বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে গেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (০৭ সেপ্টেম্বর) রাত সোয়া ১০টার দিকে হাসপাতালে তার কেবিনে যান তিনি।
সেখানে প্রায় এক ঘণ্টা অবস্থানকালে বেগম জিয়ার চিকিৎসার খোঁজখবর নেন। হাসপাতাল সূত্রে এ তথ্য জানা গেছে। এছাড়া বৃহস্পতিবার রাত ৯ টা থেকে রাত ১১টা পর্যন্ত খালেদা জিয়ার কেবিনে অবস্থান করেন তার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস। তিনিও বেগম জিয়ার চিকিৎসার খোঁজখবর নেন।
এর আগে সিঙ্গাপুর থেকে দেশে ফেরার পর গত ৩ সেপ্টেম্বর হাসপাতালে খালেদা জিয়াকে দেখতে যান মির্জা ফখরুল। নানা শারীরিক জটিলতা নিয়ে গত ৯ আগস্ট হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া।
মন্তব্য করুন