আগামী ৫ অক্টোবর বৃহস্পতিবার প্রেসিডিয়াম ও সংসদ সদস্যদের সমন্বয়ে যৌথ সভা আহ্বান করেছে বিরোধীদল জাতীয় পার্টি। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) দলের পক্ষ থেকে যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ওই দিন সকাল ১১টায় বনানীস্থ চেয়ারম্যান কার্যালয় মিলনায়তনে যৌথ সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন দলের চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের।
সভায় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান, কো-চেয়ারম্যান, প্রেসিডিয়াম সদস্য ও সকল সংসদ সদস্যকে উপস্থিত হওয়ার জন্য জাপা মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মো. মুজিবুল হক চুন্নু অনুরোধ জানিয়েছেন।
মন্তব্য করুন