ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব লিটন মাহমুদ বলেছেন, সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবিতে বিএনপির নেতৃত্বে আন্দোলন চলছে। আন্দোলনের অংশ হিসেবে দলের পক্ষ থেকে ১৫ দিনের লাগাতার কর্মসূচি ঘোষণা করা হয়েছে। যে কোনো মূল্যে ঢাকায় আগামী ২২ তারিখের সমাবেশ সফল করতে হবে। এ সময় তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সমাবেশ সফল করতে মাঠে থাকার নির্দেশনা দেন।
আজ সোমবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর নয়াপল্টনস্থ ভাসানী ভবন মিলনায়তনে এক যৌথ সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে নেতাকর্মীদের প্রতি এ নির্দেশনা দেন লিটন মাহমুদ।
আগামী ২২ সেপ্টেম্বর যাত্রাবাড়ীতে অনুষ্ঠেয় বিএনপির সমাবেশ সফলের লক্ষ্যে দলের ঢাকা মহানগর দক্ষিণ শাখার উদ্যোগে এই সমন্বয় সভা হয়।
দক্ষিণের অধীন শ্যামপুর থানা বিএনপির সিনিয়র সহসভাপতি মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন- কদমতলী থানা বিএনপির নেতা ও স্বেচ্ছাসেবক দলের সাবেক কেন্দ্রীয় সদস্য মো. তরিকুল ইসলাম পলাশ, মহানগর দক্ষিণ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাজু আহমেদ, দক্ষিণ শ্রমিক দলের সদস্য সেলিম গফুর, শ্যামপুর থানা বিএনপির নেতা সানাউল্লাহ সানু, গোলাম মোস্তফা, ৪৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি নুরুল ইসলাম, ৫১নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইমতিয়াজ আহমেদ টিপু, ৫৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শুভ শিকদার, ৫১নং ওয়ার্ড বিএনপি নেতা মীর্জা আব্দুল খালেক লিটন, ৪৭নং ওয়ার্ড বিএনপির সাবেক সদস্য সচিব এস এম মুরাদ (মামুন), ৫৪নং ওয়ার্ড বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি মো. নজরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আজিজ মুন্সী স্বপন, শামীম রেজা, শামীম আহমেদ, দক্ষিণ ছাত্রদলের সাবেক সহসভাপতি শেখ ওহিদুজ্জামান রিপন, সাবেক যুগ্ম সম্পাদক ওমর ফারুক মিয়া, রাকিব তানভীর, কদমতলী থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মতিউর রহমান দিলু, যুগ্ম আহ্বায়ক রাজন মিয়া, মো. রাকিব উল্লাহ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইমরান, দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শাহীন রহমান শুভ, আলীয়া মাদ্রাসার ছাত্রদল নেতা শামীমসহ বিভিন্ন ওয়ার্ড যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও শ্রমিক দলের নেতাকর্মী।
সভা শেষে শারীরিকভাবে অসুস্থ ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক আ.ন.ম সাইফুল ইসলামের সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
মন্তব্য করুন