বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণের দাবিতে সুপ্রিম কোর্ট নারী আইনজীবীদের উদ্যোগে সমাবেশের আয়োজন করা হয়েছে। বুধবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ১টায় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বিএনপিপন্থি নারী আইনজীবীদের এ সমাবেশ অনুষ্ঠিত হবে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান কালবেলাকে এ তথ্য জানিয়েছেন। বিএনপি নেতারা বলছেন, খালেদা জিয়া এখন গুরুতর অসুস্থ। তিনি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। তাকে বাঁচাতে হলে অবিলম্বে বিদেশে তার উন্নত চিকিৎসা প্রয়োজন।
মন্তব্য করুন