বুধবার (১৬ জুলাই) ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচি পালন করবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)।
মঙ্গলবার (১৫ জুলাই) ফেসবুকে নিজের আইডিতে এক পোস্টে দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম এ কর্মসূচির তথ্য জানান।
ফেসবুক পোস্টে সারজিস লেখেন, ‘১৬ জুলাই, মার্চ টু গোপালগঞ্জ!’
এ ছাড়া ফেসবুক পোস্টের কমেন্টে তিনি লিখেছেন, ‘আমরা আসছি! জুলাই পদযাত্রায়, গোপালগঞ্জ জেলা শহরে, সকাল ১১টায়।’
জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে গণমানুষের কথা শুনতে ১ জুলাই থেকে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ শীর্ষক কর্মসূচি শুরু করে দলটি। ১৫ দিনে দলটি তিনটি বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলায় সমাবেশ করেছে।
মন্তব্য করুন