

যুব এশিয়া কাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে পরাজিত করে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সেমি-ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ফলে ফাইনালে ওঠার পথে শেষ চারে তাদের সামনে দাঁড়াচ্ছে পাকিস্তান।
বুধবার দুবাইয়ের আইসিসি একাডেমি মাঠে অনুষ্ঠিত ম্যাচে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলকে ৩৯ রানে হারায় বাংলাদেশ। টস হেরে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশ ২২৫ রানেই অলআউট হয়ে যায়। জবাবে শ্রীলঙ্কা গুটিয়ে যায় ১৮৬ রানে।
এই জয়ে বি গ্রুপে তিন ম্যাচেই জয় তুলে নিয়ে শীর্ষস্থান নিশ্চিত করে বাংলাদেশ। অন্যদিকে অপর গ্রুপে সব ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে ভারত। দুটি জয় নিয়ে সেই গ্রুপের রানার্স-আপ হওয়ায় পাকিস্তান এখন সেমি-ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ।
ব্যাট হাতে শুরুটা আশাব্যঞ্জক ছিল বাংলাদেশের। ওপেনার জাওয়াদ আবরার আগ্রাসী ব্যাটিংয়ে আবারও নজর কাড়েন। চারটি চার ও চারটি ছক্কার সাহায্যে ৩৬ বলে করেন ৪৯ রান, তবে অল্পের জন্য ফিফটি মিস করেন তিনি। আরেক ওপেনার রিফাত বেগ ৪৮ বলে ৩৬ রান যোগ করেন।
মাঝের দিকে আজিজুল হাকিম তামিম ৪৮ বলে ২৯ রান এবং কালাম সিদ্দিকি এলিন ৬০ বলে ৩২ রান করেন। তবে নিচের দিকে বড় কোনো ইনিংস না আসায় প্রত্যাশিত সংগ্রহ পায়নি বাংলাদেশ।
শ্রীলঙ্কার হয়ে বল হাতে দুর্দান্ত ছিলেন কাভিজা গামাগে। মাত্র ৩৮ রান দিয়ে ৪টি উইকেট নেন তিনি। এছাড়া রসিথ নিমসারা ও বিরেন চামুদিথা শিকার করেন দুটি করে উইকেট।
রান তাড়া করতে নেমে শুরু থেকেই চাপের মুখে পড়ে শ্রীলঙ্কা। পঞ্চাশ রানের আগেই চার ব্যাটার হারিয়ে বসে তারা। পরে চামিকা হিনাটিগালা ৪১ এবং আদাম হিল্মি ৩৯ রানের ইনিংস খেললেও ম্যাচে ফিরতে পারেনি লঙ্কানরা।
বাংলাদেশের বোলিং আক্রমণে সামনে থেকে নেতৃত্ব দেন ইকবাল হোসেন ইমন ও শাহরিয়া আহমেদ। দুজনেই তিনটি করে উইকেট নেন। সামিউন বশির রাতুল যোগ করেন দুটি উইকেট।
আগামী শুক্রবার দুবাইয়ের দ্য সেভেন্স স্টেডিয়ামে সেমি-ফাইনালে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ফাইনালে ওঠার লক্ষ্যে এটি হতে যাচ্ছে টুর্নামেন্টের অন্যতম গুরুত্বপূর্ণ লড়াই।
মন্তব্য করুন