কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১০:১১ পিএম
অনলাইন সংস্করণ

‘জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকারের ধুয়া তোলাও ভালো লক্ষণ নয়’

জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সমাবেশে বক্তব্য দেন সাইফুল হক। ছবি : কালবেলা
জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সমাবেশে বক্তব্য দেন সাইফুল হক। ছবি : কালবেলা

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকারের ধুয়া তোলাও ভালো লক্ষণ নয়। সরকার ও নির্বাচন কমিশনকে বিভ্রান্ত না করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সমাবেশে এসব কথা বলেন তিনি। দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ, ভ্যাট ও করের বোঝা থেকে মানুষ বাঁচানো, গণহত্যার বিচার ও ন্যায়বিচার নিশ্চিত করা এবং দ্রুত সংস্কার সম্পন্ন করে জাতীয় নির্বাচনের দাবিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ঢাকা মহানগর কমিটির উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সাইফুল হক বলেন, জনগণের সমর্থন থাকা সত্ত্বেও ক্ষমতার ছয় মাস পরও রাষ্ট্র পরিচালনায় সরকারের কার্যকরী নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়নি। তাদের বিশেষ কোনো দিকে হেলে পড়ার সুযোগ নেই। সরকারের অদলীয় নিরপেক্ষ চরিত্র নষ্ট হলে তাদের অধীনে নির্বাচনও ঝুঁকির মধ্যে পড়ে যাবে।

তিনি বলেন, আমরা নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের দাবি তুলতে চাই না। সে কারণে সরকারকে তার নিরপেক্ষ বৈশিষ্ট্য নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, গণহত্যার বিচার, সংস্কার ও জাতীয় নির্বাচনের ব্যাপারে মতৈক্য রয়েছে। সে কারণে সংস্কার ও বিচারের ইস্যুকে নির্বাচনের বিপরীতে হাজির করার কোনো অবকাশ নেই।

এছাড়াও তিনি বলেন, মুক্তিযুদ্ধকালীন যুদ্ধাপরাধের বিচার যেমন প্রতিশোধের বিষয় নয়, পতিত আওয়ামী ফ্যাসিবাদীদের গণহত্যার বিচারও কোনো প্রতিহিংসা-প্রতিশোধের বিষয় নয়। ন্যায়বিচার নিশ্চিত করতেই এসব বিচারের কাজ সম্পন্ন করা দরকার।

সমাবেশে পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী বলেন, বাজার নিয়ন্ত্রণ ও জান-মালের নিরাপত্তা নিশ্চিত না হলে মানুষ সংস্কারের তৎপরতা হজম করতে পারবে না। বাজার সিন্ডিকেটের ডেভিলদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের এই সদস্য বলেন, অর্থনৈতিক বৈষম্য দূর না হলে রাজনৈতিক সংস্কার বিশেষ কাজে আসবে না।

পার্টির রাজনৈতিক পরিষদের আরেক সদস্য আকবর খান বলেন, মানুষের অধিকার ও মুক্তির আন্দোলনের মধ্য দিয়ে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি গড়ে উঠেছে। শহীদদের রক্তের শপথ নিয়ে সাম্যভিত্তিক রাষ্ট্র ও সমাজ না হওয়া পর্যন্ত তারা লড়াই-সংগ্রাম অব্যাহত রাখবে।

পার্টির ঢাকা মহানগর কমিটির সভাপতি মীর মোফাজ্জল হোসেন মোশতাকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে আরও বক্তব্য দেন পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আবু হাসান টিপু, আনছার আলী দুলাল, মাহমুদ হোসেন, ঢাকা মহানগর কমিটির আবুল কালাম আজাদ, মীর রেজাউল আলম, মোহাম্মদ সালাউদ্দিন। সংহতি বক্তব্য দেন অরবিন্দু বেপারী বিন্দুর, শেখ মোহাম্মদ শিমুল, এমডি ফিরোজ, আবদুল হাকিম, আবু হানিফ ও মহানগর নেতারা।

বক্তারা রোজার আগেই বাজার নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাবার কবরের পাশে শায়িত মাইলস্টোন শিক্ষার্থী ছামীম

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৪৪

বাক শ্রবণ দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য সফটওয়্যার আনছে আইসিটি বিভাগ

‘গোপালগঞ্জের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হবে’

ডেকাথলন বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর হিসেবে সায়েফ আহমেদের নিয়োগ

শিক্ষার্থীদের সচিবালয় থেকে সরিয়ে দিল আইনশৃঙ্খলা বাহিনী

উত্তরায় বিমান বিধ্বস্ত / বাংলাদেশ ঔষধ শিল্প সমিতির শোক ও দুঃখ প্রকাশ 

সিরিজ জয়ের ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

রাতে সিঙ্গাপুর থেকে আসছেন ডাক্তার ও নার্স

দক্ষিণ ও পশ্চিম গাজায় ইসরায়েলের স্থল অভিযান শুরু

১০

আর্থিক সহায়তার পোস্ট দিয়ে সরিয়ে নিল প্রধান উপদেষ্টার প্রেস উইং

১১

পাইলট তৌকিরের দাফন সম্পন্ন

১২

মাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন

১৩

বিমান দুর্ঘটনায় হতাহতদের স্মরণে ঢাকা উত্তর জামায়াতের দোয়া মাহফিল

১৪

মাইলস্টোনে ফের বাধার মুখে দুই উপদেষ্টা

১৫

বারবার দুর্ঘটনা, মিগ-২১ যুদ্ধবিমানকে অবসরে পাঠাচ্ছে ভারত

১৬

মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় শোকাহত পাকিস্তানি ক্রিকেটাররাও

১৭

কমিউনিটি ব্যাংক এবং ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টের সঙ্গে স্ট্র্যাটেজিক ব্যবসা সংক্রান্ত চুক্তি স্বাক্ষর

১৮

গাজীপুরে গরুচোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত

১৯

কুষ্টিয়ায় এক বছরে ১৩২ কোটি টাকার চোরাচালান পণ্য উদ্ধার

২০
X