কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৫, ০৮:৩২ এএম
অনলাইন সংস্করণ

নির্বাচনে চূড়ান্ত প্রার্থী ঘোষণা প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির

বিমানবন্দরে আয়োজিত এক সংক্ষিপ্ত প্রেস ব্রিফিং করছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। ছবি : সংগৃহীত
বিমানবন্দরে আয়োজিত এক সংক্ষিপ্ত প্রেস ব্রিফিং করছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। ছবি : সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চূড়ান্ত প্রার্থী ঘোষণা প্রসঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান জানিয়েছেন, সময়মতো আমরা চূড়ান্ত তালিকা জানিয়ে দেব।

মঙ্গলবার (৪ নভেম্বর) বিদেশ সফর শেষে দেশে ফিরে সকাল ৬টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আয়োজিত এক সংক্ষিপ্ত প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

বিএনপি সোমবার (৩ নভেম্বর) দলীয় মনোনয়ন ঘোষণা করেছেন, জামায়াত কবে করবে? এমন প্রশ্নের উত্তরে জামায়াত আমির বলেন, বিএনপি যেটা করেছে সেটিও শুনলাম চূড়ান্ত নয়। ২৩৭টা আসনে তারা মনোনয়ন তালিকা প্রকাশ করেছেন, তবে সেটি চূড়ান্ত নয় বলেছেন। এর মধ্যেও পরিবর্তন হতে পারে।

জামায়াতের মনোনয়ন প্রসঙ্গে তিনি বলেন, এক বছর আগে আমরা আঞ্চলিকভাবে তালিকা জানিয়ে দিয়েছি। আমরা চূড়ান্ত তালিকা সময়মতো জানিয়ে দেব।

তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী একা নির্বাচন করবে না, দেশ ও জাতির স্বার্থে আরও অনেককে আমরা ধারণ করব। সবদিক বিবেচনা করে যথাসময়ে জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী মনোনয়নের চূড়ান্ত তালিকা জানিয়ে দেওয়া হবে।

আবারও আমির নির্বাচিত হওয়া প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, আমির হিসেবে আমি নির্বাচিত হইনি বরং আমার সহকর্মীরা আমার ওপর একটি দায়িত্ব অর্পণ করেছেন। বিদেশে যেখানেই গিয়েছি দেশ ও দেশের স্বার্থের কথা বলেছি। যত জায়গায় গিয়েছি, সব জায়গায় প্রশংসা পেয়েছি।

প্রবাসীদের ভোটার তালিকা নিয়ে জামায়াত আমির বলেন, সরকার ও নির্বাচন কমিশনকে ধন্যবাদ, এবারই প্রথম প্রবাসীদের ভোটার তালিকায় ব্যাপকভিত্তিক সম্পৃক্ত করার উদ্যোগ নিয়েছেন। তবে কিছু সমস্যা রয়ে গেছে। অক্টোবরের ৩০ তারিখ পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছিল। যে সফটওয়্যার ইনস্টল করা হয়েছিল তা কাজ করেনি প্রপারলি। সংগত কারণে অনেকে আগ্রহ ও চেষ্টা সত্ত্বেও ভোটার হতে পারেননি।’

নির্বাচন কমিশনের কাছে দাবি জানিয়ে তিনি আরও বলেন, কমপক্ষে আরও ১৫ দিন সময় বাড়িয়ে দেওয়া হোক। যে জটিলতাগুলো আছে তা সহজ করা হোক। যেসব শর্ত জুড়ে দেওয়া হয়েছে তা শিথিল করা হোক। একজন নাগরিকের প্রমাণের জন্য তার এনআইডি যথেষ্ট। পাশাপাশি যদি একটা ভ্যালিড পাসপোর্ট থাকে তাহলে তো আর কিছুর প্রয়োজন হয় না। এগুলো সহজ করার আহ্বান জানাচ্ছি।

তিনি বলেন, জাতীয় সংসদসহ সরকার পরিচালনা, দেশ গঠনে পিআর সিস্টেমেই প্রবাসীরা অংশগ্রহণ করবেন। হয়তো সময় লাগবে, তবে এটা নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। এটা আমাদের স্বপ্ন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বর্তমান সরকার দুটি দলের ওপর ভর করে টিকে আছে : মির্জা আব্বাস 

প্রার্থী তালিকায় ইশরাক, যা বললেন নুসরাত

এই নির্বাচন হয়তো আমার শেষ নির্বাচন : মির্জা ফখরুল

বিশ্ববাজারে স্বর্ণের দাম কত নামল?

চলতি মাসেই ক্রিকেটে মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান

সাতক্ষীরায় মহাসড়ক অবরোধ, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ

এসব অভ্যাস অফিসে আপনাকে আরও স্মার্ট করে তুলবে

রাজনৈতিক দলের নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা : স্বরাষ্ট্র উপদেষ্টা

আগামী সপ্তাহে শেখ হাসিনার বিচারের রায় হবে : মাহফুজ আলম

ফেডারেশন কাপে দলগত ইভেন্টে চ্যাম্পিয়ন সেনাবাহিনী

১০

দুই বাসের সংঘর্ষে নিহত ৩, বহু হতাহতের শঙ্কা

১১

মাজার জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিক প্রচারে ইলিয়াসপত্নী লুনা

১২

আন্তর্জাতিক সালিশে যাচ্ছে বাংলাদেশ ও আদানি গ্রুপ

১৩

লন্ডন ব্রিজের সামনে একা বসে অপু বিশ্বাস

১৪

রসাটমের ‘গ্লোবাল অ্যাটমিক কুইজ’ বিজয়ীদের রাশিয়া ভ্রমণের সুযোগ

১৫

স্ত্রীকে ক্ষমা করে দিতে বলেছিলেন মাহমুদউল্লাহ

১৬

মারা গেলেন হলিউড অভিনেত্রী ডায়ান ল্যাড

১৭

মির্জা ফখরুলের সঙ্গে মিশর রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৮

নির্বাচনে সমভোট পেলে হবে পুনঃভোট, আরও যেসব পরিবর্তন এলো আরপিওতে

১৯

শীতের শুরুতেই চামড়া শুকিয়ে রুক্ষ হওয়া থেকে রক্ষা করুন নিজেকে

২০
X