি ও জনগণের ক্রয়ক্ষমতা বৃদ্ধির প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এতে।

দলীয় সাংগঠনিক পুনর্গঠন এবং জনগণের সঙ্গে যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ধানের শীষের পক্ষে জনমত গড়ে তুলতে নেতাকর্মীদের ঘরে ঘরে যেতে হবে।

স্থানীয় কলসিন্দুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ কর্মী সমাবেশে সভাপতিত্ব করেন ধোবাউড়া উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আযহারুল ইসলাম কাজল। সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব আনিসুর রহমান মানিক।

সমাবেশে আরও বক্তব্য রাখেন—ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার, জেলা সদস্য মফিজ উদ্দিন, উপজেলা সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন লিটন, যুবদল নেতা আমিনুল ইসলাম, স্বেচ্ছাসেবক দল নেতা ইমরান হোসাইনসহ অনেকেই।

বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে সমাবেশটি এক শক্তিশালী রাজনৈতিক বার্তা দেয় বলেও মন্তব্য করেন আয়োজকরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শর্তসাপেক্ষে বসতে চায় যুক্তরাষ্ট্র, নাকচ করল ইরান

হামলা নাকি নিষেধাজ্ঞা, ভেনেজুয়েলার বিরুদ্ধে কোন পথে যুক্তরাষ্ট্র

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

২৫ ডিসেম্বর : আজকের নামাজের সময়সূচি

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

মোস্তাফিজ–তাসকিনের দ্বৈরথে শেষ হাসি মোস্তাফিজের

ভালুকায় শিশুদের টিকা দিতে এসে ফিরে যাচ্ছেন মায়েরা

দু-একটি সিটের জন্য কতিপয় দল বিক্রি হয়ে যাচ্ছে : হাসনাত আবদুল্লাহ

জনতার ঢলে পরিপূর্ণ তারেক রহমানের সংবর্ধনাস্থল

ছাত্রশিবিরের সদস্য সম্মেলন শুক্রবার

১০

ফ্যাসিবাদবিরোধী জনগণের কাছে এক আশার বাতিঘর তারেক রহমান: নাছির উদ্দীন নাছির

১১

তারেক রহমানকে স্বাগত জানাতে যত আয়োজন

১২

তারেক রহমানের সংবর্ধনা ঘিরে জামায়াতে ইসলামীর শঙ্কা

১৩

দুদক কমিশনের সদস্য সংখ্যা বাড়িয়ে পাঁচ, জারি হলো অধ্যাদেশ

১৪

হাদি হত্যায় ফয়সালের স্ত্রী-বান্ধবী-শ্যালকের দোষ স্বীকার 

১৫

যেভাবে জানতে পারবেন তারেক রহমানকে বহনকারী ফ্লাইটের সর্বশেষ অবস্থান

১৬

বড়দিনের শুভেচ্ছা তারেক রহমানের

১৭

তারেক রহমানকে বহনকারী ফ্লাইট পরিচালনায় যে ৩ পাইলট

১৮

মধুর ক্যান্টিনে ভাঙচুর করা ব্যক্তির বিষয়ে যা জানা গেল

১৯

শেষ মুহূর্তে সিলেট টাইটান্সের বড় চমক

২০
X