

আইপিএল ২০২৬ মৌসুমের নিলামে সবচেয়ে আলোচিত নাম ছিল ক্যামেরন গ্রিন। অস্ট্রেলিয়ান অলরাউন্ডারকে দলে টানতে ২৫ কোটি ২০ লাখ রুপি খরচ করেছে কলকাতা নাইট রাইডার্স, যা তাকে আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি বিদেশি ক্রিকেটারে পরিণত করেছে। তবে বিসিসিআইয়ের নিয়মের কারণে গ্রিনের প্রকৃত পারিশ্রমিক কমে যাচ্ছে উল্লেখযোগ্য অঙ্কে। তবে কমার পরও কলকাতার সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া ক্রিকেটার হচ্ছেন তিনি। এই তালিকায় অবশ্য উপরের সারিতেই আছেন বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমান।
বিসিসিআই আগেই স্পষ্ট করেছিল, কোনো বিদেশি ক্রিকেটারের পারিশ্রমিক ১৮ কোটি রুপির বেশি দেওয়া যাবে না—নিলামে দর যতই উঠুক না কেন। সেই নিয়ম অনুযায়ী গ্রিনের নিলাম মূল্য ২৫ কোটি ২০ লাখ হলেও তিনি হাতে পাচ্ছেন সর্বোচ্চ অনুমোদিত ১৮ কোটি রুপি। অতিরিক্ত ৭ কোটি ২০ লাখ রুপি বোর্ডের ক্রিকেটার কল্যাণ তহবিলে জমা হবে।
একই পরিমাণ পারিশ্রমিক পাচ্ছেন শ্রীলঙ্কান পেসার মাথিশা পাথিরানাও। নিলামে তার দাম ছিল ঠিক ১৮ কোটি রুপি, যা নিয়মের সীমার মধ্যেই রয়েছে।
বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমান পেয়েছেন ৯ কোটি ২০ লাখ রুপি। এই অঙ্কে তিনি কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াডে ষষ্ঠ সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত ক্রিকেটার। নিলামের বাইরে আগেই বড় অঙ্কে ধরে রাখা হয়েছে রিঙ্কু সিং, বরুণ চক্রবর্তী ও সুনীল নারিনকে, ফলে অভিজ্ঞ ও নির্ভরযোগ্য ক্রিকেটারদের পারিশ্রমিক তালিকায় ভারসাম্য রেখেছে ফ্র্যাঞ্চাইজিটি।
এক নজরে আইপিএল ২০২৬-এ কলকাতা নাইট রাইডার্সের ২৫ ক্রিকেটারের পারিশ্রমিক
| ক্রমিক | খেলোয়াড় | পারিশ্রমিক |
|---|---|---|
| ১ | ক্যামেরন গ্রিন | ১৮ কোটি (নিলাম মূল্য ২৫.২০ কোটি) |
| ২ | মাথিশা পাথিরানা | ১৮ কোটি |
| ৩ | রিঙ্কু সিং | ১৩ কোটি |
| ৪ | সুনীল নারিন | ১২ কোটি |
| ৫ | বরুণ চক্রবর্তী | ১২ কোটি |
| ৬ | মোস্তাফিজুর রহমান | ৯ কোটি ২০ লাখ |
| ৭ | হার্শিত রানা | ৪ কোটি |
| ৮ | রামানদীপ সিং | ৪ কোটি |
| ৯ | তেজস্বী দাহিয়া | ৩ কোটি |
| ১০ | অঙ্কৃশ রঘুবংশী | ৩ কোটি |
| ১১ | রাচিন রবীন্দ্র | ২ কোটি |
| ১২ | ফিন অ্যালেন | ২ কোটি |
| ১৩ | বৈভব অরোরা | ১ কোটি ৮০ লাখ |
| ১৪ | রভম্যান পাওয়েল | ১ কোটি ৫০ লাখ |
| ১৫ | টিম সেইফার্ট | ১ কোটি ৫০ লাখ |
| ১৬ | আজিঙ্কা রাহানে | ১ কোটি ৫০ লাখ |
| ১৭ | আকাশ দীপ | ১ কোটি |
| ১৮ | রাহুল ত্রিপাঠি | ৭৫ লাখ |
| ১৯ | মনিশ পান্ডে | ৭৫ লাখ |
| ২০ | উমরান মালিক | ৭৫ লাখ |
| ২১ | অনুকুল রায় | ৪০ লাখ |
| ২২ | সার্থক রঞ্জন | ৩০ লাখ |
| ২৩ | দাক্শ কামরা | ৩০ লাখ |
| ২৪ | প্রশান্ত সোলানকি | ৩০ লাখ |
| ২৫ | কার্তিক ত্যাগী | ৩০ লাখ |
আইপিএলের ১৯তম আসর শুরু হবে ২০২৬ সালের ২৬ মার্চ। ১০ দলের এই জমজমাট টুর্নামেন্টের পর্দা নামবে ৩১ মে। কলকাতার স্কোয়াডে বড় নামের সঙ্গে অভিজ্ঞ ও তরুণদের মিশেলে শক্ত একটি দল গড়ে তুলেছে ফ্র্যাঞ্চাইজিটি—যেখানে গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবেন মোস্তাফিজুর রহমানও।
মন্তব্য করুন