

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭টি আসনে প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিএনপি। সোমবার (৩ নভেম্বর) বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এর আগে, প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করতে দুপুর সাড়ে ১২টায় বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে জাতীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে লন্ডন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন। টানা সাড়ে তিন ঘণ্টা বৈঠকের পর সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসেন বিএনপি মহাসচিব। তার ঘোষিত প্রাথমিক তালিকায় সারা দেশের মধ্যে রয়েছে নারায়ণগঞ্জ জেলার ৪টি আসনও।
মির্জা ফখরুলের ঘোষণা অনুযায়ী, নারায়ণগঞ্জ-১ আসনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান দিপু ভূঁইয়া, নারায়ণগঞ্জ-২ আসনে বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আজহরুল ইসলাম মান্নান এবং নারায়ণগঞ্জ-৫ আসনে সদ্য নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য পদ প্রাপ্ত মাসুদুজ্জামান মাসুদ ধানের শীষ প্রতীকের সম্ভাব্য প্রার্থী।
তবে, প্রার্থী ঘোষণায় নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসনটি ফাঁকা রেখেছে বিএনপি। দলের মহাসচিবের বক্তব্য অনুযায়ী ধারণা করা হচ্ছে, এ আসনটিতে বিগত সময়ের মতো জোটের প্রার্থীকে ছাড় দেওয়া হতে পারে।
মন্তব্য করুন