

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-১৮ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দলের নেতাকর্মীরা।
রোববার (২১ ডিসেম্বর ২০২৫) থানা নির্বাচন কমিশন কার্যালয় থেকে এ মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।
এসময় ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম-আহ্বায়ক ও টিম প্রধান মো. আক্তার হোসেন, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি ও খুলনা বিভাগীয় টিম প্রধান আলহাজ্বজ মো. জামির হোসেন, আহ্বায়ক কমিটির সদস্য মো. আলি আকবর আলী, আব্দুল সালাম সরকার, মো. রফিকুর ইসলাম খান, বৃহত্তর উত্তরা থানার বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. শাহাবুদ্দিন সাগর, উত্তরা পূর্ব থানা বিএনপি আহ্বায়ক মো. শাহ আলমসহ নেতারা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন