

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭টি আসনে প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিএনপি। সোমবার (৩ নভেম্বর) বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এর আগে, প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করতে দুপুর সাড়ে ১২টায় বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে জাতীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে লন্ডন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন। টানা সাড়ে তিন ঘণ্টা বৈঠকের পর সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসেন বিএনপি মহাসচিব।
ঘোষণা অনুযায়ী সিলেট বিভাগ থেকে বিএনপির প্রাথমিক প্রার্থীরা হলেন—
সিলেট জেলা
সিলেট-১ আসনে খন্দকার আব্দুল মোক্তাদির চৌধুরী, সিলেট-২ তাহসিনা রুশদীর লুনা, সিলেট-৩ মোহাম্মদ আব্দুল মালিক এবং সিলেট-৬ আসনে ধানের শীষ প্রতীকে লড়াই করবেন এমরান আহমেদ চৌধুরী। আর সিলেট-৪ ও ৫ আসনের প্রার্থী পরে ঘোষণা করা হবে।
সুনামগঞ্জ
সুনামগঞ্জ-১ আসনে আনিসুল হক, সুনামগঞ্জ-৩ মোহাম্মদ কয়সর আহমদ এবং সুনামগঞ্জ-৫ আসনে ধানের শীষ প্রতীকে লড়াই করবেন কলিম উদ্দীন মিলন। আর সুনামগঞ্জ-২ ও ৪ আসনের প্রার্থী পরে ঘোষণা করা হবে।
মৌলভীবাজার
মৌলভীবাজার-১ আসনে নাসির উদ্দিন আহমেদ মীঠু, মৌলভীবাজার-২ সওকত হোসেন সকু, মৌলভীবাজার-৩ নাসের রহমান এবং মৌলভীবাজার-৪ আসনে ধানের শীষ প্রতীকে লড়াই করবেন মজিবর রহমান চৌধুরী।
হবিগঞ্জ
হবিগঞ্জ-২ আসনে আবু মনসুর সাখাওয়াত হোসেন জীবন, হবিগঞ্জ-৩ আলহাজ জি কে গাউস এবং হবিগঞ্জ-৪ আসনে ধানের শীষ প্রতীকে লড়াই করবেন এম এম ফয়সাল। হবিগঞ্জ-১ আসনের প্রার্থী পরে ঘোষণা করা হবে।
সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ২৩৭ আসনের সম্ভাব্য প্রার্থী তালিকা দেওয়া হচ্ছে। আর যেসব আসনে যুগপৎ আন্দোলন সঙ্গীদের প্রার্থী তালিকা ঘোষণা করা হবে, সেটি বিএনপি সমন্বয় করে নেবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু ও ডা. এজেডএম জাহিদ হোসেন।
মন্তব্য করুন