রাজশাহী ব্যুরো
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৫, ১১:০০ পিএম
অনলাইন সংস্করণ

নতুন-পুরাতন মিলিয়ে রাজশাহীর আসনগুলোতে বিএনপির প্রার্থী হলেন যারা

উপরের সারি থেকে মেজর জেনারেল (অব.) শরিফ উদ্দিন, মিজানুর রহমান মিনু, অ্যাডভোকেট শফিকুল হক মিলন, ডিএম জিয়াউর রহমান, ডিএম জিয়াউর রহমান ও আবু সাঈদ চাঁদ। ছবি : কালবেলা
উপরের সারি থেকে মেজর জেনারেল (অব.) শরিফ উদ্দিন, মিজানুর রহমান মিনু, অ্যাডভোকেট শফিকুল হক মিলন, ডিএম জিয়াউর রহমান, ডিএম জিয়াউর রহমান ও আবু সাঈদ চাঁদ। ছবি : কালবেলা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহীর ৬টি সংসদীয় আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে দলের স্থায়ী কমিটির জরুরি বৈঠক শেষে সোমবার রাতে এ প্রার্থীদের নাম ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঘোষণা অনুযায়ী, রাজশাহীর ৬টি আসনের মধ্যে দুটিতে এসেছে নতুন মুখ, আর ৪টিতে পুরোনো প্রার্থীরাই পুনরায় টিকেছেন।

রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনে নতুন মুখ হিসেবে মনোনয়ন পেয়েছেন মেজর জেনারেল (অব.) শরিফ উদ্দিন। রাজশাহী-৪ (বাগমারা) আসনে নতুন প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন ডিএম জিয়াউর রহমান।

অন্যদিকে, রাজশাহী-২ (সদর) আসনে আগের মতোই মনোনয়ন পেয়েছেন মিজানুর রহমান মিনু, রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী-৫ (দুর্গাপুর-পুঠিয়া) আসনে নজরুল ইসলাম এবং রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনে আবু সাঈদ চাঁদ পুনরায় মনোনয়ন পেয়েছেন।

দলীয় সূত্রে জানা গেছে, মাঠপর্যায়ের সংগঠনের মতামত, স্থানীয় জনপ্রিয়তা ও তৃণমূলের মূল্যায়ন বিবেচনা করেই এবার প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়েছে। মনোনয়ন ঘোষণার পর রাজশাহীর বিভিন্ন স্থানে নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। কেউ কেউ মিষ্টি বিতরণ ও আতশবাজি এবং পটকা ফুটিয়ে আনন্দ প্রকাশ করেন।

নেতাকর্মীরা জানান, ঘোষিত প্রার্থীদের পক্ষে এখন থেকেই নির্বাচনী প্রস্তুতি শুরু হয়েছে। মাঠপর্যায়ে গণসংযোগ ও যোগাযোগ কার্যক্রমও শুরু হবে দ্রুত।

রাজশাহী জেলা কুষক দলের আহ্বয়ক রাজশাহী জেলা কৃষক দলের আহ্বয়ক শফিকুল আলম সমাপ্ত বলেন, আমরা খুব খুশি এবারের মনোনয়ন নিয়ে। যারা পূর্বে ভোট করেছে তাদের মনোনয়ন দিয়েছে। যারা অভিজ্ঞ তাদের দেওয়া হয়েছে।

রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সারাদেশের মতো রাজশাহীর ৬টি আসনেও যোগ্য প্রার্থীদের মনোনয়ন দিয়েছেন। আমরা রাজশাহীর আপামর নেতাকর্মীরা জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী ঘোষণায় বেশ উচ্ছ্বসিত। আমাদের এখন একটাই লক্ষ্য, দলীয় প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করা।

এ বিষয়ে জানতে চাইলে রাজশাহী-২ (সদর) আসনের ধানের শীষের প্রার্থী মিজানুর রহমান মিনু বলেন, সারাদেশের ন্যায় রাজশাহীতেও ৬টি আসনে যোগ্য ব্যক্তিদের মনোনয়ন দিয়েছে বিএনপি। আমরা সব ভেদাভেদ ভুলে ধানের শীষকে বিজয়ী করার জন্য এক হয়ে কাজ করব। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে রাজশাহীর ৬টি আসনেই বিজয় উপহার দিয়ে আমরা প্রমাণ করব রাজশাহীর বিএনপি নেতাকর্মীরা ঐক্যবদ্ধ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোববার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

সীমান্তে বাঘ আতঙ্ক, সত্যি নাকি গুজব

নদীর পাড়ে ব্যবসায়ীর মরদেহ, পকেটে মদপানের লাইসেন্স 

হাদির মরদেহ জন্মভূমিতে না নেওয়ায় মর্মাহত এলাকাবাসী 

ফেরি থেকে নদীতে পড়ল ৫ যানবাহন, ৩ মরদেহ উদ্ধার

অস্ত্র–গুলিসহ শীর্ষ সন্ত্রাসী বুইস্যা গ্রেপ্তার

প্রথম আলো ও ডেইলি স্টারে হামলার ঘটনায় অনলাইন এডিটরস অ্যালায়েন্সের নিন্দা

আ.লীগ নেতা ক্যাপ্টেন এম মোয়াজ্জেম আটক

জুলাই শহীদের ভাইকে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর ছুরিকাঘাত

নরসিংদীতে ‘আনোয়ারা সুলতানা’ গ্রন্থের মোড়ক উন্মোচন

১০

হান্নান মাসউদকে হুমকি দেওয়া যুবক গ্রেপ্তার

১১

৭ দিন বিদ্যুৎ বিল আদায় বন্ধ থাকবে যে এলাকায়

১২

শিশু আয়েশা ও দীপু হত্যার প্রতিবাদে আলোক প্রজ্বলন

১৩

‘আমি গিয়ে দেখি ওরা আমার ছেলেকে কোপাচ্ছে’

১৪

চিংড়ি চাষিকে কুপিয়ে হত্যা, নারীসহ গ্রেপ্তার ৯

১৫

বাংলাদেশকে ভারতের আধিপত্য থেকে মুক্ত করবো : হান্নান মাসউদ

১৬

পাখিশিকারিদের সামাজিকভাবে প্রতিহতের আহ্বান

১৭

ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার চেয়ে এন্টি ফ্যাসিস্ট স্কোয়াডের আলটিমেটাম

১৮

জামায়াত আশ্রয় না দিলে রাস্তায় পড়ে থাকতে হতো : মেজর রঞ্জন

১৯

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সুপার ফাইভ কমিটি ঘোষণা

২০
X