

এক সিদ্ধান্তেই যুক্তরাষ্ট্রে ফেরা নিয়ে ঝুঁকিতে পড়েছেন ভারতীয়রা। যুক্তরাষ্ট্রে কাজের অনুমতি (ওয়ার্ক পারমিট) চেয়ে ভারতীয়দের অ্যাপয়েন্টমেন্ট আচমকা বাতিল করা হয়েছে। এ তারিখ পরিবর্তন করে কয়েক মাস পিছিয়ে দেওয়া হয়েছে। এর ফলে এ অনিশ্চয়তা তৈরি হয়েছে।
রোববার (২১ ডিসেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে কাজের আশায় থাকা শত শত ভারতীয় পেশাজীবীর মধ্যে হতাশা ও অনিশ্চয়তা বাড়ছে। চলমান H-1B ও H-4 ভিসা ইন্টারভিউয়ের দীর্ঘসূত্রতার কারণে অনেক আবেদনকারী চরম উদ্বেগের মুখে পড়েছেন। ডেকান ক্রনিকলের প্রতিবেদনে বলা হয়েছে, যেসব ইন্টারভিউ শুরুতে ২০২৬ সালের ফেব্রুয়ারি ও মার্চে নির্ধারিত ছিল, সেগুলোর অনেকটাই এখন পিছিয়ে অক্টোবর ২০২৬-এ নেওয়া হচ্ছে।
দ্য আমেরিকান বাজারের তথ্য অনুযায়ী, অভিবাসন আইনজীবীরাও এমন একাধিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন, যেখানে ২০২৬ সালের জানুয়ারির মাঝামাঝি নির্ধারিত অ্যাপয়েন্টমেন্টগুলো হঠাৎ করে ২০২৬ সালের শেষভাগে সরিয়ে দেওয়া হয়েছে। এমন পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত অনেক আবেদনকারী এখন যাদের ইন্টারভিউ ২০২৬ সালের শুরুর দিকে নির্ধারণ করা হয়েছে তাদের অ্যাপয়েন্টমেন্ট বাতিল করতে অনুরোধ জানাচ্ছেন।রিশিডিউল হওয়া কেসগুলো আগের তারিখে আনতে এমন দাবি জানিয়ে আসছেন তারা। এই কৌশল বদল আবেদনকারীদের ক্রমবর্ধমান অসন্তোষেরই প্রতিফলন।
সম্প্রতি বহু আবেদনকারীকে ডিসেম্বর ও জানুয়ারিতে নির্ধারিত ইন্টারভিউ ফেব্রুয়ারি বা মার্চে অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে। মার্কিন কর্মকর্তাদের দাবি, সোশ্যাল মিডিয়া স্ক্রিনিং প্রক্রিয়া সম্প্রসারিত হওয়ায় অতিরিক্ত সময় লাগছে, যার ফলেই এই বিলম্ব হচ্ছে।
প্রতিবেদনে বলা হয়েছে, বারবার ইন্টারভিউ বাতিল ও পেছানোর ফলে চাকরি নিয়ে অনিশ্চয়তা বেড়েছে। বিশেষ করে যারা পরিবারের কাছ থেকে দূরে রয়েছেন, তাদের মধ্যে অসহায়ত্বের অনুভূতি তীব্র হচ্ছে। এক আবেদনকারী জানান, এই অনবরত বিলম্ব ব্যক্তিগত ও পেশাগত জীবনে ‘চরম অনিশ্চয়তার ঝড়’ তৈরি করছে।
দ্য আমেরিকান বাজার-কে দেওয়া সাক্ষাৎকারে সোমিরেড্ডি ল’ গ্রুপের সহযোগী আইনজীবী সঙ্গীতা মুগুন্তন জানান, এ ধরনের বাতিল বা বিলম্বের ক্ষেত্রে আইনি প্রতিকার খুবই সীমিত। তার পরামর্শ, সম্ভব হলে নিয়োগকর্তার সঙ্গে রিমোট কাজ বা ছুটি নিয়ে আলোচনা করাই বাস্তবসম্মত উপায়। পাশাপাশি ভবিষ্যতে কাজ বা ভিসা সংক্রান্ত জটিলতা এড়াতে সব ধরনের নথিপত্র সঠিকভাবে সংরক্ষণ করার ওপরও তিনি জোর দেন।
হিন্দুস্তান টাইসম জানিয়েছে, যারা ইতিমধ্যেই দেশের বাইরে অবস্থান করছেন এবং দীর্ঘদিন পরিবার থেকে বিচ্ছিন্ন, তাদের জন্য পরিস্থিতি আরও কঠিন। অনেকেই ভিসা স্ট্যাম্পিংয়ের জন্য ভ্রমণের প্রস্তুতি নেওয়ার পর বা বাড়ি ছাড়ার পর জানতে পারছেন—তাদের অ্যাপয়েন্টমেন্ট হঠাৎ বাতিল হয়ে গেছে। এই অনিশ্চয়তা ভারতীয় প্রবাসীদের মধ্যে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে, আর অনলাইন ফোরাম ও চ্যাট গ্রুপগুলো ভরে উঠেছে ক্ষোভ ও দুশ্চিন্তায়।
মন্তব্য করুন