

দীর্ঘদিনের গুঞ্জনের অবসান ঘটিয়ে অবশেষে জাতীয় দলের কোচিং স্টাফে যুক্ত হচ্ছেন মোহাম্মদ আশরাফুল। সাবেক অধিনায়ককে আসন্ন আয়ারল্যান্ড সিরিজের জন্য ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিসিবির আজ সোমবারের বোর্ড সভা শেষে এই সিদ্ধান্তের আনুষ্ঠানিক ঘোষণা দেন বোর্ডের মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন। আপাতত এক সিরিজের জন্যই আশরাফুলকে চুক্তিবদ্ধ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
বাংলাদেশ দলের ব্যাটিং কোচের পদটি বেশ কিছুদিন ধরেই শূন্য ছিল। নিক পোথাস ও ডেভিড হেম্প দায়িত্ব ছাড়ার পর সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন সাময়িকভাবে ব্যাটিং পরামর্শকের দায়িত্ব পালন করছিলেন। তবে সাম্প্রতিক সময়ে ব্যাটারদের দুর্বল পারফরম্যান্সের পর স্থায়ী সমাধান খুঁজছিল বিসিবি।
প্রথমবারের মতো জাতীয় দলের কোচিং প্যানেলে যুক্ত হচ্ছেন আশরাফুল, যদিও ঘরোয়া ক্রিকেটে কোচ হিসেবে অভিজ্ঞতা রয়েছে তার। রংপুর রাইডার্সের ব্যাটিং কোচ হিসেবে তিনি গ্লোবাল সুপার লিগ জেতেন, আর সর্বশেষ এনসিএল টি-টোয়েন্টিতে বরিশাল বিভাগের প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন।
মন্তব্য করুন