

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগে চট্টগ্রামের প্রবাসী বাংলাদেশিদের আগ্রহ বাড়ছে। নির্বাচন কমিশনের (ইসি) তথ্য অনুযায়ী, চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনে এখন পর্যন্ত মোট ৪৭ হাজার ৩৪৭ জন প্রবাসী ভোটার পোস্টাল ব্যালটের জন্য নিবন্ধন সম্পন্ন করেছেন।
রোববার (২১ ডিসেম্বর) দুপুর ১টা পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রবাসীরা নির্বাচন কমিশনের চালু করা ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে এসব নিবন্ধন করেন বলে নিশ্চিত করেছে নির্বাচন কমিশন সংশ্লিষ্ট সূত্র। নিবন্ধিত ভোটারদের মধ্যে পুরুষ ভোটার ৪৪ হাজার ৭৮৬ জন এবং নারী ভোটার ২ হাজার ৫৬০ জন। এর মধ্যে যাচাই-বাছাই শেষে এখন পর্যন্ত ৩৮ হাজার ৭৬৯ জন ভোটারের আবেদন অনুমোদন দেওয়া হয়েছে এবং ৮ হাজার ৫৭৮ জন ভোটারের আবেদন যাচাই প্রক্রিয়াধীন রয়েছে।
নির্বাচন কমিশন সূত্র জানায়, আবেদন যাচাইয়ের কাজ চলমান রয়েছে এবং প্রয়োজনীয় কাগজপত্র ও তথ্য সঠিক থাকলে বাকি আবেদনগুলোও দ্রুত সময়ের মধ্যে অনুমোদন দেওয়া হবে।
ইসির পরিসংখ্যান অনুযায়ী, চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনের মধ্যে চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে পোস্টাল ভোটারের সংখ্যা সবচেয়ে বেশি। এ আসনে নিবন্ধিত প্রবাসী ভোটার ৮ হাজার ৮০ জন, যার মধ্যে নারী ভোটার ১৪৪ জন এবং পুরুষ ভোটার ৭ হাজার ৯৩৬ জন।
এর পরেই রয়েছে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসন, যেখানে পোস্টাল ভোটার নিবন্ধন করেছেন ৪ হাজার ৯০ জন প্রবাসী। তৃতীয় অবস্থানে রয়েছে চট্টগ্রাম-৫ (হাটহাজারী ও নগরের অংশ) আসন, যেখানে নিবন্ধিত ভোটারের সংখ্যা ৩ হাজার ৫০৩ জন। চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে ৩ হাজার ২৬২ জন, চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে ৩ হাজার ২১৫ জন এবং চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে ২ হাজার ৯৬৬ জন প্রবাসী ভোটার পোস্টাল ব্যালটের জন্য নিবন্ধন করেছেন।
এ ছাড়া চট্টগ্রাম-১০ (খুলশী–হালিশহর) আসনে ২ হাজার ৭০৫ জন, চট্টগ্রাম-৮ (চান্দগাঁও–বোয়ালখালী) আসনে ২ হাজার ৬৯৯ জন, চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে ২ হাজার ৬৮৪ জন, চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ–সাতকানিয়া আংশিক) আসনে ২ হাজার ৬৪৮ জন এবং চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে ২ হাজার ৩৫৬ জন প্রবাসী ভোটারের নিবন্ধন সম্পন্ন হয়েছে। চট্টগ্রাম-১১ (বন্দর) আসনে ১ হাজার ৯১৪ জন, চট্টগ্রাম-৯ (কোতোয়ালী–বাকলিয়া) আসনে ১ হাজার ৭৬৫ জন এবং চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে ১ হাজার ৪০৪ জন প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন।
সবচেয়ে কম পোস্টাল ভোটার রয়েছে চট্টগ্রাম-১৩ (কর্ণফুলী–আনোয়ারা) আসনে, যেখানে নিবন্ধিত ভোটারের সংখ্যা ১ হাজার ২৬৭ জন। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী, আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত প্রবাসী ভোটাররা ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে পারবেন। পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে হলে প্রবাসী ভোটারকে অবশ্যই যে দেশ থেকে ভোট প্রদান করবেন, সেই দেশের কার্যকর মোবাইল নম্বর ব্যবহার করতে হবে।
নিবন্ধনের জন্য গুগল প্লে স্টোর অথবা অ্যাপ স্টোর থেকে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ ডাউনলোড করে প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র আপলোড করতে হচ্ছে। নির্বাচন কমিশন সংশ্লিষ্টরা বলছেন, পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
মন্তব্য করুন