

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ত্রয়োদশ সংসদ নির্বাচনের তপশিল ঘোষণার পর বিভিন্ন দলের মনোনীত প্রার্থীরা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন।
সোমবার (১৫ ডিসেম্বর) ৬টি এবং বুধবার (১৭ ডিসেম্বর) ৫১টিসহ মোট ৫৭টি মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে বলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
নির্বাচন কমিশনের তপশিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৯ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই চলবে ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২১ জানুয়ারি। নির্বাচনী প্রচার ২২ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত।
উল্লেখ্য, আসন্ন নির্বাচনের জন্য তপশিল ঘোষণার আগেই বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দল প্রার্থীদের নাম ঘোষণা করেছে।
মন্তব্য করুন