

অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য সিনিয়র সাংবাদিক মোদাব্বের হোসেনকে বুকে জড়িয়ে ধরে দুঃখপ্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম।
সোমবার (৩ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে মোদাব্বের হোসেনকে বুকে জড়িয়ে ধরেন তিনি এবং দুঃখপ্রকাশ করেন।
আব্দুস সালাম বলেন, আমি দুঃখপ্রকাশ করছি। ভিড়ের মধ্যে এরকম একটা ঘটনা ঘটবে ভাবিনি। আমি ওনাকে খুব ভালোবাসি। উনি সিনিয়র লোক এরকম ঘটনা ঘটানো ঠিক হয়নি। যেটা ঘটেছে তার জন্য আমি দুঃখিত।
এ সময় সাংবাদিক মোদাব্বের হোসেন বলেন, ‘এটা ভুল বোঝাবুঝি হয়ে গেছে। সালাম সাহেবের সঙ্গে আমার সম্পর্ক ভালো। উনি বিএনপি নেতা, আমার পরিবারও বিএনপির পরিবার। অনেকে এ ঘটনাকে বিভিন্নভাবে কাজে লাগানোর চেষ্টা করেছে।
মন্তব্য করুন