কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ জুলাই ২০২৫, ০৯:০১ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপির বিরুদ্ধে চিহ্নিত গোষ্ঠী অপপ্রচার চালাচ্ছে : ড্যাব

ড্যাব বরিশালের উদ্যোগে ডা. মো. কবিরুজ্জামানের সভাপতিত্বে এবং ডা. ইমতিয়াজ হোসেন সাজিদের সঞ্চালনায় ড্যাবের চিকিৎসকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ছবি : কালবেলা
ড্যাব বরিশালের উদ্যোগে ডা. মো. কবিরুজ্জামানের সভাপতিত্বে এবং ডা. ইমতিয়াজ হোসেন সাজিদের সঞ্চালনায় ড্যাবের চিকিৎসকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ছবি : কালবেলা

বিএনপি ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে পরিকল্পিতভাবে একটি চিহ্নিত গোষ্ঠী অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন অধ্যাপক ডা. হারুন আল রশিদ। যিনি বিএনপিপন্থি চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর সদ্য সাবেক সভাপতি।

রোববার (১৩ জুলাই) ড্যাব বরিশালের উদ্যোগে ডা. মো. কবিরুজ্জামান এর সভাপতিত্বে এবং ডা. ইমতিয়াজ হোসেন সাজিদের সঞ্চালনায় ড্যাবের চিকিৎসকদের এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ডা. হারুন আল রশিদ এসব কথা বলেন। বরিশাল শহরের সেলিব্রেশন পয়েন্টে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অধ্যাপক হারুন আল রশিদ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ২০২৬ সালের জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে কেউ যেন ঘোলা পানিতে মাছ শিকার করতে না পারে, তা নিশ্চিত করাটা এখন আমাদের অন্যতম কর্তব্য। বর্তমানে একটি চিহ্নিত গোষ্ঠী দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে ফায়দা হাসিলের চেষ্টা করছে। এ অপশক্তি কে রুখতে হবে। অন্যদিকে আওয়ামী ফ্যাসিস্ট শক্তির প্রেতাত্মারা নানা ছলচাতুরি করে আবারও জাতীয়তাবাদী শক্তিকে কোণঠাসা করতে চাইছে, কিন্তু ঐক্যবদ্ধ জাতীয়তাবাদী চিকিৎসক সমাজ তা সফল হতে দেবে না।

তিনি আরও বলেন, বিএনপি হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল। যার বর্তমানে নেতৃত্ব দিচ্ছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি ও তারেক রহমানের জনপ্রিয়তার জন্যই একটি গোষ্ঠী বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। তবে কোনো অপপ্রচারে কাজ হবে না। দেশের জনগণকে সঙ্গে নিয়ে সকল ষড়যন্ত্র মোকাবিলা করবে।

এতে আরও অংশ নেন শেরেবাংলা মেডিকেল কলেজ ড্যাবের সভাপতি ডা. মো. নজরুল ইসলাম সেলিম, ড্যাবের সদ্য বিদায়ী সহসভাপতি ডা. মো. সিরাজুল ইসলাম, ডা. মোস্তাক রহিম স্বপ্নন, সদ্য সাবেক সিনিয়র যুগ্ম মহাসচিব ডা. মো. মেহেদী হাসান, সাংগঠনিক সম্পাদক ডা. সায়ীদ মেহবুব উল কাদির, ড্যাব নেতা ডা. শহিদুল হক রাহাত, ডা. মো. ফারুক আহমেদ, ডা. শাওন বিন রহমান, ডা. বাসেদুর রহমান সোহেল, ডা. আমিরুল ইসলাম পাভেল, ডা. আবু মোনায়েম সাদ, অধ্যক্ষ অধ্যাপক সৈয়দ জাহেদ হোসেন, ডা. মনিরুজ্জামান শাহিন, ডা. কামরুদদোজা হাফিজুল্লাহ, ডা. শিহাব উদ্দিন শিহাব, ডা. মঞ্জুর রশীদ, ডা. গোলাম মোর্শেদ সজিব, ডা. হাসিবুর রহমান, ডা. আশফাক আজিজ, সাদবিন নেওয়াজ, ডা. আনিসুর রহমান, ডা. মেহেদী আহমেদ খান, ডা. শেখ মাহবুব, ডা. মোতাহার হোসেন এবং ডা. নয়নসহ বরিশাল বিভাগের প্রায় দুই শতাধিক চিকিৎসক।

ড্যাবের চিকিৎসকদের মতবিনিময় সভা

এদিকে রোববার দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে ড্যাবের আসন্ন নির্বাচন উপলক্ষে জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী চিকিৎসক সমাজের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে নিকডু, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসকবৃন্দ একত্রে অংশগ্রহণ করেন।

দেশের বিভিন্ন হাসপাতাল ও চিকিৎসা প্রতিষ্ঠান থেকে আগত প্রায় পাঁচ শতাধিক চিকিৎসক উপস্থিত ছিলেন। সভায় বক্তারা চিকিৎসকদের অধিকার, সংগঠনের কাঠামোগত দুর্বলতা, ভোটার তালিকায় বৈষম্য, কর্মপরিবেশের অবনতি এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয় অর্জনে ড্যাবের করণীয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। নেতৃবৃন্দ বলেন, আসন্ন ড্যাব নির্বাচন শুধু একটি সংগঠনের নেতৃত্ব নির্ধারণের নির্বাচন নয়, এটি চিকিৎসক সমাজের ন্যায়বিচার, গণতন্ত্র ও অস্তিত্ব রক্ষার সংগ্রাম। ড্যাবের সাবেক সহ-সভাপতি ডা. বি গণি ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির পরিবার কল্যাণ বিষয়ক সহসম্পাদক অধ্যাপক ডা. রফিকুল কবির লাবু।

ডা. একরামুল রেজা টিপু ও ডা. শাহরিয়ার মো. কবির হোসেন পল্লবের সঞ্চালনায় বক্তব্য দেন ডা. মো. ওয়াসিম, ডা. নুরুন্নবী শাহ, ডা. সাইফ উদ্দিন নিসার আহমেদ তুষান, ডা. তৌহিদ উল ইসলাম জন, ডা. এবিএম ছফিউল্লাহ, ডা. আবু হেনা মোস্তফা কামাল, ডা. হারুন উর রশীদ খান রাকিব, ডা. এসএম আতিকুর রহমান, ডা. আবুল হাসান, ডা. জাহিদুল কবির, ডা. আশরাফুল আলম খান প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণভবনকে যার সঙ্গে তুলনা করলেন ফরাসি রাষ্ট্রদূত

তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগে কমিশনের নতুন ফর্মুলা

পিএসজিকে বিধ্বস্ত করে শিরোপা জিতল চেলসি

লন্ডনে সাউথেন্ড বিমানবন্দরে বিমান বিধ্বস্ত

দশম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতা কারাগারে

‘হাসিনাকে বাংলার মসনদে ফেরাতে ষড়যন্ত্র অব্যাহত রয়েছে’

আবু সাঈদ হত্যায় ফরেনসিক বিশ্লেষণে দুটি বিষয় স্পষ্ট : আসিফ নজরুল

সোহাগকে বাঁচাতে কেন এগিয়ে আসেননি বাহিনীর সদস্যরা, জানালেন আনসারপ্রধান

অবশেষে আ.লীগের মন্ত্রীর ভাইকে সরানো হলো মুদ্রণ শিল্প সমিতি থেকে

আগামী ২ দিনের আবহাওয়া নিয়ে নতুন বার্তা

১০

চবি ছাত্রদল কর্মীর বিরুদ্ধে যৌন হয়রানি ও ধর্ষণচেষ্টার অভিযোগ

১১

নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্তকারীদের জনগণ প্রত্যাখ্যান করবে : আমীর খসরু

১২

ফিল্মি কায়দায় প্রবাসীকে অপহরণ, পুলিশের অভিযানে উদ্ধার

১৩

ফজলে করিমের বিরুদ্ধে দুদকের মামলা

১৪

চ্যাটজিপিটি ব্যবহার করে ইংরেজিতে দক্ষ হবেন যেভাবে 

১৫

অধ্যাপক ব্রজ গোপাল বৈষ্ণবের পরলোকগমন

১৬

নৌবাহিনীর দায়িত্বে চট্টগ্রাম বন্দরে বেড়েছে গড় কনটেইনার হ্যান্ডলিং

১৭

তপশিলে নৌকা প্রতীক নিয়ে ইসির সিদ্ধান্ত

১৮

সোহাগ হত্যাকাণ্ডকে ‘সংখ্যালঘু নির্যাতন’ বলে প্রচার করছে ভারতীয় গণমাধ্যম

১৯

বাংলাদেশের সামষ্টিক অর্থনীতি ভালো : বিশ্বব্যাংক

২০
X