কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ জুন ২০২৫, ০১:১৫ পিএম
আপডেট : ৩০ জুন ২০২৫, ০১:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

এনসিপির নেতৃত্বে মুরাদনগরে আ.লীগকে পুনর্বাসন করা হচ্ছে : কায়কোবাদ 

কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। ছবি : কালবেলা
কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। ছবি : কালবেলা

কুমিল্লার মুরাদনগরের হিন্দু ধর্মাবলম্বী নারী ধর্ষণের ঘটনা নিয়ে বিবৃতি দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির অন্যতম ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী এবং কুমিল্লা-৩ আসনের পাঁচবারের সাবেক এমপি কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। তার মিডিয়া উইংয়ের মো. মহিউদ্দিন এর পাঠানো বিবৃতিতে এ কথা জানানো হয়।

সোমবার (৩০ জুন) এক বিবৃতিতে কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ কুমিল্লার মুরাদনগরে ঘটে যাওয়া নারীর ওপর বর্বরোচিত ধর্ষণ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান।

তিনি বলেন, আমার রাজনীতির বয়স চল্লিশ বছর। মুরাদনগরে এ ধরনের ঘটনা অতীতে ঘটেছে বলে জানা নেই। তবে ৫ আগস্টের পরবর্তীতে নতুন রাজনৈতিক দল এনসিপি গঠনের পর মুরাদনগরে ফ্যাসিস্ট আওয়ামী লীগের গুন্ডা-পান্ডাদের পুনর্বাসন করা হচ্ছে। এনসিপির ছত্রছায়ায় আওয়ামী লীগের সন্ত্রাসী ও দুর্বৃত্তরা আবারও বিগতদিনের মতো বেপরোয়া হয়ে উঠেছে। গত বৃহস্পতিবার মধ্যরাতে নারী ধর্ষণের মতো নৃশংস ঘটনা তারই প্রমাণ। সেইসঙ্গে এই ঘটনার মাধ্যমে আবারও প্রমাণিত হলো—বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারও মানুষের জান-মালের নিরাপত্তা দিতে সম্পূর্ণরূপে ব্যর্থ। এ বিষয়ে তাদের উদাসীনতা পরিষ্কার হয়েছে।

কাজী মোফাজ্জল হোসাইন কায়কোবাদ বলেন, বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগের দুঃশাসনেও অসংখ্য নারী-শিশু ধর্ষণ এবং নির্যাতনের ঘটনা ঘটেছে। কিন্তু কোনোটিরই দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করা হয়নি। ফলে অপরাধীরা সবসময় লাগামহীন রয়েই গেছে। যে রাষ্ট্রে নারী নিরাপদ নয়, সে রাষ্ট্রে ন্যায়বিচারও অস্তিত্বহীন। আওয়ামী লীগ সরকারের দুঃশাসন ও বিচারহীনতার সংস্কৃতি এই ধরনের ঘৃণ্য অপরাধকে উৎসাহিত করছে।

বিবৃতিতে কায়কোবাদ অভিযোগ করেন, এনসিপি (ন্যাশনাল সিটিজেন পার্টি) গঠনের পর থেকে পতিত আওয়ামী লীগকে আবারও রাজনীতির মঞ্চে পুনর্বাসনের চেষ্টা চলছে। অথচ এই দলের হাতে আজ দেশের নারী সমাজ সবচেয়ে বেশি নির্যাতিত। যারা আজ জাতীয় ঐক্যের নামে এই পতিত আওয়ামী লীগকে পুনর্বাসনের প্রক্রিয়ায় অংশ নিচ্ছেন, তারা প্রকৃতপক্ষে জনগণের সঙ্গে প্রতারণা করছেন।

তিনি দেশবাসীর উদ্দেশ্যে আহ্বান জানিয়ে বলেন, দেশের প্রতিটি নাগরিককে এখন ঐক্যবদ্ধ হয়ে পতিত আওয়ামী লীগের পুনর্বাসন, নারী নির্যাতন এবং বিচারহীনতার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। দেশের নিরাপত্তা, ন্যায়বিচার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য বিএনপি সর্বদা জনগণের পাশে আছে এবং থাকবে। সেইসঙ্গে অনতিবিলম্বে মুরাদনগরে নারী ধর্ষণের ঘটনা সুষ্ঠু তদন্ত করে দ্রুতগতিতে অপরাধীদের বিচার ও শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান কাজী মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আফ্রিদির বিরুদ্ধে মামলার হুঁশিয়ারি, উকিল খুঁজছেন স্বপন

মুন্সিগঞ্জে ‘গত আগস্টে লুট করা অস্ত্র’ দিয়ে পুলিশের ওপর হামলা

গরিবের স্বপ্নেই থাকে ইলিশ

কেউ ছাই দেওয়া হাত থেকে বের হতে পারবে না : উপদেষ্টা বশিরউদ্দীন

বাংলাদেশে তিন বছরে দারিদ্র্যের হার বেড়ে দাঁড়িয়েছে প্রায় ২৮ শতাংশে

রুট ১৩ হাজার রান ছুঁতেই মুখ খুললেন শচীন

‘উপদেষ্টা মাহফুজের ওপর হামলা হয়নি, কনস্যুলেট অফিস ভাঙচুর হয়েছে'

১৫০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-নেদারল্যান্ডস টি-টোয়েন্টি ম্যাচ

সাব্বিরকে পাঁচ বছরের জন্য নিষেধাজ্ঞার সুপারিশ বিসিবির আকুর

জিয়ার সমাধিতে ডা. সাবরিনার শ্রদ্ধা, যুবদল সভাপতির ক্ষোভ

১০

শাহীনুল ইসলামের বিরুদ্ধে বিতর্ক, অর্থপাচার বিরোধী অভিযানে চাপ

১১

অভিনেত্রী জাহানারা ভূঁইয়া মারা গেছেন

১২

ঢাকা শিশু হাসপাতাল শাখা ড্যাবের নতুন দায়িত্বে ডা. ফারুক

১৩

এনসিপির আরও চার নেতার পদত্যাগ 

১৪

হাইকোর্টের বিচারপতি হলেন সারজিসের শ্বশুর লুৎফর রহমান

১৫

ডাকসু নির্বাচনে প্রচারণার বিধিমালা প্রকাশ

১৬

হাসনাতকে ‌‘ফকিন্নির বাচ্চা’ বললেন রুমিন ফারহানা

১৭

বিজিবির কাছে ৫ বাংলাদেশিকে হস্তান্তর করল বিএসএফ

১৮

চুরির অভিযোগ, গণপিটুনিতে যুবক নিহত

১৯

সংবিধানের মূলনীতি থেকে আমরা সরে যাচ্ছি : ড. কামাল হোসেন

২০
X