কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৫, ০৯:০১ পিএম
আপডেট : ১৯ জানুয়ারি ২০২৫, ০৯:৫৮ এএম
অনলাইন সংস্করণ

সংসদ নির্বাচনে ঋণখেলাপিদের মনোনয়ন নিয়ে বিএনপির বার্তা

মির্জা ফখরুল ইসলাম আলমগীর
মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : সংগৃহীত

আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোনো ঋণখেলাপিকে মনোনয়ন না দেওয়ার বিষয়ে বিএনপি সতর্ক থাকবে বলে অঙ্গীকার করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘আমরা জনগণের কাছে প্রতিশ্রুতি দিচ্ছি যে খেলাপিরা মনোনয়ন যেন না পান তা নিশ্চিত করতে আমরা সচেষ্ট থাকব। এ বিষয়ে অত্যন্ত সতর্ক থাকব।’

শনিবার (১৮ জানুয়ারি) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) আয়োজিত 'শ্বেতপত্র ও অতঃপর : অর্থনৈতিক ব্যবস্থাপনা, সংস্কার ও জাতীয় বাজেট' শীর্ষক সিম্পোজিয়ামে তিনি এ কথা বলেন।

ঋণ খেলাপিদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থেকে বিরত রাখা এবং অর্থ ও পেশিশক্তির প্রভাব কমানোর প্রস্তাব বিএনপি সমর্থন করবে কি না, প্রখ্যাত অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহানের এক প্রশ্নের জবাবে ফখরুল এই মন্তব্য করেন।

ফখরুল বলেন, ‘অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে দল ভবিষ্যতের জন্য কর্মপন্থা নির্ধারণ করছে।’ তবে রাতারাতি সবকিছু পরিবর্তন করা সম্ভব নয় বলে তিনি স্বীকার করেন।

দেশের প্রতিষ্ঠানগুলো পুনর্গঠনের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে দলের মহাসচিব বলেন, ‘আওয়ামী লীগ সরকারের আমলে আমাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে গেছে। আমরা প্রাতিষ্ঠানিক মীমাংসায় বিশ্বাস করি। এখন আমাদের প্রয়োজন প্রতিষ্ঠানগুলোকে সঠিকভাবে পুনর্গঠন করা। যথেষ্ট হয়েছে। আসুন, আমরা সত্যিকার অর্থে আমাদের স্বপ্ন ও জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী বাংলাদেশকে গড়ে তুলি।’

ফ্যাসিবাদী রাজনৈতিক দল আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেওয়া হবে কি না, এমন প্রশ্নের জবাবে ফখরুল বলেন, ‘এ বিষয়ে সিদ্ধান্ত নেবে দেশের জনগণ। একটি রাজনৈতিক দল হিসেবে আমরা এ বিষয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে রাজি নই।’

বিএনপি কেন দ্রুত জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের দাবি জানাচ্ছে, এমন প্রশ্নে ফখরুল বলেন, ‘তাদের বিশ্বাস, কেবল একটি নির্বাচিত সরকারই দেশের সমস্যাগুলোর কার্যকর সমাধান দিতে পারে। যেহেতু নির্বাচিত সরকার জনগণের সমর্থন নিয়ে ক্ষমতায় আসে, তাই জনগণের সমস্যা সমাধানে তাদের সক্ষমতা থাকে।’

রোহিঙ্গা সংকট প্রসঙ্গে ফখরুল অভিযোগ করে বলেন, ‘আওয়ামী লীগ সরকার সংকট সমাধানে যথাযথ পদক্ষেপ নেয়নি। চীন ও ভারতের সঙ্গে আলোচনাসহ প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া তাদের [আওয়ামী লীগ] অগ্রাধিকারে ছিল না।’

মির্জা ফখরুল বলেন, ‘বিএনপি যদি ক্ষমতায় ফেরে, তবে অতীতের মতো রোহিঙ্গা সংকটের যথাযথ সমাধান খুঁজে বের করতে তারা সর্বোচ্চ চেষ্টা করবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালীগঞ্জে সাদা পোশাকে পুলিশের হামলা ও মামলার প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন

র‍্যাব পরিচয়ে ডাকাতির সময় গ্রেপ্তার ৫

স্ত্রীকে মারধরে নিষেধ করায় বড় ভাইকে পিটিয়ে মারল ছোট ভাই

ভারতের পাকিস্তানে হামলা, গম্ভীর-শচীন-ধাওয়ানরা উচ্ছ্বসিত

ভারতের হামলায় পাকিস্তানে নিহত বেড়ে ২৬

পাকিস্তানের যে ৯ স্থানে হামলা চালায় ভারত

জাহাঙ্গীর পাটোয়ারীকে বহিষ্কার করল বিএনপি

পাকিস্তানে ভারতের হামলায় রাশিয়ার প্রতিক্রিয়া

সংঘর্ষে ছাদ উড়ে যাওয়া সেই বাসচালক গ্রেপ্তার

বর্ণাঢ্য আয়োজনে আইইবি’র ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

১০

কোরবানি ঈদের আগের দুই শনিবার খোলা থাকবে অফিস, প্রজ্ঞাপন জারি

১১

ভারত-পাকিস্তান উত্তেজনার মাঝে আইপিএল নিয়ে সিদ্ধান্ত জানাল বিসিসিআই

১২

জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠায় সবাইকে কাজ করতে হবে : আলী রীয়াজ

১৩

খালেদা জিয়ার জন্য বানানো কারাগারে থাকবেন আ.লীগ নেতারা

১৪

ভারত-পাকিস্তান যুদ্ধে না জড়িয়েও বড় ক্ষতির মুখে ফ্রান্স

১৫

পাকিস্তানে থাকা নাহিদ-রিশাদের নিরাপত্তা নিয়ে চিন্তিত বিসিবি

১৬

‘কোনো যুদ্ধবিমান সীমান্ত লঙ্ঘন করেনি’ দাবি পাক আইএসপিআরের

১৭

সোমারের অদৃশ্য প্রাচীরেই আটকে গেল বার্সা আক্রমণ

১৮

রাজশাহীতে আম সংগ্রহের তারিখ ঘোষণা

১৯

জামিনে এসে বাদীর ওপর হত্যা মামলার আসামির হামলা

২০
X