

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ২০২৬ মৌসুম সামনে রেখে শক্তিশালী স্কোয়াড গঠনে বড় সিদ্ধান্ত নিয়েছে রংপুর রাইডার্স। আসন্ন আসরের জন্য বিদেশি খেলোয়াড় ক্যাটাগরি থেকে সরাসরি চুক্তিতে ছয়জন আন্তর্জাতিক মানের ক্রিকেটারকে দলে অন্তর্ভুক্ত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।
এক আনুষ্ঠানিক ঘোষণায় রংপুর রাইডার্স কর্তৃপক্ষ জানিয়েছে, দলকে আরও ভারসাম্যপূর্ণ ও প্রতিদ্বন্দ্বিতামূলক করে তুলতেই এই অভিজ্ঞ বিদেশি ক্রিকেটারদের সঙ্গে আগাম চুক্তি সম্পন্ন করা হয়েছে।
চুক্তিবদ্ধ ছয় বিদেশি ক্রিকেটারের মধ্যে পাকিস্তানের চারজন, একজন ইংল্যান্ডের এবং একজন ওয়েস্ট ইন্ডিজের। সরাসরি চুক্তিতে রংপুর রাইডার্সে যোগ দিচ্ছেন— ইংল্যান্ডের ডেভিড মালান, ওয়েস্ট ইন্ডিজের কাইল মায়ার্স এবং পাকিস্তানের খুশদিল শাহ, ইফতিখার আহমেদ, ফাহিম আশরাফ ও আকিফ জাভেদ।
ফ্র্যাঞ্চাইজির বিশ্বাস, এই ক্রিকেটারদের অন্তর্ভুক্তিতে দলের ব্যাটিং গভীরতা ও অলরাউন্ড সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়বে। বিশেষ করে টি-টোয়েন্টি ফরম্যাটে অভিজ্ঞতা ও ম্যাচ জেতানোর সামর্থ্য দলকে শিরোপার দৌড়ে এগিয়ে রাখবে বলে মনে করছে রংপুর।
কর্তৃপক্ষ আরও আশা প্রকাশ করেছে, নতুন বিদেশি তারকারা মাঠে নিজেদের সেরাটা তুলে ধরবেন এবং বিপিএল ২০২৬-এ রংপুর রাইডার্সের সমর্থকদের উপহার দেবেন উপভোগ্য ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট।
মন্তব্য করুন