কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৬, ০৪:১৬ পিএম
অনলাইন সংস্করণ

তরুণদের সম্পৃক্ত করে পরিচ্ছন্ন ঢাকা গড়ার প্রত্যয় হাবিবের

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

তরুণদের সম্পৃক্ত করে পরিচ্ছন্ন, নিরাপদ ও বাসযোগ্য ঢাকা-৯ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন এই সংসদীয় আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী হাবিবুর রশিদ হাবিব। তিনি বলেন, পরিবেশ সুরক্ষা কোনো বিলাসিতা নয়; এটি নাগরিক স্বাস্থ্য সুরক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তার অপরিহার্য শর্ত।

শনিবার (১৭ জানুয়ারি) রাজধানীর বনশ্রী মেরাদিয়া হাট থেকে কাজীবাড়ি রোড পর্যন্ত পরিবেশ সুরক্ষায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচিতে হাবিব এসব কথা বলেন। কর্মসূচি আয়োজন করে বনশ্রী আফতাবনগর প্রেস ক্লাব।

হাবিবুর রশিদ হাবিব বলেন, পরিবেশ সুরক্ষা ও পরিচ্ছন্নতা কোনো বিলাসিতা নয়— এটি আমাদের স্বাস্থ্য নিরাপত্তা ও সন্তানের ভবিষ্যতের সঙ্গে সরাসরি জড়িত। অপরিচ্ছন্ন রাস্তা, ময়লার স্তূপ ও ড্রেনের দুর্গন্ধ থেকেই রোগ, জলাবদ্ধতা ও নানাবিধ দুর্ভোগ তৈরি হয়।

তিনি বলেন, ঢাকা-৯, বিশেষ করে সবুজবাগ, খিলগাঁও ও মুগদা এলাকায় আমরা প্রতিদিন এসব সমস্যার মুখোমুখি হচ্ছি। এই বাস্তবতা থেকেই আমরা বলি পরিষ্কার ঢাকা-৯ মানেই সুস্থ ঢাকা-৯।

তিন আরও বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই বাস্তবতা অনুধাবন করেই ৩১ দফা রাষ্ট্র সংস্কার কর্মসূচি ঘোষণা করেছে। এই ৩১ দফার অন্যতম লক্ষ্য হচ্ছে নাগরিক স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা।

হাবিবুর রশিদ হাবিব বলেন, কার্যকর স্থানীয় সরকার ব্যবস্থা, উন্নত ড্রেনেজ ব্যবস্থা ও বর্জ্য ব্যবস্থাপনার স্থায়ী সমাধান, তরুণদের সম্পৃক্ত করে পরিচ্ছন্নতা আন্দোলন এগুলো কোনো স্লোগান নয়। এগুলো বাস্তব সমস্যা এবং বাস্তব সমাধানের একটি সুস্পষ্ট রোডম্যাপ।

তিনি আরও বলেন, আমরা চাই পরিষ্কার রাস্তা, পরিষ্কার ড্রেন এবং একটি বাসযোগ্য পরিবেশ। এই লড়াই শুধু ভোটের জন্য নয়; এই লড়াই একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও সম্মানজনক জীবনের জন্য।

নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, আসুন আমরা সবাই মিলে অঙ্গীকার করি নিজের ঘর থেকে শুরু করব, নিজের এলাকা পরিষ্কার রাখব এবং বিএনপির ৩১ দফা বাস্তবায়নের পাশে থাকব। ঢাকা-৯ আমাদের পরিষ্কার রাখাও আমাদেরই দায়িত্ব।

তিনি বলেন, এই আন্দোলন যদি আমরা নিজেরা আগে শুরু করি এবং বাসাবাড়ি থেকে পরিচ্ছন্নতার চর্চা গড়ে তুলি, তাহলে সেটিকে একটি সামাজিক আন্দোলনে রূপ দেওয়া সম্ভব হবে। স্থানীয় সরকার ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার করে অগ্রাধিকার ভিত্তিতে কাজ এগিয়ে নেওয়া যাবে।

ঐক্যের ওপর গুরুত্বারোপ করে হাবিবুর রশিদ হাবিব বলেন, ঐক্যবদ্ধ শক্তির কোনো বিকল্প নেই। আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব, যা ভালো তার পাশে থাকব এবং যা খারাপ তা পরিহার করব। ইনশাআল্লাহ, সবাই মিলে আমরা একটি সুন্দর ও পরিচ্ছন্ন ঢাকা-৯ গড়ে তুলতে পারব।

এ সময় স্থানীয় বিএনপি নেতাকর্মী এলাকাবাসী এবং আয়োজক ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২২ জানুয়ারি : আজকের নামাজের সময়সূচি

নির্বাচনী প্রচারে মোবাইল ব্যাংকিং নম্বর সংগ্রহের অভিযোগ

জিয়া পরিষদের এক সদস্যকে গলা কেটে হত্যা

আমিও আপনাদের সন্তান : তারেক রহমান

মায়ের সঙ্গে কোনো কিছুর তুলনা চলে না : লায়ন ফারুক

সিলেটে কঠোর নিরাপত্তা

জনসভা সকালে, রাত থেকে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা

আগামী প্রজন্মকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান সেলিমুজ্জামানের

শ্বশুরবাড়ি গিয়ে ধানের শীষে ভোট চাইলেন তারেক রহমান

বিএনপির নির্বাচনী থিম সং প্রকাশ

১০

ক্রিকেটারদের সঙ্গে জরুরী বৈঠকে বসবেন ক্রীড়া উপদেষ্টা

১১

শ্বশুরবাড়িতে তারেক রহমান

১২

নির্বাচন পর্যবেক্ষণে ঢাকায় আসছে ইউরোপীয় পার্লামেন্টের ৭ সদস্য

১৩

সোনাগাজী উপজেলা ও পৌর বিএনপির সঙ্গে আব্দুল আউয়াল মিন্টুর মতবিনিময়

১৪

মেহেরপুরে জামায়াতের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

১৫

শ্বশুরবাড়ির পথে তারেক রহমান

১৬

ভোজ্যতেলে পুষ্টিমান নিশ্চিত করতে হবে

১৭

পে-কমিশনের প্রস্তাবে কোন গ্রেডে বেতন কত?

১৮

নারায়ণগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষ

১৯

শাহজালালের মাজার ও ওসমানীর কবর জিয়ারত করলেন তারেক রহমান

২০
X