বগুড়া ব্যুরো
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৫, ০২:০১ এএম
আপডেট : ০৪ নভেম্বর ২০২৫, ১১:০৩ এএম
অনলাইন সংস্করণ

বগুড়ায় খালেদা জিয়া ও তারেক রহমান প্রার্থী হওয়ায় আনন্দ মিছিল

বগুড়ায় শহরে আনন্দ মিছিল করে বিএনপির নেতাকর্মীরা। ছবি : কালবেলা
বগুড়ায় শহরে আনন্দ মিছিল করে বিএনপির নেতাকর্মীরা। ছবি : কালবেলা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দীর্ঘ ১৭ বছর পর বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্রার্থী হচ্ছেন। তিনি এবার বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসন থেকে নির্বাচনে অংশ নেবেন। এর আগে তিনি বগুড়া-৬ সদর থেকেও নির্বাচন করতেন। কিন্তু সেই আসন তার ছেলে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ছেড়ে দিয়েছেন। এজন্য এবার বগুড়া-৬ (সদর) আসনে নির্বাচন করছেন তারেক রহমান।

বিএনপির এই শীর্ষ নেতারা বগুড়া থেকে নির্বাচন করার সংবাদ ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে বগুড়ায় নেতাকর্মীদের মধ্যে আনন্দের ঢেউ বইছে।

সন্ধ্যায় এই সংবাদ ঘোষণা হওয়ার পর পরই দলীয় নেতাকর্মীরা শহরের নবাববাড়ি সড়কের দলীয় কার্যালয়ে সমবেত হতে থাকে। তারা শুকরিয়া আদায় করেন। নেতাকর্মীরা আনন্দে একে অন্যকে জড়িয়ে ধরে আনন্দ প্রকাশ করেন। এমনকি কোলাকুলিও করেন তারা।

রাতে দলীয় কার্যালয়ের সামনে থেকে শহরে আনন্দ মিছিল বের হয়। দলীয় নেতাকর্মী ছাড়াও শত শত সাধারণ মানুষ আনন্দ মিছিলে যোগ দেন। আনন্দ মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, জয়নাল আবেদীন চাঁন, আলী আজগর তালুকদার হেনা, সহিদ উন নবী সালাম, কেএম খায়রুল বাশার প্রমুখ।

আরও পড়ুন : ফরিদপুর-৩ আসন পুনরুদ্ধারে লড়বেন বিএনপির নায়াব ইউসুফ

এ ছাড়াও বগুড়ার অন্য সংসদীয় আসন থেকে যারা বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছেন তারা হলেন— বগুড়া-১ আসনে আলহাজ কাজী রফিকুল ইসলাম, বগুড়া-৩ আসনে আব্দুল মহিত তালুকদার, বগুড়া-৪ আসনে আলহাজ মোশারফ হোসেন, বগুড়া-৫ আসনে গোলাম মোহাম্মাদ সিরাজ।

এদিকে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান বগুড়া থেকে নির্বাচন করছেন এমন সংবাদের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ মোশারফ হোসেন বলেন, তিনি অত্যন্ত খুশি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই প্রথম বগুড়া সদর আসন থেকে নির্বাচন করছেন এটি বগুড়াবাসীর জন্য বড় পাওয়া।

তিনি বলেন, বেগম খালেদা জিয়া ইতঃপূর্বে বগুড়া থেকে সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলেন। এবারও এই দুই প্রার্থী দেশের মধ্যে সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হবেন। তিনি নিজেও প্রার্থী হয়ে যত না খুশি হয়েছেন, তার চেয়ে বেশি খুশি বগুড়া থেকে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান নির্বাচন করায়।

আরও পড়ুন : সহকর্মীকে আপত্তিকর মন্তব্যের দায়ে নিউরোসার্জনকে অব্যাহতি

বগুড়া জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম অনুভূতি ব্যক্ত করতে গিয়ে প্রথমেই আল্লাহর শুকরিয়া আদায় করে বলেন, দীর্ঘদিন পর বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বগুড়া-৭ আসন থেকে নির্বাচন করছেন। এর আগে বগুড়া-৬ আসনে বগুড়াবাসী তাকে ২ লাখ ২৭ হাজারের বেশি ভোট দিয়ে বিজয়ী করেছিলেন। এবার সদর আসনে তারেক রহমান তার চেয়ে বেশি ভোট পাবেন ইনশাল্লাহ।

তিনি বলেন, বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান বগুড়া থেকে নির্বাচন করছেন এটা বগুড়াবাসীর জন্য অনেক ভাগ্যের ব্যাপার। যেহেতু তারা বগুড়া থেকে প্রার্থী হয়েছেন আমাদের নেতাকর্মী এবং বগুড়াবাসীর কর্তব্য হলো তাদেরকে সর্বোচ্চ ভোটে বিজয়ী করা। এখন থেকেই নেতাকর্মী নির্বাচনী কাজে নেমে পড়বেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা, বাড়ছে শীতের তীব্রতা

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ইন্ট্রা ইউনিভার্সিটি সাইবার সিকিউরিটি হ্যাকাথন অনুষ্ঠিত

খেলাপি ঋণের চাপে আক্রান্ত অর্থনীতি, ঘুরে দাঁড়ানোর উপায় কী?

ভারতে বাংলাদেশ হাইকমিশনে হামলার চেষ্টা, দিল্লিকে যে প্রশ্ন করল ঢাকা

ফেনী-১ আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

আগেও দেশকে রক্ষা করেছে বিএনপি, এবারও করবে : তারেক রহমান

পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে জাবারাং ভূমিকা পালন করতে পারে : আনোয়ার

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেলেন ৫৩৮৪ গ্র্যাজুয়েট

দিপুকে পূর্বশত্রুতার জেরে নৃশংসভাবে হত্যা!

তারেক রহমানের ফেরার দিন উপলক্ষে মা‌র্কিন দূতাবাসের নির্দেশনা

১০

গাজা ইস্যুতে ইসরায়েলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুরস্কের

১১

চট্টগ্রামে সিএনজি ‘চালকদের হামলায়’ ২ পুলিশ আহত

১২

মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

১৩

দেশসেরা ব্র্যান্ডগুলোকে সম্মাননা দিল বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম

১৪

হাদি হত্যা / ফয়সাল সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য নেই : অতিরিক্ত আইজিপি

১৫

যবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি রুহুল, সম্পাদক সাদী

১৬

আরও ৬ কোটি ডলার কিনল কেন্দ্রীয় ব্যাংক

১৭

নরসিংদীতে গ্রামীণ কল্যাণের উদ্যোগে ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত

১৮

মব সহিংসতার প্রতিবাদে ঢাবির জগন্নাথ হল শিক্ষার্থীদের মৌন মিছিল

১৯

দীপু দাসের আত্মার শান্তি কামনায় সারা দেশে বিশেষ প্রার্থনা

২০
X