কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৩, ০৬:১২ পিএম
আপডেট : ০৬ অক্টোবর ২০২৩, ০৬:১৫ পিএম
অনলাইন সংস্করণ

তলে তলে ষড়যন্ত্র করে সরকার তলিয়ে যাবে : রিজভী

বৃহস্পতিবার নয়াপল্টন এলাকায় মিছিলে নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি : কালবেলা
বৃহস্পতিবার নয়াপল্টন এলাকায় মিছিলে নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি : কালবেলা

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকারের মন্ত্রী-এমপিরা জনবিচ্ছিন্ন হয়ে জোর করে ক্ষমতায় থাকতে এখন তলে তলে ষড়যন্ত্র করছেন। মনে রাখা দরকার- তলে তলে কখনো আপস হয় না, ষড়যন্ত্র হয়। বিএনপির আন্দোলন তীব্র হলে সরকার তলে তলে তলিয়ে যাবে।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে রফিকুল আলম মজনু মুক্তি পরিষদ আয়োজিত বিক্ষোভ মিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনুর মুক্তি দাবিতে এ কর্মসূচি হয়।

রিজভী বলেন, জনগণের ভিত্তি নেই বলে পুলিশের ওপর নির্ভর করছে এই অনির্বাচিত সরকার। তারপরও সরকার নিজেদের নিরাপদ মনে করছে না। এখন তলে তলে ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে। তবে মানুষ এখন রাস্তায় নামা শুরু করেছে। সুতরাং কোনো ষড়যন্ত্র করেই মানুষের গতিরোধ করা যাবে না। জনসম্পৃক্ত চলমান আন্দোলনেই এই সরকারের পতন ঘটবে।

তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়া এই সরকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকার। তাকে মিথ্যা ও সাজানো মামলায় অন্যায়ভাবে সাজা দেওয়া হয়েছে। তিনি এখন গুরুতর অসুস্থ। অবিলম্বে তার বিদেশে উন্নত চিকিৎসা প্রয়োজন। কিন্তু তাকে সুচিকিৎসা থেকে বঞ্চিত করে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে। মূলত সরকার তাকে হত্যা করতে চায়। সেজন্য তাকে বিদেশে চিকিৎসার সুযোগ দিচ্ছে না।

বিএনপির এই নেতা অবিলম্বে খালেদা জিয়া ও রফিকুল আলম মজনুসহ সব রাজবন্দির মুক্তি দাবি করেন।

পরে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল শুরু হয়ে নাইটিঙ্গেল মোড় ঘুরে পুনরায় সেখানে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। রিজভীর নেতৃত্বে মিছিলে বিএনপির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, সদস্য আমিনুল ইসলাম, মহানগর দক্ষিণ বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব লিটন মাহমুদ, শ্রমিক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক মোস্তাফিজুল করিম মজুমদার, সাবেক যুবদল নেতা ওমর ফারুক মুন্না প্রমুখ উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৮ লাখ টাকা রেটে চুক্তি, প্রশ্নফাঁস চক্রের হোতাসহ আটক ১৮ 

বিক্ষোভে উত্তাল ইরানে নিহত অর্ধশতাধিক

গাজীপুরে তিতাসের গ্যাস লিকেজ, ৩০০ ফুট এলাকাজুড়ে আগুন

ভেনেজুয়েলা থেকে আসা তেলবাহী জাহাজ আটক করল যুক্তরাষ্ট্র

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

খালেদা জিয়ার মতো নেত্রী এ দেশে আর আসবেন না : শামা ওবায়েদ

যুবদল নেতাকে বহিষ্কার

সংকটকালে রাষ্ট্র পরিচালনায় অভিজ্ঞ শক্তির প্রয়োজন : রবিউল

আমি খালেদা জিয়ার একজন ভক্ত : উপদেষ্টা আসিফ নজরুল

১০

চায়ের দোকানের জন্য বিএনপি নেতাকে হত্যা করে ‘শুটার মিশুক’!

১১

ফেসবুক পোস্টকে কেন্দ্র করে বিএনপি ও এনসিপির সংঘর্ষ

১২

পাবনা-১ ও ২ আসনের ভোট স্থগিতের সংবাদ সঠিক নয় : ইসি

১৩

কিশোরগঞ্জে আবাসিক হোটেলের লিফটে বরসহ আটকা ১০, ফায়ার সার্ভিসের উদ্ধার

১৪

বিএনপি ও জামায়াত সমর্থিত নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ!

১৫

শরীয়তপুরে বিভিন্ন দল থেকে তিন শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

১৬

নুরকে বহিষ্কারের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল

১৭

পরীক্ষার্থীর কান থেকে বের করা হলো ইলেকট্রনিক ডিভাইস, আটক ৫১

১৮

যে কারণে তারেক রহমানের উত্তরাঞ্চল সফর স্থগিত

১৯

১২০ বছর বয়সি বৃদ্ধার সঙ্গে নুরুদ্দিন আহাম্মেদ অপুর কুশল বিনিময়

২০
X