কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৩, ১১:০৫ পিএম
অনলাইন সংস্করণ

সামনে নির্বাচন, সময়টা খারাপ : ওবায়দুল কাদের

রাজধানীর পলাশী মোড়ে জন্মাষ্টমী উৎসব উপলক্ষে আয়োজিত শোভাযাত্রার আগে সংক্ষিপ্ত সমাবেশে কথা বলেন ওবায়দুল কাদের। ছবি : সংগৃহীত
রাজধানীর পলাশী মোড়ে জন্মাষ্টমী উৎসব উপলক্ষে আয়োজিত শোভাযাত্রার আগে সংক্ষিপ্ত সমাবেশে কথা বলেন ওবায়দুল কাদের। ছবি : সংগৃহীত

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সামনে জাতীয় সংসদ নির্বাচন। সময়টা খারাপ। এ সময় অশুভ শক্তি সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা করতে পারে।

বুধবার (৬ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর পলাশী মোড়ে জন্মাষ্টমী উৎসব উপলক্ষে আয়োজিত শোভাযাত্রার আগে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এই আশঙ্কার কথা জানান সেতুমন্ত্রী। এ সময় আগামী দুর্গাপূজায় হিন্দু ধর্মাবলম্বীদের জানমালের নিরাপত্তা রক্ষায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি অন্য ধর্মাবলম্বীদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘সময়টা খারাপ। এবার আমি ভয় পাচ্ছি যে, অশুভ শক্তি বাংলাদেশের জাতীয় নির্বাচন সামনে রেখে এমন কোনো ঘটনা যদি ঘটায়, যেটা হিন্দুদের সাথে এবং প্রতিবেশী দেশ ভারতের সাথে আমাদের সম্পর্কের ফাটল ধরাতে পারে। রাজনৈতিক, সাম্প্রদায়িক, জঙ্গিবাদী, দুর্বৃত্তরা- এ ধরনের ঘটনা ঘটাতে পারে। কাজেই এবার বেশি করে সতর্ক থাকতে হবে।’

তিনি বলেন, ‘শারদীয় দুর্গোৎসবে হিন্দু ভাইবোনদের পাশে থাকবেন। সারা দেশে দুর্গাপূজায় মণ্ডপ, হিন্দুদের বাড়িঘর, মন্দির যাতে অশুভ শক্তি ক্ষতি করতে না পারে, সেজন্য সবাইকে আহ্বান করব। হিন্দুদের পাশে দাঁড়াতে হবে। তাদের জীবনের, সম্পদের, বাড়িঘরের, মন্দিরের, মণ্ডপের নিরাপত্তা দিতে হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে আছে। জনগণকেও সতর্ক থাকতে হবে। খুব স্পর্শকাতর সময়। তিন মাস পর জাতীয় নির্বাচন। এই নির্বাচন সামনে রেখে অশুভ শক্তির নানা খেলা আছে।’

ওবায়দুল কাদের আরও বলেন, ‘গত নির্বাচনে ড. কামাল হোসেনকে নিয়ে বিএনপি নির্বাচনের বিরুদ্ধে নিজেদের অশুভ তাণ্ডব চালিয়েছে। এবারও নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ইউনূসকে ইস্যু করে মাঠে নামতে চায়। সেই খেলা ইতোমধ্যে শুরু হয়ে গেছে। ইউনূসকে নিয়ে আবার এক-এগারোর অস্বাভাবিক সরকারের খেলায় মেতে উঠতে চায়।’

মহানগর পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি মণীন্দ্র কুমার নাথের সভাপতিত্বে সভায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস, বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি জে এল ভৌমিক, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য নির্মল চ্যাটার্জি, মহানগর পূজা উদ্‌যাপন পরিষদের সাধারণ সম্পাদক রমেন মণ্ডল প্রমুখ বক্তব্য দেন। এ সময় স্থানীয় সংসদ সদস্য হাজি মো. সেলিম উপস্থিত ছিলেন। পরে ওবায়দুল কাদের ও শেখ ফজলে নূর তাপস জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত শোভাযাত্রার উদ্বোধন করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অ্যাকাউন্টস বিভাগে নিয়োগ দিচ্ছে ইবনে সিনা

২০ নভেম্বর : আজকের নামাজের সময়সূচি

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

তারেক রহমানের জন্মদিন আজ

ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের দুইজন নিহত, আহত ৪

ফেনসিডিলসহ স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক

জকসুতে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচন করবেন সাংবাদিক সম্পদ

দুর্নীতিবাজদের বর্জন করুন, জনগণের ভরসা হতে চাই : শাকিল উজ্জামান

তিন নির্বাহী ম্যাজিস্ট্রেট চাকরিচ্যুত

টাকা বাঁচাতে লেভানদোভস্কিকে গোল করতে মানা করেছিল বার্সা!

১০

মুক্তিযুদ্ধকে বিএনপির মতো অন্য কোনো দল ধারণ করে না: শামা ওবায়েদ

১১

মুশফিকের শততম টেস্টে হামজার বিশেষ বার্তা

১২

ভারতকে হারিয়ে ফিফা থেকে সুখবর পেল বাংলাদেশ

১৩

রাজধানীতে ছিনতাইকারীদের কবলে বিচারক, খোয়ালেন মোবাইল-চশমা

১৪

চট্টগ্রামের বাঁশখালীতে ছোট কাজে বড় অনিয়ম

১৫

লালদিয়া-পানগাঁও টার্মিনাল / ১০ বছরের করমুক্ত সুবিধা পাবে দুই বিদেশি কোম্পানি

১৬

রামপুরায় বাসে আগুন

১৭

যুবদলের পাঁচ নেতাকে কারণ দর্শানোর নোটিশ

১৮

আসামি ছিনিয়ে নিয়ে গণপিটুনিতে হত্যা, যুবক গ্রেপ্তার

১৯

এবার ‘রাজসাক্ষী’ হয়ে আরেক পুলিশ সদস্যের জবানবন্দি

২০
X