কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ জুলাই ২০২৫, ১০:৩০ এএম
আপডেট : ২১ জুলাই ২০২৫, ১১:০১ এএম
অনলাইন সংস্করণ

মুশফিকুল ফজল আনসারীকে ধন্যবাদ জানালেন জামায়াত আমির

জামায়াত আমির ডা. শফিকুর রহমান ও ম্যাক্সিকোতে নিয়োজিত বাংলাদেশি রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী। ছবি : সংগৃহীত
জামায়াত আমির ডা. শফিকুর রহমান ও ম্যাক্সিকোতে নিয়োজিত বাংলাদেশি রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী। ছবি : সংগৃহীত

অসুস্থতার খোঁজ নেওয়ায় ম্যাক্সিকোতে নিয়োজিত বাংলাদেশি রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীকে ধন্যবাদ জানায়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামির আমির ডা. শফিকুর রহমান। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের সভামঞ্চে বক্তৃতাকালে অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। এ সময় যারা তার শারীরিক অবস্থার খোঁজখবর যারা নিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।

রোববার (২০ জুলাই) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে মুশফিকুল ফজল আনসারীসহ বেশ কয়েকজনের নাম উল্লেখ করে ধন্যবাদ জানান তিনি।

পেজের অ্যাডমিনের পক্ষ থেকে দেওয়া পোস্টে লেখা হয়, ‘আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানের অসুস্থতার খবর শুনে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব আদিলুর রহমান খান, আমার দেশ পত্রিকার মজলুম সম্পাদক ড. মাহমুদুর রহমান, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী জনাব মনির হায়দার, ম্যাক্সিকোতে নিয়োজিত বাংলাদেশী রাষ্ট্রদূত জনাব মুশফিকুল ফজল আনসারী, ফ্রান্সে বসবাসরত জনপ্রিয় অনলাইন অ্যাক্টিভিস্ট, লেখক ও চিকিৎসক জনাব পিনাকী ভট্টাচার্য, বিশিষ্ট সাংবাদিক ও আল-জাজিরার তদন্তকারী ইউনিটের সদস্য জনাব জুলকারনাইন সায়ের, বিশিষ্ট সাংবাদিক ও অনলাইন একটিভিস্ট জনাব ইলিয়াস হোসাইন শারীরিক অবস্থার খোঁজ-খবর নিয়েছেন।

এ ছাড়াও ফেস দ্যা পিপল এর স্বত্বাধিকারী জনাব সাইফুর সাগরসহ আরো অনেকে আমিরে জামায়াতের বাসায় তাকে দেখতে আসেন এবং তার শারীরিক খোঁজখবর নেন।

দেশপ্রেমিক এই ব্যক্তিদের সম্মানিত আমিরে জামায়াতের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।’

এর আগে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, গতকাল সোহরাওয়ার্দী উদ্যানের সভামঞ্চে অসুস্থ হওয়ার পর প্রধান উপদেষ্টা আমার শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন এবং তার প্রেস সচিবকে হাসপাতালেও পাঠিয়েছেন। আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। তার এই সহমর্মিতা স্মরণীয় হয়ে থাকবে। মহান আল্লাহ তাকে উত্তম জাযা দান করুন। আমিন।

গতকাল আরেক পোস্টে তিনি লেখেন, আলহামদুলিল্লাহ, এখন আমি অনেকটাই সুস্থ। হাসপাতালে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর বিশ্রামের জন্য বাসায় এসেছি। আমার এ সাময়িক অসুস্থতার কারণে আজকের সমাবেশে যে বিঘ্ন সৃষ্টি হয়েছে তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। এটি আমার ইচ্ছাকৃত নয়। মহান আল্লাহ নিশ্চয়ই এর মধ্যে কোনো কল্যাণ রেখেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার সঙ্গে চট্টগ্রাম-সিলেটের রেল চলাচল স্বাভাবিক

কোয়াব নির্বাচনের পর চূড়ান্ত পদ তালিকা: কে পেলেন কোন পদ?

অস্থিরতার মধ্যে দেশত্যাগ করলেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী

জাতিসংঘ ফেব্রুয়ারির নির্বাচনকে পূর্ণ সমর্থন করে : গুইন লুইস

গৃহবধূকে বিয়ের প্রস্তাব দেন সোহেল, রাজি না হওয়ায় হত্যা

চলতি বছরের শেষ চন্দ্রগ্রহণ রোববার, দেখা যাবে বাংলাদেশ থেকেও

সুখবর পেলেন পাকিস্তানের কারাবন্দি নেতা ইমরান খান

পাহাড়িয়াদের ঘরছাড়া করার পরিকল্পনা ভেস্তে গেছে, হচ্ছে না ভোজ

পাকিস্তানে রাজনৈতিক দলের জনসভায় বোমা হামলা, নিহত ১৫

জাগপা সভাপতি লুৎফরের খোঁজ নিলেন জামায়াত নেতারা

১০

নির্বাচনী জোয়ারে আ.লীগের সব ষড়যন্ত্র ভেসে যাবে : গয়েশ্বর 

১১

শরীরের যে ১০ লক্ষণ ক্যানসারের ইঙ্গিত দেয়

১২

বাসচাপায় স্কুলছাত্র নিহত, মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

১৩

বিচারকের সামনে সাংবাদিক মারধরে জড়িত আইনজীবীদের বিচারের দাবি সিআরইউর 

১৪

নির্বাচন বানচালের সব ষড়যন্ত্রই রুখে দিতে হবে : নীরব

১৫

জনগণ যদি বলে পিআর লাগবে না, জামায়াত সেটাকে শ্রদ্ধা করবে : গোলাম পরওয়ার

১৬

রাকসু ঘিরে সরগরম ক্যাম্পাস, জয়-পরাজয়ের ৪ ফ্যাক্টর

১৭

ঢাকা উত্তর মহিলা দলের সভাপতি রুনা লায়লা, সম্পাদক তামান্না

১৮

সাংবাদিক নেতা কাদের গণির বড় ভাইয়ের মৃত্যু

১৯

যে ৬ ভুলের কারণে ল্যাপটপের ব্যাটারির ক্ষমতা কমে

২০
X