কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৫, ০৪:৩৬ পিএম
আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৫, ০৪:৫২ পিএম
অনলাইন সংস্করণ

শনাক্ত ব্যক্তি ও সাদিক কায়েম এক টেবিলে চা খাচ্ছেন, এর বিচার কে করবে : রিজভী 

অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। ছবি : সংগৃহীত
অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। ছবি : সংগৃহীত

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ওসমান হাদির ওপর হামলাটি ছিল সুপরিকল্পিত ও উদ্দেশ্যপ্রণোদিত। তিনি প্রশ্ন তুলে বলেন, এ ঘটনায় শনাক্ত ব্যক্তি যখন ছাত্রলীগের নেতা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি সাদিক কায়েমের সঙ্গে একই টেবিলে চা খান, তখন এর বিচার কে করবে?

শনিবার (১৩ ডিসেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ওসমান হাদির ওপর হামলা এবং চট্টগ্রামে বিএনপি মনোনীত প্রার্থী ও চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহর ওপর হামলার প্রতিবাদে আয়োজিত মিছিল ও পূর্ববর্তী প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ঘটনার এক–দুই ঘণ্টার মধ্যেই ফেসবুকে একটি পোস্ট দেওয়া হয়, যেখানে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে ‘গ্যাংস্টার’সহ বিভিন্ন কুরুচিপূর্ণ ভাষায় আক্রমণ করা হয়। তদন্ত শেষ হওয়ার আগেই এমন পোস্ট দেওয়ার উদ্দেশ্য কী- সে প্রশ্ন তোলেন তিনি।

তিনি বলেন, এই এলাকায় অন্য রাজনৈতিক দলের অনেক প্রভাবশালী নেতা বসবাস করেন- শান্তিনগর, শাহজাহানপুর ও খিলগাঁও এলাকায়। কিন্তু তারা কখনো কেন এ ধরনের ঘটনার শিকার হন না, সেটিও প্রশ্নবিদ্ধ।

ওসমান হাদিকে দেশের শত্রুদের বিরুদ্ধে সাহসী ও সোচ্চার নেতা হিসেবে উল্লেখ করে রিজভী প্রশ্ন তোলেন, তিনি কি কখনো মির্জা আব্বাসের বিরুদ্ধে কোনো বক্তব্য দিয়েছেন? তাহলে কেন বলা হচ্ছে তিনি নাকি তাকে বিরক্ত করছিলেন? তিনি বলেন, এটি কি ‘ঠাকুর ঘরে কে রে আমি কলা খাইনি’ ধরনের অবস্থার শামিল নয়?

একজন ছাত্রনেতার ফেসবুক পোস্টের সমালোচনা করে রিজভী বলেন, আপনি তো সবে বিশ্ববিদ্যালয় জীবন শেষ করেছেন, আর আমরা আপনার চেয়ে ৩৬ বছর আগেই ছাত্ররাজনীতি করেছি। তখনও আমরা কখনো অন্য দলের কোনো সিনিয়র নেতার বিরুদ্ধে এভাবে কটূক্তি করিনি।

মির্জা আব্বাস সম্পর্কে তিনি বলেন, প্রায় ৫০ বছরের রাজনৈতিক জীবনে কখনো কেউ অভিযোগ তুলতে পারেনি যে তিনি কাউকে মারধর করেছেন। বরং অসুস্থ মানুষদের সহায়তায় তিনি সবসময় পাশে দাঁড়িয়েছেন। এমন একজন মানুষ হঠাৎ করে কোনো তরুণ প্রার্থীকে আঘাত করবেন- এটা বিশ্বাসযোগ্য নয়।

হাদির ঘটনায় শনাক্ত ব্যক্তি যে ছাত্রলীগের নেতা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ভিপির সঙ্গে একই টেবিলে চা খাচ্ছেন- এ কথা উল্লেখ করে রিজভী বলেন, এই সংগঠনের ইতিহাস সবার জানা। ১৯৭১ সালে ৩০ লাখ মানুষ হত্যাকাণ্ড ও ২ লাখ মা-বোনের ইজ্জতহানির পরও যাদের বিবেক জাগেনি, তারা যে কোনো অপরাধে জড়াতে পারে।

তিনি বলেন, এখন দিনের আলোতেই সবকিছু স্পষ্ট হয়ে উঠছে। জনগণ যেমন প্রকৃত চেহারা চিনে ফেলেছে, তেমনি প্রশাসনও তা বুঝতে পারছে। এ ঘটনায় দৃষ্টান্তমূলক তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।

হাদির ওপর হামলার প্রতিবাদে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে পালনের জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান রিজভী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ চালু করা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা 

এনসিপি নেতাকে বাঁচাতে গিয়ে ৩ পুলিশ কর্মকর্তা আহত

হাসপাতালে ওসমান হাদি কেমন আছেন, জানাল ইনকিলাব মঞ্চ

আশীর্বাদের নামে অভিনেত্রীর ব্লাউজের ভেতরে হাত! পলাতক পুরোহিত

ইমিগ্রেশনের সময় যে ৭ কথা বললেই মহাবিপদ

মেসির কাছে ক্ষমা চাইলেন মমতা

হাদিকে গুলি করে আ.লীগ পুনর্বাসন হবে না : রাশেদ প্রধান

রেললাইনে পড়ে ছিল অজ্ঞাত যুবকের ছিন্নভিন্ন মরদেহ

চলন্ত রিকশা থেকে ছিনতাই, ইডেনের শিক্ষার্থী আহত

শোবিজ ছেড়ে প্রবাসে কি করছেন মোনালিসা

১০

রাশিয়া থেকে ফেরা সেনাদের বীর আখ্যা কিমের

১১

নেতাকর্মীদের চোখ-কান খোলা রাখার আহ্বান আমীর খসরুর

১২

সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান তারেক রহমানের

১৩

হাদিকে গুলি : ফয়সালের বাড়িতে থাকেন না পরিবারের কেউ

১৪

টানা ৩০ দিন উপুড় হয়ে ঘুমালে শরীরে কী ঘটে, জানালেন বিশেষজ্ঞ

১৫

ইরানগামী কার্গো জাহাজে মার্কিন সেনাদের অভিযান

১৬

আব্রামের স্বপ্ন পূরণে মেসির সঙ্গে শাহরুখের সেলফি

১৭

গোপনে সন্ত্রাসী ছোট সাজ্জাদ ও তার স্ত্রী তামান্নার জামিন

১৮

ঘুম কম হলে কি শুক্রাণুর মান কমে যায়? যা বলছে গবেষণা

১৯

রিজভীকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বললেন ভিপি সাদিক কায়েম

২০
X