জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেন, রাষ্ট্রীয় রাজনীতির মৌলিক সংস্কারই গণঅভ্যুত্থানের অঙ্গীকার, যা ফ্যাসিবাদী শক্তিকে মোকাবিলা করবে।
শনিবার (৩ মে) বিকেল চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে বৃহত্তর চট্টগ্রাম ও পার্বত্য জেলাসমূহের জেএসডির প্রতিনিধি সভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ক্ষমতা-কাঠামোর পরিবর্তন বা সংস্কার বাংলাদেশের রাজনীতিতে গভীরভাবে প্রাসঙ্গিক হয়ে উঠেছে। বড় ধরনের সংস্কার ছাড়া রাষ্ট্র বা সমাজ পরিবর্তনের সংগ্রাম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।
গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে জনগণের অভিপ্রায় অনুযায়ী সংস্কারের গুরুত্ব অপরিসীম। স্বৈরাচার বা ফ্যাসিবাদ মোকাবিলায় সংস্কার প্রশ্নে ঐকমত্যের ভিত্তিতে ‘জাতীয় সনদ’ প্রণয়নের তাৎপর্য সুদূরপ্রসারী বলে মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, ফ্যাসিবাদবিরোধী শক্তির ঐক্য বিনষ্ট হলে গণতান্ত্রিক প্রজাতন্ত্র বিনির্মাণের স্বপ্ন চূর্ণ হয়ে যাবে। সুতরাং, সকল রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ থেকে পুরাতন রাষ্ট্রব্যবস্থা ও রাজনীতির চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। ঔপনিবেশিক শাসনব্যবস্থার বিপরীতে ‘অংশীদারিত্বের গণতন্ত্র’ বাস্তবায়নের সম্ভাবনা অনেক উজ্জ্বল হয়ে উঠেছে।
চট্টগ্রাম মহানগর আহ্বায়ক মোহাম্মদ মুজতবা কামালের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন স্থায়ী কমিটির সদস্য ডাক্তার জবিউল হোসেন, মোহাম্মদ ইলিয়াস মিয়া, সহ-সভাপতি সারোয়ার হোসেন, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহনেওয়াজ। এছাড়া চট্টগ্রাম জেএসডি নেতা ক্যাপ্টেন শহীদ উদ্দিন মাহবুব, মোহাম্মদ ইয়াকুব,অধ্যাপক ইসহাক উদ্দিন চৌধুরী, আবু তাহের, মোহাম্মদ সানাউল্লাহ, মাহবুবুর রহমান, আবদুল মালেক গাজী, আবদুল বাতেন বিপ্লব প্রমুখ বক্তব্য রাখেন।
মন্তব্য করুন