কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৫, ১০:৪০ পিএম
আপডেট : ২৮ জানুয়ারি ২০২৫, ১০:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

জালিম ও বলদর্পীরা এখন লাঞ্ছিত ও পর্যুদস্ত : রেজাউল করিম

বক্তব্য রাখছেন ড. মুহাম্মদ রেজাউল করিম। ছবি : কালবেলা
বক্তব্য রাখছেন ড. মুহাম্মদ রেজাউল করিম। ছবি : কালবেলা

আগস্ট বিপ্লবে স্বৈরাচারী-ফ্যাসিবাদী শক্তির পতন হলেও জনপ্রশাসনসহ রাষ্ট্রের বিভিন্ন সেক্টরে পতিতদের প্রতিভূরা এখনো সক্রিয় রয়েছে বলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম। তিনি অর্জিত বিজয়কে স্থায়িত্ব দিতে এবং দেশ ও জাতিস্বত্ত্বাবিরোধী ষড়যন্ত্র মোকাবিলায় দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকাল ৭টায় রাজধানীর পান্থপথের একটি মিলনায়তনে শেরেবাংলা নগর দক্ষিণ থানা জামায়াত আয়োজিত এক রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। থানা আমির আবু সাঈদ মন্ডলের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য হেমায়েত হোসেন, ঢাকা মহানগরী উত্তরের প্রচার-মিডিয়া সম্পাদক মু. আতাউর রহমান সরকার ও মৌলভীবাজার জেলা কর্মপরিষদ সদস্য আমিনুল ইসলাম। উপস্থিত ছিলেন থানা কর্মপরিষদ সদস্য সোহেল খান, জামিল বিন হোসাইন ও আবু জাওয়াদ, মাওলানা রুহুল আমিন প্রমুখ।

ড. রেজাউল করিম বলেন, আওয়ামী-বাকশালীরা বিগত প্রায় ১৬ বছরে অপশাসন-দুঃশাসনের মাধ্যমে দেশে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। কেড়ে নেওয়া হয়েছিল জনগণের মৌলিক ও সাংবিধানিক অধিকার। জামায়াতসহ বিরোধী দলগুলোর ওপর চালানো হয় ইতিহাসের নির্মম ও বর্বর নির্যাতন। রাষ্ট্রের সকল ক্ষেত্রেই জামায়াতের প্রবেশাধিকার নিষিদ্ধ ছিল। এমনকি ক্ষমতার শেষ পর্যায়ে এসে মাফিয়াতন্ত্রীরা জামায়াতকে নিষিদ্ধ ঘোষণা করেছিল। কিন্তু ইতিহাস তাদের ক্ষমা করেনি বরং জনগণ এখন তাদেরই পুরোপুরি নিষিদ্ধ করেছে।

তিনি বলেন, ছাত্র-জনতার ধাওয়া খেয়ে তারা দেশ থেকে পালিয়ে মামা বাড়িতে আশ্রয় নিয়েছে। কিন্তু তাদের দেশবিরোধী ষড়যন্ত্র বন্ধ হয়নি। তিনি পতিত স্বৈরাচারের ষড়যন্ত্র মোকাবলা জামায়াতের রুকন সহ সকল স্তরের নেতাকর্মীদের যেকোন ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকার আহবান জানান।

জামায়াতের এ নেতা বলেন, ৫ আগস্ট বিপ্লবের মাধ্যমে আমাদের দীর্ঘদিন ধরে চলমান আন্দোলনের প্রাথমিক বিজয় হয়েছে। কিন্তু লড়াই এখনো শেষ হয়নি। আমাদের এ পথ অনেক দীর্ঘ কিন্তু প্রশস্ত। তাই অর্জিত বিজয়ে এখনই উল্লেসিত হওয়া বা আত্মতৃপ্তিতে ভোগার কোন সুযোগ নেই বরং চুড়ান্ত বিজয় না হওয়া পর্যন্ত আমাদের চলমান সংগ্রাম অব্যাহত রাখতে হবে। কারণ, আল্লাহ আমাদের অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করার নির্দেশ প্রদান এবং দ্বীনে হক্ব বিজয়ের প্রতিশ্রুতি প্রদান করেছেন। সে আলামত আমরা ইতোমধ্যেই পেয়ে গেছি। কয়েকদিন আগেই যারা জালেম ও বলদর্পী ছিল তারা এখন লাঞ্ছিত ও পর্যুদস্ত। তিনি দ্বীন বিজয়ের লক্ষ্যে সকলকে ইস্পাত কঠিন ঐক্য গড়ে তোলার আহবান জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘোষণা দিয়েও ইসলামী আন্দোলনের আমিরের আসন ছাড়ছে না জামায়াত

সব রেকর্ড ভেঙে দেশে স্বর্ণের দামে ইতিহাস

দুই দেশ থেকে ফেরত এলো ৫৬০০ পোস্টাল ব্যালট

বাবা হতে চলেছেন সৌম্য সরকার

বাংলাদেশ খেলাফত মজলিসের আমিরের সম্মানে যে ২ আসন ছাড়ল ইসলামী আন্দোলন

শুধু পড়াশোনার চাপ নয়, শিশুদের আগ্রহের বিষয়টিতে উৎসাহ দেওয়া জরুরি

ফেব্রুয়ারির শুরুতেই যেভাবে মিলবে ৪ দিনের ছুটি

আমার কর্মীদের ভয়ভীতি দেওয়া হচ্ছে : মহিউদ্দিন আহমেদ

আলিফ হত্যা মামলা / নিজেকে নির্দোষ দাবি করলেন চিন্ময় ব্রহ্মচারী

আমির হামজার সকল ওয়াজ-মাহফিল স্থগিত ঘোষণা

১০

ভারতীয়দের ভিসামুক্ত ভ্রমণ সুবিধা প্রত্যাহার দুই দেশের

১১

পঞ্চগড়ে জাতীয় ছাত্রশক্তির ‘হ্যাঁ যাত্রা’ ক্যাম্পেইন

১২

শাকসু নির্বাচন নিয়ে উত্তাল শাবি

১৩

খড়িবাহী ট্রাকের চাপায় প্রাণ গেল মা-মেয়ের

১৪

দেশে প্রথম বেস আইসোলেশন প্রযুক্তিতে ফায়ার সার্ভিস ভবন নির্মাণ করছে গণপূর্ত

১৫

সাইড দিতে গিয়ে ট্রাকের নিচে মোটরসাইকেল, মা-মেয়ে নিহত

১৬

নির্বাচনকালীন সহিংসতা রোধে মাজআসের গোলটেবিল আলোচনা সভা

১৭

একই গ্রুপে ভারত-পাকিস্তান, বাংলাদেশের সঙ্গে কারা?

১৮

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল পাকিস্তান, ব্যাপক ক্ষয়ক্ষতি

১৯

যে দুর্গম এলাকায় র‌্যাবের ওপর হামলা করে সন্ত্রাসীরা

২০
X