কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৬, ০৫:১৮ এএম
অনলাইন সংস্করণ

আমি নির্দোষ, এখনো ভেনেজুয়েলার প্রেসিডেন্ট : মাদুরো

নিকোলা মাদুরো। ছবি : সংগৃহীত
নিকোলা মাদুরো। ছবি : সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একটি ফেডারেল আদালতে উপস্থিত হয়ে নিজেকে সম্পূর্ণ নির্দোষ দাবি করেছেন নিকোলা মাদুরো। বিচারককে তিনি বলেছেন, ‘আমি নির্দোষ, আমি এখনো আমার দেশের প্রেসিডেন্ট। আমাকে ধরে নিয়ে আসা হয়েছে’।

সোমবার (০৫ জানুয়ারি) স্থানীয় সময় দুপুর ১২টা ১ মিনিটে তাকে আদালতের এজলাসে নেওয়া হয়।

এ সময় তার পরনে ছিল কয়েদিদের জন্য নির্ধারিত নীল রঙের ইউনিফর্ম। আদালতে উপস্থিত হয়ে তিনি তার আইনজীবী ব্যারি পোলাকের সঙ্গে হাত মেলান এবং শান্তভাবে নির্ধারিত আসনে বসেন।

মাদুরোর পরপরই তার স্ত্রী সিলিমা ফ্লোরেসকেও এজলাসে নেওয়া হয়। আদালতের কার্যক্রম শোনার জন্য তারা দুজনই দোভাষীর সাহায্য নিতে হেডসেট ব্যবহার করেন। ঠিক ১২টা ৩ মিনিটে ৯২ বছর বয়সি বিচারক অ্যালভিন কে হেলারস্টাইন বিচারকের আসনে বসেন।

শুনানির এক পর্যায়ে বিচারক মাদুরোকে তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি জানান, তিনি এখনো তার বিরুদ্ধে করা আনুষ্ঠানিক অভিযোগপত্র পড়েননি এবং তাকে তার অধিকার সম্পর্কেও জানানো হয়নি।

দোভাষীর মাধ্যমে মাদুরো বিচারককে বলেন, ‘আমি এই অধিকারগুলো সম্পর্কে জানতাম না। মহামান্য বিচারক, আপনিই এখন আমাকে এসব বিষয়ে অবহিত করছেন।’

জবাবে বিচারক হেলারস্টাইন বলেন, ‘জনাব মাদুরোর পক্ষ থেকে নট গিল্টি (দোষী নন) পিটিশন দাখিল করা হবে।’

এরপর দ্বিতীয়বার যখন মাদুরোর কাছে তার বক্তব্য জানতে চাওয়া হয়, তখন তিনি দৃঢ়কণ্ঠে বলেন, ‘আমি নির্দোষ। এখানে যা যা উল্লেখ করা হয়েছে, সেগুলোর কোনোটির জন্যই আমি অপরাধী নই। আমি একজন ভদ্রলোক এবং আমার দেশের (ভেনেজুয়েলা) প্রেসিডেন্ট।’

উল্লেখ্য, নিউইয়র্কের ম্যানহাটানের ফেডারেল আদালতে নিকোলা মাদুরো ও তাঁর স্ত্রীর বিচারকার্য শুরু হয়েছে। মাদুরোর ঐতিহাসিক বিচারের দায়িত্ব পড়েছে ম্যানহাটানের অভিজ্ঞ বিচারক অ্যালভিন হেলারস্টাইনের কাঁধে। অন্যদিকে মাদুরোর পক্ষে লড়ছেন ওয়াশিংটন ডিসির প্রখ্যাত আইনজীবী ব্যারি জে পোলাক।

শুনানি নিয়ে আদালত আগামী ১৭ মার্চ মাদুরোর পরবর্তী হাজিরার দিন ধার্য করেন। বিচারক অ্যালভিন কে হেলারস্টাইন এ নির্দেশ দিয়েছেন।

এদিকে, মাদুরোকে অপহরণের বিষয়ে জাতিসংঘে নিযুক্ত ভেনেজুয়েলার রাষ্ট্রদূত স্যামুয়েল মনকাদা বলেছেন, যুক্তরাষ্ট্র অবৈধভাবে সশস্ত্র হামলা চালিয়ে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে অপহরণ করেছে। সোমবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে দেওয়া বক্তৃতায় তিনি এ কথা বলেন।

ভেনেজুয়েলায় হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি বলেছেন, আন্তর্জাতিক আইনের প্রতি সম্মান না জানিয়ে ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে তিনি গভীরভাবে উদ্বিগ্ন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়কের পাশে উদ্ধার হওয়া সেই শিশুর পাশে দাঁড়াল ‘স্বপ্ন’

জকসু নির্বাচন / ২৬ কেন্দ্রের ফলাফল ঘোষণা, এগিয়ে রিয়াজুল

সবচেয়ে কম তাপমাত্রা থাকতে পারে যে ২ দিন

কিসের নেশায় গ্রিনল্যান্ড চান ট্রাম্প?

অবসরের পর কোচ নন, ক্লাব মালিক হতে চান মেসি

বহিষ্কারের পর তারেক রহমানের সঙ্গে বিএনপি নেতার সাক্ষাৎ

গণভোটের পরীক্ষায় আপনারা ‘হ্যাঁ’ ভোট দেবেন : হাসনাত আব্দুল্লাহ

ভারতে খেলতে না যাওয়ার অবস্থানে অটল বাংলাদেশ : আসিফ নজরুল

সিলেটে রায়হান হত্যা : পেছালো রায় ঘোষণা, হচ্ছে অধিকতর শুনানি

আশা করি বউ আমাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবে : জোভান

১০

গাজীপুরে আরও এক কারখানা বন্ধ ঘোষণা

১১

কেউ আপনাকে গোপনে ভালোবাসছে কি না, বুঝে নিন ১০ লক্ষণে

১২

তেলবাহী জাহাজ ঘিরে মার্কিন বাহিনীর সঙ্গে উত্তেজনা, রুশ সাবমেরিন মোতায়েন

১৩

ঘুষের টাকাসহ সরকারি কর্মকর্তা হাতেনাতে আটক

১৪

রাতে খাওয়া বন্ধ করলে কি ওজন কমে? যা বলছেন পুষ্টিবিদ

১৫

কুমিল্লায় আ.লীগ নেতা গ্রেপ্তার

১৬

মাদ্রাসার ছাদ থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

১৭

হলফনামায় গরমিল নিয়ে সারজিসের ব্যাখ্যা

১৮

আইইডিসিআর / নিপাহ ভাইরাস ৩৫ জেলায়, আক্রান্ত হলেই মৃত্যু

১৯

নামাজের সময় চোখ খোলা নাকি বন্ধ রাখতে হয়, জানুন

২০
X