কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৫, ০৬:২৪ পিএম
আপডেট : ০৬ আগস্ট ২০২৫, ০৭:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

জুলাই ঘোষণাপত্র পরিপূর্ণ মনে না হওয়ার কারণ জানাল এনসিপি

অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে বক্তব্যকালে আখতার হোসেন। ছবি : সংগৃহীত
অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে বক্তব্যকালে আখতার হোসেন। ছবি : সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের জুলাই ঘোষণাপত্রকে ‘সাধুবাদ’ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তবে ঘোষণাপত্র ‘পরিপূর্ণ’ নয় বলেও জানিয়েছে দলটি।

বুধবার (০৬ আগস্ট) দুপুরে রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান দলের সদস্যসচিব আখতার হোসেন।

আখতার হোসেন বলেন, বহুল আকাঙ্ক্ষিত জুলাই ঘোষণাপত্র পাঠ করা হয়েছে। আমরা সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানাই। কিছু বিষয় তা যদি ঘোষণাপত্রের মধ্যে উল্লেখ থাকত তাহলে এই ঘোষণাপত্র আরও পরিপূর্ণ হতো বলে আমাদের মনে হয়।

তিনি বলেন, ঘোষণাপত্রে উপনিবেশবিরোধী লড়াইয়ের কথা বলা হয়েছে। কিন্তু ৪৭-এর কথা এখানে উল্লেখ করা হয়নি। ঘোষণাপত্রে শহীদের সংখ্যার ব্যাপারে প্রায় ‘১ হাজার’ শব্দবন্ধ ব্যবহার করা হয়েছে। অথচ জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী, ১ হাজার ৪০০ মানুষ শহীদ হয়েছেন। এই পরিসংখ্যান আমাদের সবার জানা।

এনসিপির সদস্যসচিব বলেন, গত এক বছর ধরে সরকার যে শহীদদের প্রকৃত সংখ্যা নির্ণয় করতে ব্যর্থ হয়েছে, আহতদের সংখ্যা নির্ণয় করতে ব্যর্থ হয়েছে- তার একটা ছাপ ঘোষণাপত্রের মধ্যে দেখতে পেলাম। এ ছাড়া, ঘোষণাপত্রে শাপলা গণহত্যা, জুডিসিয়াল কিলিং, ভ্যাটবিরোধী আন্দোলন, ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন এবং নিরাপদ সড়ক আন্দোলন, মোদিবিরোধী আন্দোলনের কথা উল্লেখ থাকলে ঘোষণাপত্র পরিপূর্ণ হতো বলে জানান তিনি।

আখতার বলেন, এই ঘোষণাপত্রের ২৫ এবং ২৭ নম্বর পয়েন্টে নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত সরকারের সংবিধানের তফসিলে ঘোষণাপত্রকে উল্লেখ করার কথা বলা হয়েছে। আমরা দীর্ঘ সময় ধরে বাংলাদেশে একটি নতুন সংবিধানের দাবি জানিয়ে আসছি। সে লক্ষ্য গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে নতুন সংবিধান পুনর্লিখনের দাবি আমরা সরকারের কাছে করে এসেছি।

জুলাই সনদ অন্তর্বর্তীকালীন সরকারের সময়কাল থেকেই বাস্তবায়ন করতে হবে উল্লেখ করে এনসিপির এই নেতা বলেন, ‘এলএফও (লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার) করে এটাকে কার্যকর করতে হবে এবং এই জুলাই সনদ এবং ঘোষণাপত্রের কার্যকারিতার ভিত্তিতে সামনের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে।’

উল্লেখ্য, মঙ্গলবার (৫ আগস্ট) জুলাই গণঅভ্যুত্থান দিবসে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জুলাই ঘোষণাপত্র পাঠ করেন। ঘোষণাপত্রে যুক্ত করা হয়েছে ২৮টি দফা। ১৯৭১ সালের স্বাধীনতা থেকে শুরু করে ২০২৪ সালের জুলাই আন্দোলন ঘোষণাপত্রে স্থান পেয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাবিতে ‘কমপ্লিট শাটডাউন’ স্থগিত, ক্লাসে ফেরার ঘোষণা জাতীয়তাবাদী শিক্ষকদের

হাইকোর্টে রিট করলেন ১৭ বিয়ে করা সেই বন কর্মকর্তা

সরানো হলো রংপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহীকে 

ব্যালট পেপার ইস্যুর জবাব দিল ডাকসু নির্বাচন কমিশন

রায়পুরায় কৃষক দলের নতুন কমিটি গঠন

নীলক্ষেতে ব্যালট ছাপার অভিযোগ তদন্ত করছে কমিশন

‘হেই থাক্কাইকা বাজারে আইতারি না, ঘরবৈঠক আমি’

ফার্মাসিস্ট দিবস উপলক্ষে আইএইচটিতে র‍্যালি ও আলোচনা সভা

ইউএনডিপি প্রতিনিধিদের সঙ্গে প্রধান বিচারপতির বরিশাল আদালত পরিদর্শন

শজিমেক ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা

১০

ছাত্রদল নেতা ইমরান মিথুনের মানবিক উদ্যোগ

১১

অশান্তির আগুন নেভাতে হাতপাখার বাতাস লাগবে : চরমোনাই পীর

১২

ফারহানের উইকেট নিয়েই তাসকিনের ‘সেঞ্চুরি’

১৩

শুক্রবার সিলেটে বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৪

চিটাগাং চেম্বার নির্বাচনে ৩৫ প্রার্থীর মনোনয়ন বাতিল

১৫

ফাইনালে যেতে বাংলাদেশের দরকার ১৩৬ রান

১৬

২৪ দিনে এলো ২৭২৫৫ কোটি টাকার রেমিট্যান্স

১৭

চাকসুতে অর্ধেক প্রার্থীই কলা অনুষদের

১৮

উপদেষ্টারা যত বরাদ্দ নেবেন, ভোট তত কমবে : আমীর খসরু

১৯

জীবিত সানাউল্লাহর চেয়ে মৃত সানাউল্লাহ আরও বেশি শক্তিশালী

২০
X