কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১০:১৯ পিএম
অনলাইন সংস্করণ

হাসিনার দোসররা অবাধ-সুষ্ঠু নির্বাচন দেখতে চায় না : জুয়েল

শাহ আলী থানার ঈদগা মাঠে আয়োজিত ৮নং ওয়ার্ড যুবদলের কর্মিসভা। ছবি : কালবেলা
শাহ আলী থানার ঈদগা মাঠে আয়োজিত ৮নং ওয়ার্ড যুবদলের কর্মিসভা। ছবি : কালবেলা

‘ফ্যাসিস্ট’ হাসিনার দোসররা বাংলাদেশে সঠিক সময়ে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেখতে চায় না বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক শরীফ উদ্দিন জুয়েল।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাজধানীর শাহ আলী থানার ঈদগা মাঠে আয়োজিত ৮নং ওয়ার্ড যুবদলের কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

জুয়েল বলেন, হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছে, কিন্তু তার দোসররা প্রশাসনের বিভিন্ন স্থানে ঘাপটি মেরে বসে আছে; তারা এ দেশের মানুষকে শান্তিতে থাকতে দিতে চায় না, এ দেশের মানুষের মৌলিক অধিকার গলাটিপে হত্যা করতে চায়। আওয়ামী দোসরদের উদ্দেশে তিনি হুংকার দিয়ে বলেন, দেশের শত্রুদের চিহ্নিত করা হবে; যুবদল তাদের খুঁজে বের করবে।

তিনি বলেন, ৫ আগস্ট সৃষ্টি হয়েছিল বাংলাদেশের আপামর জনগণের ঐক্যের ফলে এবং সবার ঐক্যের মাধ্যমেই বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্বভার গ্রহণ করেন প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। এই সরকার তাদের ক্ষমতার প্রায় ৭ মাস পার করতে চলেছেন; কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়- তারা জনগণকে আশাহত করছে, নিত্যপণ্যের দাম হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে, জনজীবনে নাভিশ্বাস সৃষ্টি হচ্ছে।

তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষের ভোটাধিকার হাসিনা গলা টিপে হত্যা করেছে এবং সবচেয়ে শঙ্কার বিষয় হচ্ছে, এই অন্তর্বর্তী সরকার এখন পর্যন্ত নির্বাচন নিয়ে কোনো সুষ্পষ্ট ধারণা দিচ্ছে না।

শরীফ উদ্দিন জুয়েল বলেন, গত সতেরো বছর আন্দোলন-সংগ্রামে যুবদলের নেতাকর্মীরা র‍্যাব, পুলিশ এবং হাসিনার ফ্যাসিস্ট হেলমেট বাহিনীর সাথে লড়াই করতে করতে আজকের এইদিনে পৌঁছেছে। আমাদেরকে ভয় দেখাবেন না, দুষ্কৃতকারীদের প্রতিহত করার জন্য যুবদল সবসময় প্রস্তুত।

যুবদলের নেতাকর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন, আন্দোলন-সংগ্রামে যারা ভূমিকা রেখেছে, যারা রাজপথে ছিলো এবং ৫ আগস্টের পর যারা চরিত্র হারায়নি, তাদেরই একমাত্র যুবদলে স্থান হবে।

কর্মিসভায় জুয়েল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা নিয়ে বিশদ আলোচনা করেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন, আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে জনগণের ভোটাধিকার নিশ্চিত করার মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে ৩১ দফা বাস্তবায়ন করবে এবং জনগণের কাঙ্ক্ষিত দেশ গড়ায় মনোযোগী হবে।

তিনি যুবদলের নেতাকর্মীদের জনগণের পাশে থেকে জনকল্যাণমুখী কাজে অংশগ্রহণ করার নির্দেশনা প্রদান করেন। একই সাথে তিনি হুঁশিয়ার উচ্চারণ করে বলেন, জনদুর্ভোগ এর সৃষ্টি হয় এমন কোনো কাজে যদি কেউ জড়িত হয়, তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে; প্রয়োজনে প্রশাসনের হাতে সোপর্দ করা হবে।

শাহ আলী থানা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জহির উদ্দিনের সভাপতিত্বে কর্মিসভায় উদ্বোধক হিসেবে অংশগ্রহণ করেন যুবদল ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ। এতে আরো উপস্থিত ছিলেন মহানগর উত্তর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম স্বপন, যুগ্ম আহ্বায়ক তসলিম আহসান মাসুম, আবুল হাসান টিটু, জাহিদ হোসেন মোড়ল, সদস্য মনিরুল হাসান পিন্টু প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘন কুয়াশায় ৭ ঘণ্টা বন্ধ ছিল ফেরি, চরম ভোগান্তি

লেবাননে ড্রোন হামলা চালাল ইসরায়েল

আ.লীগ নেতা তাজুল ইসলাম গ্রেপ্তার

সুন্দরবনে রিসোর্ট মালিকসহ অপহৃত ৩ জনকে উদ্ধার

ডিসেম্বরে ইরাকে ৩৫টির বেশি ভূমিকম্প

দীর্ঘ ১৯ বছর পর বগুড়া যাচ্ছেন তারেক রহমান ‎

নিউইয়র্কের আদালতে তোলা হচ্ছে মাদুরোকে

ঢাকায় শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা 

আলসার রোগীদের জন্য উপকারী কিছু পানীয়

প্রাপ্তবয়স্ক অবস্থায় যেভাবে বন্ধুত্ব গড়বেন

১০

দেশে পরপর দুবার ভূমিকম্পের আঘাত যা বললেন আবহাওয়া গবেষক পলাশ

১১

ঘন কুয়াশায় ২ নৌরুটে ফেরি চলাচল বন্ধ

১২

৫ জানুয়ারি : আজকের নামাজের সময়সূচি

১৩

বিভিন্ন সুবিধাসহ চাকরি দিচ্ছে হোন্ডা

১৪

অ্যাকাউন্টস বিভাগে নিয়োগ দিচ্ছে আবুল খায়ের গ্রুপ

১৫

সোমবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

১৬

ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযানে উদ্বেগ ৬ দেশের

১৭

দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

১৮

আলোচনায় ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোপুত্র গুয়েরা

১৯

হাতাহাতি ও লাল কার্ডের ম্যাচে তহুরাদের ২৩ গোল

২০
X