চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৫, ০৯:১৩ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে পোস্টাল ভোটে ৪৭ হাজারের বেশি প্রবাসী

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগে চট্টগ্রামের প্রবাসী বাংলাদেশিদের আগ্রহ বাড়ছে। নির্বাচন কমিশনের (ইসি) তথ্য অনুযায়ী, চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনে এখন পর্যন্ত মোট ৪৭ হাজার ৩৪৭ জন প্রবাসী ভোটার পোস্টাল ব্যালটের জন্য নিবন্ধন সম্পন্ন করেছেন।

রোববার (২১ ডিসেম্বর) দুপুর ১টা পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রবাসীরা নির্বাচন কমিশনের চালু করা ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে এসব নিবন্ধন করেন বলে নিশ্চিত করেছে নির্বাচন কমিশন সংশ্লিষ্ট সূত্র। নিবন্ধিত ভোটারদের মধ্যে পুরুষ ভোটার ৪৪ হাজার ৭৮৬ জন এবং নারী ভোটার ২ হাজার ৫৬০ জন। এর মধ্যে যাচাই-বাছাই শেষে এখন পর্যন্ত ৩৮ হাজার ৭৬৯ জন ভোটারের আবেদন অনুমোদন দেওয়া হয়েছে এবং ৮ হাজার ৫৭৮ জন ভোটারের আবেদন যাচাই প্রক্রিয়াধীন রয়েছে।

নির্বাচন কমিশন সূত্র জানায়, আবেদন যাচাইয়ের কাজ চলমান রয়েছে এবং প্রয়োজনীয় কাগজপত্র ও তথ্য সঠিক থাকলে বাকি আবেদনগুলোও দ্রুত সময়ের মধ্যে অনুমোদন দেওয়া হবে।

ইসির পরিসংখ্যান অনুযায়ী, চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনের মধ্যে চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে পোস্টাল ভোটারের সংখ্যা সবচেয়ে বেশি। এ আসনে নিবন্ধিত প্রবাসী ভোটার ৮ হাজার ৮০ জন, যার মধ্যে নারী ভোটার ১৪৪ জন এবং পুরুষ ভোটার ৭ হাজার ৯৩৬ জন।

এর পরেই রয়েছে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসন, যেখানে পোস্টাল ভোটার নিবন্ধন করেছেন ৪ হাজার ৯০ জন প্রবাসী। তৃতীয় অবস্থানে রয়েছে চট্টগ্রাম-৫ (হাটহাজারী ও নগরের অংশ) আসন, যেখানে নিবন্ধিত ভোটারের সংখ্যা ৩ হাজার ৫০৩ জন। চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে ৩ হাজার ২৬২ জন, চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে ৩ হাজার ২১৫ জন এবং চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে ২ হাজার ৯৬৬ জন প্রবাসী ভোটার পোস্টাল ব্যালটের জন্য নিবন্ধন করেছেন।

এ ছাড়া চট্টগ্রাম-১০ (খুলশী–হালিশহর) আসনে ২ হাজার ৭০৫ জন, চট্টগ্রাম-৮ (চান্দগাঁও–বোয়ালখালী) আসনে ২ হাজার ৬৯৯ জন, চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে ২ হাজার ৬৮৪ জন, চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ–সাতকানিয়া আংশিক) আসনে ২ হাজার ৬৪৮ জন এবং চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে ২ হাজার ৩৫৬ জন প্রবাসী ভোটারের নিবন্ধন সম্পন্ন হয়েছে। চট্টগ্রাম-১১ (বন্দর) আসনে ১ হাজার ৯১৪ জন, চট্টগ্রাম-৯ (কোতোয়ালী–বাকলিয়া) আসনে ১ হাজার ৭৬৫ জন এবং চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে ১ হাজার ৪০৪ জন প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন।

সবচেয়ে কম পোস্টাল ভোটার রয়েছে চট্টগ্রাম-১৩ (কর্ণফুলী–আনোয়ারা) আসনে, যেখানে নিবন্ধিত ভোটারের সংখ্যা ১ হাজার ২৬৭ জন। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী, আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত প্রবাসী ভোটাররা ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে পারবেন। পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে হলে প্রবাসী ভোটারকে অবশ্যই যে দেশ থেকে ভোট প্রদান করবেন, সেই দেশের কার্যকর মোবাইল নম্বর ব্যবহার করতে হবে।

নিবন্ধনের জন্য গুগল প্লে স্টোর অথবা অ্যাপ স্টোর থেকে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ ডাউনলোড করে প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র আপলোড করতে হচ্ছে। নির্বাচন কমিশন সংশ্লিষ্টরা বলছেন, পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদিতে এক বছরে সর্বোচ্চ মৃত্যুদণ্ড কার্যকর

আহমদ ছফার নামে সড়কের নামকরণ

সীমান্তে সাড়ে ২১ কোটি টাকার চোরাই পণ্য জব্দ

সড়কের এক কিমি যেন মরণফাঁদ, ছয় মাসে প্রাণহানি ১১

‘কোটি মানুষের বুক ভেদ করে তারেক রহমানের ক্ষতি করার শক্তি কারও নেই’

শ্রীলঙ্কায় অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি বার্তা

এক রাতে দুই পরিবারের ১০ গরু চুরি

শরিফ ওসমান হাদির কবরের পাশে চরমোনাই পীর

স্টেট ইউনিভার্সিটির সমাবর্তন / কেবল ডিগ্রি নয়, সক্ষমতা ও শৃঙ্খলাও জরুরি : আসিফ নজরুল

হিন্দুদের পাশে থাকবে বিএনপি : প্রিন্স

১০

পাঁচ মাসে রাজস্ব ঘাটতি ২৪ হাজার কোটি টাকা

১১

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থি ৬ ডিনের পদত্যাগ

১২

কারাগারে বসে মনোনয়নপত্র নিলেন জাপার সাবেক এমপি

১৩

দিনাজপুরে হিম হাওয়ায় কনকনে শীত অনুভূত

১৪

গণঅধিকার পরিষদকে যে ২ আসনে আশ্বাস দিল বিএনপি

১৫

স্বর্ণের দামে নতুন ইতিহাস

১৬

জরুরি সংবাদ সম্মেলনের ডাক ইনকিলাব মঞ্চের

১৭

১৯ দিন পর দেশে আসা প্রবাসীর লাশ রেখে পালালেন বাবা-মা-ভাই

১৮

সাতক্ষীরায় প্রথম মনোনয়নপত্র সংগ্রহ বিএনপি প্রার্থী কাজী আলাউদ্দীনের

১৯

‘বন্দর বছরে ৭২০ কোটি টাকা দিচ্ছে চাঁদাবাজদের, অথচ কর দেয় না’

২০
X