কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ মে ২০২৫, ০৮:১১ এএম
অনলাইন সংস্করণ

আজ এক্সপ্রেসওয়েতে চলবে মোটরসাইকেল-সিএনজি

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। ছবি : সংগৃহীত
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। ছবি : সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দেশে ফেরাকে কেন্দ্র করে জনদুর্ভোগ কমাতে বিশেষ ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ। মঙ্গলবার (০৬ মে) সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশার চলাচলের অনুমতি দেওয়া হয়েছে।

গতকাল সোমবার বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ডিএমপির অনুরোধের পরিপ্রেক্ষিতে এলিভেটেড এক্সপ্রেসওয়ে কর্তৃপক্ষ সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেল নির্ধারিত টোল পরিশোধ করে সর্বোচ্চ ৪০ কিলোমিটার/ঘণ্টা গতিসীমা মেনে ও এক্সপ্রেসওয়ের বাম পাশের সেইফ লেন ব্যবহার করে সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করার অনুমতি প্রদান করেছে। তবে এ গতিসীমা ও লেন না মানলে মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশাচালকরা শাস্তির মুখে পড়বেন বলেও জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এলিভেটেড এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা প্রতিরোধে ওভার স্পিড ও লেন পরিবর্তন করলে আইন প্রয়োগের জন্য পর্যাপ্ত ট্রাফিক পুলিশ মোতায়েন থাকবে।

সেতু বিভাগ সূত্রে জানা গেছে, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আগমনকে কেন্দ্র করে সম্ভাব্য যানজট ও জনদুর্ভোগ এড়াতে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশার জন্য এলিভেটেড এক্সপ্রেসওয়ে উন্মুক্ত করার অনুরোধ জানায়। সে অনুযায়ী, মঙ্গলবার (৬ মে) সকাল ৭টা থেকে বেলা ১টা পর্যন্ত এসব যানবাহন এক্সপ্রেসওয়ে ব্যবহার করতে পারবে। প্রতিটি যানবাহনের জন্য নির্ধারিত টোল ২০ টাকা নির্ধারণ করা হয়েছে।

এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের পরিচালক এ এইচ এম সাখাওয়াত আখতার জানান, মোটরসাইকেল ও অটোরিকশা চলতে দেওয়ার সিদ্ধান্তটি সাময়িক। ঢাকা মহানগর পুলিশের অনুরোধেই তারা এই সিদ্ধান্ত নিয়েছেন।

চার মাস ধরে লন্ডনে উন্নত চিকিৎসা শেষে আজ দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। মঙ্গলবার (০৬ মে) সকালে কাতারের আমিরের পাঠানো একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে তিনি ঢাকায় পৌঁছাবেন। তার সঙ্গে থাকবেন দুই পুত্রবধূ। খালেদা জিয়ার আগমনকে কেন্দ্র করে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। একইসঙ্গে তাকে অভ্যর্থনা জানাতে আসা নেতাকর্মীদের উদ্দেশে কয়েকটি নির্দেশনাও জারি করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

৭৯ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিসসহ শারীরিক নানা অসুস্থতায় ভুগছেন। বিগত আওয়ামী লীগ সরকার রাজনৈতিক হীন স্বার্থ চরিতার্থ করতে উদ্দেশ্যমূলক মামলায় বেগম খালেদা জিয়াকে দীর্ঘ সময় কারাবন্দি করে রাখে এবং উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়ার আবেদন অগ্রাহ্য করে চিকিৎসা বাধাগ্রস্ত করে।

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী সরকারের পতনের পর বেগম খালেদা জিয়ার ন্যায়বিচার প্রাপ্তির পথ সুগম হয়। আইনি লড়াইয়ে তিনি সব মামলা মোকাবিলা করছেন। ইতোমধ্যে উচ্চ আদালতও তার বিরুদ্ধে বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে করা মামলাগুলোকে হয়রানিমূলক বলে পর্যবেক্ষণ দিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভুট্টার ফলন ভালো, দামে খুশি কৃষক 

বিমানবন্দরে খালেদা জিয়াকে স্বাগত জানালেন মির্জা ফখরুল

ধোনিকে ‘আনক্যাপড’ দেখাতে নিয়ম বদল, প্রশ্ন গাভাস্কারের

খালেদা-তারেক জিয়াকে হত্যার ষড়যন্ত্রকারীরা এখন নির্বাসিত : আলাল 

ট্রাকচাপায় শ্রমিক নিহত, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

ফিরোজার উদ্দেশে রওনা দিয়েছেন খালেদা জিয়া

গাজা দখল করে বাসিন্দাদের স্থানান্তরের পরিকল্পনা নেতানিয়াহুর

অবৈধ অভিবাসন বন্ধে প্রথমবার ইতালির সঙ্গে সমঝোতা স্মারক সই

স্ত্রী-শাশুড়িকে গলা কেটে হত্যা, ঘরে আগুন দিয়ে পালালেন স্বামী

কেন্দুয়ায় ৯ বিদ্যালয়ের ভবন ঝুঁকিপূর্ণ, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক

১০

দেশে ফিরলেন খালেদা জিয়া

১১

জামায়াত নেতা এটিএম আজহারের আপিল শুনানি চলছে

১২

খালেদা জিয়ার অপেক্ষায় রাস্তার দুই ধারে হাজারো নেতাকর্মী

১৩

স্বতন্ত্র ১৫১৯ ইবতেদায়ি মাদ্রাসার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়

১৪

বিমানবন্দর এলাকায় পুলিশ-সেনার কঠোর নিরাপত্তাব্যবস্থা

১৫

দুর্ঘটনার কবলে ভর্তি পরীক্ষার্থীদের বাস, আহত ৭ 

১৬

খালেদা জিয়ার অপেক্ষায় ফিরোজার সামনে নেতাকর্মীদের ঢল

১৭

ফিরোজার নিরাপত্তায় সেনাবাহিনী 

১৮

১৭ বছর পর দেশে ফিরছেন জুবাইদা রহমান

১৯

খালেদা জিয়ার দেশে ফেরা গণতন্ত্র পুনরুদ্ধারের পথ সহজ করবে : মির্জা ফখরুল

২০
X