কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৩, ০৪:২৯ পিএম
অনলাইন সংস্করণ

আন্দোলনের সর্বাত্মক প্রস্তুতির আহ্বান আমীর খসরুর

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ছবি : সংগৃহীত
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ছবি : সংগৃহীত

সরকার হটানোর আন্দোলনে রাজপথের কর্মসূচির সর্বাত্মক প্রস্তুতির আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

সোমবার (০৩ অক্টোবর) রাজবাড়ির গোয়ালন্দ মোড়ে রোডমার্চপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির নেতা-কর্মীদের উদ্দেশে তিনি এই আহ্বান জানান।

আমীর খসরু বলেন, ফরিদপুরের মানুষ বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ও সাংবিধানিক অধিকারের জন্য রাস্তায় লড়ে যাচ্ছেন। আগামী দিনে যে ডাক আসবে সেখানে সবাইকে রাস্তায় থাকতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব বলেছেন, ফয়সালা কোথায় হবে? রাজপথে। রাস্তায় আজকে সেজন্য লক্ষ জনতা নেমেছে। ফয়সালা করে বাড়ি ফিরে যাবো।

অসুস্থ খালেদা জিয়াকে আবারো দ্রুত মুক্তি দিয়ে বিদেশে পাঠানোর দাবি জানিয়ে বিএনপির এই নেতা বলেন, ‘আর যদি তার মুক্তি দেরি হয়, তার চিকিৎসা দেরি হয়- এই ফ্যাসিবাদী অবৈধ সরকার ও রেজিমকে উচ্চমূল্য দিয়ে বিদায় দিতে হবে।’

সরকারের রাজনৈতিক প্রতিহিংসার কথা উল্লেখ করে খসরু বলেন, ‘গণতান্ত্রিক রাজনীতি ধ্বংস করার জন্য বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়ে জেলে পাঠানো হয়েছে। তাদের ভয় এই জনপ্রিয় নেত্রী যদি বাইরে থাকে, তাদের অবৈধ সরকার টিকে থাকার কোনো সুযোগ নেই। যে কারণে বেগম জিয়াকে শুধু জেলে দেয়নি, তাকে চিকিৎসা থেকে বঞ্চিত করে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। জনগণ জেগে উঠেছে। অবশ্যই আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারের পতন ঘটাতে হবে।

সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্ত, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন, নতুন নির্বাচন কমিশন গঠন ও খালেদা জিয়ার মুক্তির ‘একদফা’র দাবিতে এই রোডমার্চ অনুষ্ঠিত হচ্ছে। দুপুর সাড়ে ১২ টায় রাজবাড়ির গোয়ালন্দ মোড় থেকে এই রোডমার্চ শুরু হয়। এটি রাজবাড়ী হয়ে মাদারীপুরে গিয়ে শেষ হবে।

গত ২১ সেপ্টেম্বর বিএনপির সিলেট বিভাগ, ২৩ সেপ্টেম্বর বরিশাল বিভাগ, ২৬ সেপ্টেম্বর খুলনা বিভাগ এবং ২৯ সেপ্টেম্বর ময়মনসিংহ বিভাগে রোডমার্চ হয়। এটি বিএনপির পঞ্চম রোডমার্চ।

রোডমার্চের দলনেতা বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আবদিন ফারুকের সভাপতিত্বে এবং রাজবাড়ির সদস্য কামরুল আলম ও যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম পিন্টুর সঞ্চালনায় সমাবেশে দলের স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য শাহজাদা মিয়া, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, খন্দকার মাসুকুর রহমান, স্বেচ্ছাসেবক দলের এসএম জিলানী যুবদলের শফিকুল ইসলাম মিল্টন, মহিলা দলের হেলেন জেরিন খান, কৃষক দলের শহিদুল ইসলাম বাবুল, ছাত্রদলের সাইফ মাহমুদ জুয়েল, রাজবাড়ির লিয়াকত আলী বাবু, আসলাম মিয়া, হারুন অর রশীদ হারুন প্রমুখ বক্তব্য রাখেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: বিএনপির আন্দোলন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তেঁতুলিয়ায় তাপমাত্রা নামল ৮-এর ঘরে

প্রতিদিন শরীরে কতটা প্রোটিন দরকার

নিখোঁজের ৪ দিনেও সন্ধান মেলেনি স্কুলছাত্রের

পরিস্থিতি খুব খারাপ হতে পারে, কিউবাকে ট্রাম্প

গাড়ি থামিয়ে হামিমের সঙ্গে হাত মেলালেন তারেক রহমান

নির্বাচনে বড় পর্যবেক্ষক দল পাঠাবে ইইউ

সহজ করে বুঝে নিন জেন-জির ভাষা

আওয়ামী লীগ নেতা কারাগারে

আইনশৃঙ্খলা রক্ষাকারী সেলের তথ্য ইসিতে প্রেরণের নির্দেশ

বোমা মেরে পালানোর ভাইরাল ভিডিও নিয়ে যা জানা গেল

১০

অশান্তির জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করে জাতিসংঘে ইরানের অভিযোগ

১১

এবার ইরাকে বড় আকারের আন্দোলনের শঙ্কা

১২

ঢাকায় শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

১৩

সকালের একটি মাত্র ছোট অভ্যাসেই কমবে মানসিক চাপ

১৪

বগুড়ায় পাঁচ বছরে ৪০০ খুন

১৫

খুবি শিক্ষককে ২ বছরের জন্য অব্যাহতি

১৬

রাজধানীতে আজ কোথায় কী

১৭

এবারের নির্বাচন হবে চাঁদাবাজমুক্ত হওয়ার নির্বাচন : হাসনাত আব্দুল্লাহ

১৮

সেলস বিভাগে নিয়োগ দিচ্ছে নাবিল গ্রুপ

১৯

সোমবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

২০
X