কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ জুন ২০২৫, ০৯:২৪ পিএম
আপডেট : ০৩ জুন ২০২৫, ১০:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

বাজেট নিয়ে এনসিপির প্রতিক্রিয়া

বাজেট নিয়ে প্রতিক্রিয়া জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে এনসিপির নেতারা। ছবি : সংগৃহীত
বাজেট নিয়ে প্রতিক্রিয়া জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে এনসিপির নেতারা। ছবি : সংগৃহীত

বৈষম্যহীন সমাজের লক্ষ্য বাজেটে আসেনি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম।

মঙ্গলবার (০৩ জুন) রাজধানীর বাংলামোটরের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে বাজেট নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে দলের পক্ষ থেকে এ কথা জানান তিনি।

তিনি বলেন, মানুষের আকাঙ্ক্ষা ছিল, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে তৈরি হওয়া নতুন বাংলাদেশে ধনী-গরিবের আয়বৈষম্য কমে আসবে। কিন্তু বাজেটে এর কোনো কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না। যেসব ব্যক্তি বা প্রতিষ্ঠান কর ফাঁকি দেয়, তাদের করের আওতায় আনার তেমন কার্যকর পদক্ষেপ নেই। এর ফলে নিম্নবিত্ত ও মধ্যবিত্তের ওপর করের চাপ অব্যাহত থাকবে। কিছু নিত্যপণ্যে কর কমানো হলেও নিম্নবিত্ত ও মধ্যবিত্তের ওপর যে চাপ, তা গুণগতভাবে কমবে না।

নাহিদ ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার যখন দায়িত্ব গ্রহণ করে, বাংলাদেশের অর্থনীতি তখন ধ্বংসের দ্বারপ্রান্তে ছিল। সবার প্রত্যাশা ছিল এই অর্থনৈতিক ব্যবস্থার একটা রূপান্তর ঘটবে। গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষার একটা ভিশন, অর্থনৈতিক রূপান্তরের একটা নীতি এই বাজেটে মধ্যে দিয়ে পাওয়া যাবে বলে আশা করা হয়েছিল। কিন্তু বাজেটে আগের অর্থনৈতিক কাঠামোরই ছাপ দেখা যাচ্ছে।

অবশ্য নাহিদ ইসলাম বলেন, যেহেতু আগের লুটপাট ও ঋণগ্রস্ত অর্থনৈতিক বাস্তবতায় অন্তর্বর্তী সরকারকে পরিচালিত হতে হচ্ছে, ফলে সেই কাঠামোর ভেতরেই এই বাজেট প্রণয়ন করতে হয়েছে। যে কারণে আগের অর্থনৈতিক কাঠামোর অনেক ছাপ বাজেটে দেখা যাচ্ছে।

বেকার সমস্যা থেকে জুলাই গণঅভ্যুত্থান শুরু হয়েছিল উল্লেখ করে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, কর্মসংস্থানের আন্দোলন থেকেই কিন্তু এই গণঅভ্যুত্থানের সূত্রপাত। ফলে তরুণদের ব্যাপকভাবে প্রত্যাশা ছিল বেকার সমস্যার সমাধান ও কর্মসংস্থান বৃদ্ধির জন্য উদ্যোগ থাকবে। কিন্তু সেটি বাজেটে দেখা যাচ্ছে না। গত এক বছরে ২৬ লাখ বেকার বেড়েছে। কিন্তু কর্মসংস্থান বৃদ্ধির জন্য যে বিনিয়োগ বাড়ানো প্রয়োজন ছিল, সেই নীতি গ্রহণ করা হয়নি। ফলে এই বাজেট বা অর্থনৈতিক নীতি থেকে কর্মসংস্থান বৃদ্ধি হবে অথবা বেকার সমস্যা কার্যকরভাবে নিরসন হবে—এমনটি মনে হচ্ছে না।

শিক্ষা, স্বাস্থ্য এবং বিজ্ঞান-প্রযুক্তি খাতেও বাজেটে তেমন নতুনত্ব নেই উল্লেখ করে এনসিপির আহ্বায়ক বলেন, বর্তমান সময়ে শিক্ষা খাতে জিডিপির ন্যূনতম ২ শতাংশ বরাদ্দ থাকা উচিত বলে তারা মনে করেন। যেটা ১ দশমিক ৭ শতাংশ আছে বাজেটে। একইভাবে স্বাস্থ্য বা অন্যান্য খাতেও সেই অর্থে বরাদ্দ বৃদ্ধি হয়নি।

এনসিপি নেতা নাহিদ ইসলাম বলেন, তাদের প্রত্যাশা ছিল ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের জন্য বাজেটে প্রণোদনা থাকবে। কিন্তু বাজেটে সে ধরনের উদ্যোগ দেখা যায়নি।

অন্তর্বর্তী সরকারের ঘোষিত বাজেটে কালোটাকা সাদা করার যে সুযোগ রাখা হয়েছে, তার বিরোধিতা করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, কালোটাকা সাদা করার সুযোগ রাখা উচিত ছিল না। একটা ক্ষমতার পরিবর্তন হয়েছে। এখন ইনসেনটিভ দিয়ে আসলে কালোটাকা সাদা করা যে খুব সম্ভব হবে, তা মনে হয় না। তাই কালোটাকা সাদা করার সুযোগ বন্ধ করা উচিত।

তবে জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবার ও আহত ব্যক্তিদের জন্য ৪০৫ কোটি কোটি টাকা বরাদ্দ রাখার বিষয়টিকে সাধুবাদ জানিয়ে এনসিপির আহ্বায়ক।

সার্বিকভাবে বাজেটের মূল্যায়ন করতে গিয়ে নাহিদ ইসলাম বলেন, এই বাজেট নিয়ে সরকারের ভেতরে অনেক চেষ্টা ছিল। কিন্তু অর্থনৈতিক রূপান্তরের সেই ভিশন এই বাজেটে সম্পূর্ণভাবে আসেনি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লিগ বর্জন করবে না ঢাকার ক্লাবগুলো

থানায় আসামির ছবি তুলে সাবেক শিবির নেতা আটক

আ. লীগ কার্যালয় ‘দখল’ ঘিরে বিতর্ক, এনসিপির দাবি ‘ফ্যাসিবাদবিরোধী অবস্থান’

ফেসবুকে ফ্রি ভেরিফিকেশন পেতে যা করতে হবে

এই মুহূর্তে নির্বাচন কমিশনের পুনর্গঠন প্রয়োজন : নাহিদ ইসলাম

টাকার বিপরীতে ডলারের দাম আরও বাড়ল

প্রতিবন্ধী হয়েও হার না মানা রিপনের পাশে দাঁড়াল ইউএনও

আবারও বাবা হলেন সংগীতশিল্পী আরফিন রুমি

নন-ক্যাডার পদে নিয়োগবিধি নিয়ে নতুন বার্তা সারজিসের

টেকনাফ থেকে পাচারকালে ২৯ জন উদ্ধার, চক্রের ৩ সদস্য আটক

১০

বিশেষজ্ঞদের সাথে পুনরায় সভা করল ঐকমত্য কমিশন

১১

ভুলভাবে খাবার চিবিয়েই বাড়ছে বহু রোগের সম্ভাবনা, সঠিক উপায় জেনে নিন

১২

শিক্ষক-শিক্ষার্থীদের ফেসবুক ব্যবহারে কঠোর নির্দেশনা

১৩

পুলিশকে ছুরিকাঘাত করে পালাল চিকিৎসাধীন ছিনতাইকারী, অবশেষে ধরা

১৪

এল ক্লাসিকোর আগে সুখবর পেল বার্সা

১৫

সেন্টমার্টিনে রাতযাপন নিয়ে নতুন নির্দেশনা

১৬

প্রতিহিংসা নয় : রাজনীতিবিদ ও জেনারেলদের জন্য বার্তা

১৭

জবি শিক্ষার্থী জুবায়েদ হত্যাকাণ্ড নিয়ে ‘রহস্যময়’ তথ্য জানালেন অধ্যাপক রইছ উদ্দীন

১৮

মর্গে মৃত তরুণীকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

১৯

এবার মেসির রেকর্ডের দ্বারপ্রান্তে হলান্ড

২০
X