কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৫, ১০:৪১ পিএম
অনলাইন সংস্করণ

শ্রমিক সমাবেশে নির্দেশনামূলক বক্তব্য দেবেন তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পুরোনো ছবি
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পুরোনো ছবি

ব্যাপক জনসমাগমের মধ্য দিয়ে মহান মে দিবসের কর্মসূচি পালন করবে বিএনপি। দিবসটি উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক দলের ব্যানারে রাজধানীতে সমাবেশ করবে দলটি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এতে নির্দেশনামূলক বক্তব্য দেবেন।

বৃহস্পতিবার (০১ মে) দুপুর ২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই শ্রমিক সমাবেশ শুরু হবে। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দিবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতারাও বক্তব্য রাখবেন। সমাবেশে শ্রমিক দল তাদের ১২ দফা দাবি তুলে ধরবে।

এদিকে কর্মসূচিতে ব্যাপক জনসমাগম ঘটাতে ইতোমধ্যে নানামুখী প্রস্তুতি নেওয়া হয়েছে। যৌথসভা থেকে শুরু করে দলের অঙ্গসংগঠনগুলো বিশেষ করে শ্রমিক দল ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। শ্রমিকদের সব সংগঠনকে এই সমাবেশে উপস্থিত থাকতে বলা হয়েছে। একইসঙ্গে ঢাকা মহানগর বিএনপি এবং অঙ্গ সংগঠনগুলোও শ্রমিক সমাবেশে তাদের সর্বোচ্চ উপস্থিতি নিশ্চিত করবে।

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে এই শ্রমিক সমাবেশ হলেও দীর্ঘদিন পর এটি বিএনপির মাঠের কর্মসূচি। দ্রুত নির্বাচনের দাবিতে সোচ্চার থাকা বিএনপি এই শ্রমিক সমাবেশের মধ্য দিয়েও দ্রুততম সময়ে প্রয়োজনীয় সংস্কার শেষে জাতীয় নির্বাচনের দাবি জানাবে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এতে নির্দেশনামূলক বক্তব্য দেবেন।

এদিকে শ্রমিক সমাবেশ সামনে রেখে বুধবার (৩০ এপ্রিল) দুপুরে নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছে শ্রমিক দল। সেখানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, শ্রমিক সমাবেশ সফলে রাজধানীতে শ্রমিক দলের পক্ষ থেকে তাদের ১২ দফা দাবির লিফলেট বিতরণ করা হচ্ছে, প্রচার-প্রচারণা চলছে। ব্যানার-ফেস্টুন করা হয়েছে।

তিনি জানান, ঢাকাসহ তার আশপাশের শিল্পাঞ্চল থেকে শ্রমিকরা এই সমাবেশে অংশ নেবেন।

জানতে চাইলে শ্রমিক দলের প্রধান সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাস কালবেলাকে বলেন, তাদের প্রত্যাশা, আন্তর্জাতিক শ্রমিক দিবসে একটি সুশৃঙ্খল, উৎসবমুখর ও বর্ণাঢ্য শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হবে। বাংলাদেশের শ্রমিকরা ইতিহাসে স্মরণীয় মে দিবস দেখবে। ১৯৭৮ সালে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং ১৯৯১ সালে বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া শ্রমিকদের সমাবেশে বক্তব্য দিয়েছিলেন। তারই ধারাবাহিকতায় এবার ২০২৫ সালে তাদের জ্যেষ্ঠ পুত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শ্রমিক সমাবেশে বক্তব্য দেবেন।

শ্রমিক সমাবেশে সভাপতিত্ব করবেন শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন। তিনি কালবেলাকে বলেন, শ্রমিক সমাবেশ সফলে ইতোমধ্যে তারা সব প্রস্তুতি সম্পন্ন করেছেন।

তিনি বলেন, আশা করি, শ্রমিক ভাইয়েরা এবং বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে বৃহৎ সমাবেশ অনুষ্ঠিত হবে। শ্রমিক দলের এই সভাপতি জানান, সমাবেশে শ্রমজীবী মানুষের যেসব সমস্যা আছে সেগুলো ব্যাখ্যা করে একটি ঘোষণাপত্র পাঠ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাকসু নির্বাচন : ৬ দাবি ছাত্রদলের

পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

সাজেক থেকে ক্যাম্পাসে ফেরা হলো না খুবি ছাত্রীর

ভূমধ্যসাগরে নিখোঁজ ৩৮ বাংলাদেশির সন্ধান মিলেছে

বিজিবির অভিযানে ৩০ হাজার মার্কিন ডলার উদ্ধার

এশিয়া কাপে পাকিস্তানি ফিল্ডারের থ্রোয়ে আহত আম্পায়ার

‘ভুল করে মায়ের পাসপোর্ট নিয়ে জেদ্দায় যান পাইলট মুনতাসির’

শাহীনের অলরাউন্ড পারফরম্যান্সে সুপার ফোরে পাকিস্তান

সমন্বয়ক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ

এশিয়া কাপে পাকিস্তান ওপেনারের লজ্জার রেকর্ড

১০

চট্টগ্রামে আ.লীগ কর্মীদের বাসা ভাড়া না দিতে মাইকিং

১১

ভারতে ‘মস্তিষ্কখেকো অ্যামিবা’ সংক্রমণে ১৯ জনের মৃত্যু

১২

বনানীতে দুই শিসা বারে ডিএনসির অভিযান

১৩

বয়কটের হুমকি দিয়েও না করার কারণ জানালেন পিসিবি প্রধান

১৪

কর্মচারী দিয়ে ক্লাস-পরীক্ষা পরিচালনার অভিযোগ

১৫

শাহীন ঝড়ে বাঁচা-মরার ম্যাচে লড়াকু সংগ্রহ পাকিস্তানের

১৬

‘গোলাপী খালার’ পাশে দাঁড়ালেন তারেক রহমান

১৭

পরাজিত শক্তির সঙ্গে আঁতাতের রাজনীতি মঙ্গলজনক হবে না: নীরব

১৮

চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সমালোচনার কারণ কী?

১৯

রাকসু নির্বাচন / ভোটকেন্দ্র সিসি ক্যামেরার আওতায় আনাসহ ৭ দফা দাবি ছাত্রশিবিরের

২০
X