শুক্রবার, ২২ আগস্ট ২০২৫, ৭ ভাদ্র ১৪৩২
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৪৬ পিএম
আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৫১ পিএম
অনলাইন সংস্করণ

রূপগঞ্জের ৫০ হাজার মানুষকে নিয়ে প্রধানমন্ত্রীর সমাবেশে রংধনু গ্রুপের চেয়ারম্যান

রংধনু গ্রুপের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আলহাজ মো. রফিকুল ইসলাম নেতাকর্মীদের নিয়ে সমাবেশে যান। ছবি : কালবেলা
রংধনু গ্রুপের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আলহাজ মো. রফিকুল ইসলাম নেতাকর্মীদের নিয়ে সমাবেশে যান। ছবি : কালবেলা

বহুল প্রতীক্ষিত ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের উদ্বোধন উপলক্ষে শনিবার রাজধানীর আগারগাঁওয়ে আওয়ামী লীগ আয়োজিত সুধী সমাবেশে বড় জমায়েতের প্রস্তুতি ছিল আগে থেকেই। এক্সপ্রেসওয়ে উদ্বোধনের পর প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ওই সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ঢাকা ও আশপাশের কয়েকটি জেলার বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে আগারগাঁওয়ের পুরোনো বাণিজ্যমেলার মাঠে অনুষ্ঠিত সুধী সমাবেশ রূপ নিয়েছিল জনসমুদ্রে। পূর্ব ঘোষণা অনুযায়ী, নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে ৫০ হাজার মানুষকে নিয়ে ওই সমাবেশ যোগ দিয়েছেন দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান রংধনু গ্রুপের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আলহাজ মো. রফিকুল ইসলাম।

বেলা ১১টার দিকে রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়নের নাওড়া এলাকায় জলসিঁড়ি প্রকল্পের ১০০ ফুট সড়ক ও পূর্বাচল উপশহরের ৩০০ ফুট সড়কে জড়ো হন উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সেখান থেকেই পরে রংধনু গ্রুপের চেয়ারম্যানের নেতৃত্বে প্রধানমন্ত্রীর সমাবেশে রওনা হন তারা।

এর আগে সমাবেশে যোগ দিতে উপজেলার ভুলতা, গোলাকান্দাইল, মুড়াপাড়া, কায়েতপাড়া, দাউদপুর, ভোলাব, রূপগঞ্জ ইউনিয়ন ও কাঞ্চন এবং তারাব পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ও পাড়া মহল্লা থেকে বিভিন্ন যানবাহনে করে ১০০ ফুট ও ৩০০ ফুট সড়কে জড়ো হতে থাকেন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা লীগ, যুব মহিলা লীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। রফিকুল ইসলামের নেতৃত্বে সুধী সমাবেশ যোগদানকারীদের মধ্যে ছিলেন রূপগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত দুই শতাধিক বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগের বিপুলসংখ্যক সমর্থকও।

এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে রংধনু গ্রুপের চেয়ারম্যান বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সমাবেশে যোগ দিয়ে রূপগঞ্জের সর্বস্তরের মানুষ অত্যন্ত উল্লসিত। কারণ প্রধানমন্ত্রীর নেতৃত্বে সারা দেশের মতো রূপগঞ্জও উন্নয়নের জোয়ারে ভাসছে। রূপগঞ্জে পূর্বাচল উপশহর, মেট্রোরেল, বিভিন্ন আবাসন প্রকল্পসহ বিভিন্ন মেগাপ্রকল্প গড়ে উঠছে জননেত্রী শেখ হাসিনার হাত ধরে। মেট্রোরেল ভিত্তিপ্রস্তর উদ্বোধন উপলক্ষে রূপগঞ্জের সমাবেশে প্রধানমন্ত্রী এসেছিলেন প্রধান অতিথি হয়ে। ওই সমাবেশকে আমরা জনসমুদ্রে পরিণত করেছিলাম। সেই ধারাবাহিকতায় এবারের সুধী সমাবেশে ৫০ হাজার লোক নিয়ে অংশ নিয়েছি। জননেত্রী শেখ হাসিনা যখন যে সময় এবং যে অবস্থায় ডাকেন; আমরা সদা সর্বদা প্রস্তুত রয়েছি।

আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে রফিকুল ইসলাম বলেন, আগামী নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করব ইনশাল্লাহ। এবার যদি রূপগঞ্জে খালেদা জিয়াও নৌকার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেন তারপরও নৌকাকে বিপুল ভোটে জয়ী করব। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রূপগঞ্জের নৌকার মাঝি হিসেবে যাকে মনোনীত করবেন আমরা তার পক্ষেই কাজ করব।

মো. রফিকুল ইসলামের নেতৃত্বে সমাবেশে যোগ দেওয়া নেতাকর্মীদের মধ্যে ছিলেন রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ শাহজাহান ভুইয়া, কাঞ্চন পৌরসভার মেয়র রফিকুল ইসলাম রফিক, রংধনু গ্রুপের পরিচালক ও জেলা পরিষদের সাবেক সদস্য মিজানুর রহমান মিজান, দাউদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম জাহাঙ্গীর মাস্টার, ভুলতা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু দাউদ মোল্লা, যুবলীগ নেতা শফিকুল ইসলাম সফিক, উপজেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি আবুল বাশার টুকু, কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মুক্তিযোদ্ধা সামসুল আলম, সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মহিউদ্দিন মেম্বার ও বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের রাজনৈতিক মুখপাত্র শেখ মোয়াজ্জেম হোসেন সাঈদ প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাভারে বাংলাদেশ খেলাফত মজলিসের দাওয়াতি মাসের শুভ উদ্বোধন

তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন, নির্বাচনের পর প্রধানমন্ত্রীও হবেন : এ্যানি

দলবদলের বাজারে প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর রেকর্ড ভাঙা খরচ

ধর্মগড় সীমান্তে বিজিবির হাতে আটক চার বাংলাদেশি

হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে মোদিকে ওয়েইসির প্রশ্ন

জাকসুতে প্যানেল দ্বন্দ্ব, পদত্যাগ করে বাগছাস নেতার মিষ্টি বিতরণ

সৈয়দপুর বিমানবন্দরে যাত্রীসেবা আন্তর্জাতিক মানের করতে চাই : বেবিচক চেয়ারম্যান

‘আ. লীগ বিদ্যুৎ খাতে চুরির লাইসেন্স দিয়েছিল’

আ.লীগ নেত্রী রুনু গ্রেপ্তার

ইসির ইউটিউব চ্যানেল চালু, মিলবে যেসব তথ্য

১০

শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তারের দাবি শিক্ষার্থী

১১

চার বিভাগে ভারী বর্ষণের সতর্কতা জারি, পাহাড়ধসের আশঙ্কা

১২

ভোলায় পাঁচ দিন ২০ নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ, ভোগান্তি চরমে

১৩

থানা ব্যারাকে নারী পুলিশ সদস্যকে ধর্ষণ, তিনজন ক্লোজড

১৪

পিআর পদ্ধতিতে সব ভোটারের মূল্যায়ন হয় : চরমোনাই পীর

১৫

তিস্তায় কার্টুন বক্সে ভাসছিল নবজাতকের মরদেহ

১৬

দেশের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে : চসিক মেয়র

১৭

কৃষক দল সম্পাদক বাবুলের মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল

১৮

চট্টগ্রামে সাংবাদিকদের সতর্কবার্তা / ‘সাংবাদিকরা চুপ থাকলে সমাজ অন্ধকারে ডুবে যাবে’

১৯

যেসব অনিয়মে বাতিল হবে এজেন্সির নিবন্ধন

২০
X