কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ মে ২০২৫, ০৯:৩২ পিএম
অনলাইন সংস্করণ

তিন দফা দাবিতে ৯ জেলায় ছাত্রশিবিরের বিক্ষোভ

কুমিল্লা মহানগর ছাত্রশিবিরের মিছিল। ছবি : কালবেলা
কুমিল্লা মহানগর ছাত্রশিবিরের মিছিল। ছবি : কালবেলা

জুলাইসহ সব গণহত্যার বিচার, এটিএম আজহারুল ইসলামের মুক্তি এবং ফ্যাসিস্ট আমলে ছাত্রশিবিরসহ সব রাজনৈতিক মামলা প্রত্যাহারের দাবিতে দেশের ৯টি জেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

বুধবার (৭ মে) কুমিল্লা, নোয়াখালী, কক্সবাজার, মৌলভীবাজার, সাতক্ষীরা, যশোর, বগুড়া, নীলফামারী ও পঞ্চগড়ে মিছিল ও সমাবেশ করে ছাত্রশিবির।

সমাবেশে বক্তারা বলেন—ফ্যাসিবাদী শাসনামলে সংঘটিত একাধিক গণহত্যার বিচার আজও দৃশ্যমান নয়; অনেক ক্ষেত্রে তদন্ত পর্যন্ত হয়নি। সম্প্রতি দিবালোকের মতো স্পষ্ট জুলাই গণহত্যার দৃশ্যমান বিচার কার্যক্রম শুরু না হওয়া জাতির জন্য লজ্জাজনক। ফ্যাসিবাদের পতনের পরও মজলুম জননেতা, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের প্রতিষ্ঠাতা সভাপতি এটিএম আজহারুল ইসলামের কারাবন্দিত্ব কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বক্তারা অবিলম্বে তার নিঃশর্ত মুক্তির দাবি জানান। একইসঙ্গে ফ্যাসিস্ট আমলে দায়েরকৃত ছাত্রশিবিরসহ সব রাজনৈতিক মামলা প্রত্যাহারের জোর দাবি জানান। ছাত্রশিবির ঘোষিত তিন সপ্তাহের আল্টিমেটাম স্মরণ করিয়ে বক্তারা সব মামলা প্রত্যাহারের আহ্বান জানান।

বিভিন্ন জেলায় শিবিরের বিক্ষোভ মিছিল

কুমিল্লা : ছাত্রশিবির কুমিল্লা মহানগর সভাপতি হাসান আহমেদের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিজ্ঞান সম্পাদক ডা. উসামাহ রাইয়ান। বিকেল ৪টায় টমছম ব্রিজ থেকে মিছিল শুরু হয়ে কান্দিরপাড়ে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

আরও উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় সভাপতি হাফেজ ইউসুফ ইসলাহী, কুমিল্লা জেলা দক্ষিণ সভাপতি মহিউদ্দিন রনি ও জেলা উত্তর সভাপতি সানাউল্লাহ রাসেলসহ অন্য নেতারা।

নোয়াখালী : নোয়াখালী শহর সভাপতি হাবিবুর রহমান আরমানের নেতৃত্বে মিছিল অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় শিল্প ও সাংস্কৃতিক সম্পাদক হাফেজ আবু মুসা। বিকেল ৪টায় জেলা জামে মসজিদ থেকে শুরু হয়ে সুপার মার্কেটে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

আরও উপস্থিত ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সভাপতি আরিফুল ইসলাম, জেলা দক্ষিণ সভাপতি সাইফুর রসুল ফুয়াদ ও জেলা উত্তর সভাপতি দাউদ ইসলাম।

কক্সবাজার : জেলা সভাপতি আব্দুর রহিম নুরীর নেতৃত্বে বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় মাদ্রাসা সম্পাদক আলাউদ্দিন আবির। দুপুর ২টায় নিউ মার্কেট থেকে শুরু হয়ে পৌরসভা কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশে পরিণত হয়। উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি মীর মুহাম্মদ আবু তালহাসহ অন্য নেতারা।

মৌলভীবাজার : শহর সভাপতি তারেক আজিজের নেতৃত্বে মিছিলটি বিকেল ৪টায় দেওয়ানী মসজিদ থেকে শুরু হয়ে কুসুমবাগ এলাকায় গিয়ে সমাবেশে রূপ নেয়। আরও উপস্থিত ছিলেন জেলা সভাপতি নিজাম উদ্দিন, শহর সেক্রেটারি কাজী দায়িয়ান আহমদ।

সাতক্ষীরা : শহর সভাপতি আল মামুনের নেতৃত্বে মিছিলটি বিকেল ৪টায় সঙ্গীতা মোড় থেকে শুরু হয়ে শহীদ আসিফ চত্বরে গিয়ে শেষ হয়। প্রধান অতিথি ছিলেন খুলনা মহানগর সভাপতি আরাফাত হোসেন মিলন। আরও উপস্থিত ছিলেন জেলা সভাপতি ইমামুল ইসলাম, শহর সেক্রেটারি মেহেদী হাসান, জেলা সেক্রেটারি জুবায়ের হোসেন।

যশোর : শহর সভাপতি আহমেদ ইব্রাহিমের নেতৃত্বে মিছিলটি দুপুর ২টায় জজ কোর্ট মোড় থেকে শুরু হয়ে মণিহার জিরো পয়েন্টে গিয়ে শেষ হয়। এতে উপস্থিত ছিলেন জেলা পূর্বের সভাপতি আশিকুর রহমান, শহর সেক্রেটারি ওবায়দুল্লাহ হুসাইন এবং জেলা পশ্চিম সেক্রেটারি ইসমাইল হোসেন।

বগুড়া : শহর সভাপতি রেজওয়ানুল ইসলামের নেতৃত্বে মিছিলটি বিকেল ৩টায় আজিজুল হক কলেজ গেট থেকে শুরু হয়ে সাতমাথা মুক্তমঞ্চে গিয়ে সমাবেশে রূপ নেয়। এসময় উপস্থিত ছিলেন জেলা পূর্বের সভাপতি জুবায়ের আহমেদ, পশ্চিম সভাপতি সাইয়েদ কুতুব সাব্বির ও শহর সেক্রেটারি হাবিবুল্লাহ খন্দকার।

নীলফামারী : শহর সভাপতি শফিকুল ইসলামের নেতৃত্বে মিছিলটি বিকেল ৪টায় ট্রাফিক মোড় বড়বাজার থেকে শুরু হয়ে চৌরঙ্গী মোড়ে গিয়ে শেষ হয়। উপস্থিত ছিলেন জেলা সভাপতি তাজমুল হাসান সাগর, শহর সেক্রেটারি মাজেদুল ইসলাম ও জেলা সেক্রেটারি রেজাউল করিম।

পঞ্চগড় : জেলা সভাপতি জুলফিকার রহমানের নেতৃত্বে মিছিলটি বিকেল ৪টায় এম. আর. কলেজ মোড় থেকে শুরু হয়ে শের-ই-বাংলা চত্বরে গিয়ে শেষ হয়। উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি রাশেদ ইসলামসহ অন্য নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারত-পাকিস্তান সংঘাত ঘিরে যেসব ভুল তথ্য ছড়াচ্ছে বাংলাদেশে

এবার পাকিস্তানের সিন্ধুতে ড্রোন বিস্ফোরণ, একজন আহত

সরাসরি আলোচনায় বসেছে ভারত-পাকিস্তান

পাকিস্তানে ভারতের হামলা, আলোচনায় চীনের যুদ্ধাস্ত্র

আজ বিশ্ব গাধা দিবস

আ.লীগের বিচার ইস্যুতে ক্ষোভ ঝাড়লেন হাসনাত

প্রাথমিকে আন্তঃবিভাগ অনলাইন বদলি আবেদন শুরু 

ইতিহাস গড়ল এশিয়াটিক মাইন্ডশেয়ার

মুশফিকুল ফজল আনসারীর বাবা মারা গেছেন 

শক্তিশালী সেই দেশের প্রেসিডেন্টকে কৃতজ্ঞতা জানাল পাকিস্তান

১০

ছেলের চুরির অভিযোগে মাকে নাকে খত, বিএনপি নেতা গ্রেপ্তার

১১

রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন আজ

১২

জামায়াত নেতা এটিএম আজহারের আপিল শুনানি শুরু

১৩

দেশ ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

১৪

আবারও ভারত-পাকিস্তানের ব্যাপক গোলাবর্ষণ

১৫

ন্যায়বিচার প্রতিষ্ঠিত হলে ভবিষ্যতে জালিম আর ফিরবে না : জামায়াত আমির

১৬

পারমাণবিক যুদ্ধ বাধতে পারে, হুঁশিয়ার করলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী

১৭

আশুলিয়া ভূমি অফিসে স্বচ্ছ সেবায় নতুন দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড সাদিয়া আক্তার

১৮

অসময়ে পানি বৃদ্ধি, যমুনার গর্ভে ১০ বসতভিটা

১৯

দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

২০
X