কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ জুন ২০২৩, ১২:৪৮ পিএম
আপডেট : ২১ জুন ২০২৩, ০৩:০৯ পিএম
অনলাইন সংস্করণ

রেজা কিবরিয়া কি প্রধানমন্ত্রী হওয়ার ফাঁদে পড়েছেন?

নুরুল হক নুর ও রেজা কিবরিয়া। পুরোনো ছবি
নুরুল হক নুর ও রেজা কিবরিয়া। পুরোনো ছবি

গণঅধিকার পরিষদে চলছে বহিষ্কার পাল্টা বহিষ্কারের খেলা। দলটির আহ্বায়ক রেজা কিবরিয়াকে সরিয়ে ১ নম্বর যুগ্ম আহ্বায়ক মো. রাশেদ খানকে দলটির ভারপ্রাপ্ত আহ্বায়ক করা হয়। গত সোমবার (১৯ জুন) রাতে রাজধানীর পুরানা পল্টনে দলের কার্যনির্বাহী পরিষদের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু এর এক দিন পর সদস্য সচিব নুরুল হক নুর ও মো. রাশেদ খানকে বহিষ্কার করা হয়েছে। অন্যদিকে নুর-রাশেদ ও রেজা কিবরিয়ার বিরোধের জের ধরে তাদের কার্যক্রম তদন্তে পাঁচ সদস্যের কমিটি করেছেন দলের অন্যরা। তবে এর মধ্যে ব্যাপক আলোচানায় এসেছে নুর ও রেজা কিবরিয়ার বিরুদ্ধে উত্থাপিত কিছু অভিযোগ।

নুরুল হক নুর অভিযোগ তুলেছেন, রেজা কিবরিয়া টাকার লোভে সরকারের গোয়েন্দা সংস্থার ফাঁদে পড়েছেন। তিনি বিএনপি ভেঙে প্রধানমন্ত্রী হওয়ার দুঃস্বপ্নে বিভোর। সোমবার (১৯ জুন) রাতে নুরুল হক নুর তার ফেসবুক স্ট্যাটাসে এসব কথা বলেন।

‘রেজা কিবরিয়ার অসত্য বক্তব্য ও মিথ্যাচার নিয়ে আমার বক্তব্য নিম্নরূপ’ শীর্ষক স্ট্যাটাসে নুর বলেন, ‘নিজের অপকর্ম ঢাকতে আমাকে নিয়ে রেজা কিবরিয়ার অসত্য বক্তব্য ও মিথ্যাচারে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ। রেজা কিবরিয়া কতটুকু অযোগ্য সেটা তার কাজকর্মে ইতোমধ্যে আপনারা পর্যবেক্ষণ করেছেন। গণঅধিকার পরিষদের মতো একটা সম্ভাবনাময় দলের আহ্বায়ক হয়েও তিনি ঐভাবে দলের মিটিং-মিছিল, কার্যক্রমে সক্রিয় ছিলেন না।’

রোববার তাদের দলের বৈঠক ছিল উল্লেখ করে নুর বলেন, ‘বিদেশি গোয়েন্দা সংস্থার এজেন্ট পরিচয়ে বাংলাদেশের গোয়েন্দা সংস্থার পৃষ্ঠপোষকতায় জনৈক মাসুদ করিম/এনায়েত করিমের বিএনপি ভাঙা ও ব্রাহ্মণবাড়িয়ার উকিল আব্দুস সাত্তার মডেলে আগামী নির্বাচনে অংশগ্রহণ নিশ্চিতে কথিত সরকার বিরোধী প্রোগ্রামের নামে রেজা কিবরিয়ার ব্যাংকক, কাঠমুন্ডুতে একাধিকবার মিটিংয়ে অংশ নেওয়া এবং দেশে এসে মনোনয়ন বিক্রি ও বিএনপির বহিষ্কৃত নেতা শওকত মাহমুদের প্রোগ্রামে অংশগ্রহণ এবং সর্বশেষ ইনসাফের প্রোগ্রামে অংশ নেয়ার বিষয়ে গতকাল রেজা কিবরিয়ার বাসায় জরুরি মিটিংয়ে এসব বিষয়ে জবাবদিহিতা চাইলে তিনি সদুত্তর না দিয়ে নেতৃবৃন্দের প্রশ্নে বিরক্ত হয়ে বাসার ছাদের মিটিং স্থান ত্যাগ করে বাসায় ঢুকে আর মিটিংয়ে আসেনি।’

তিনি আরও বলেন, ‘যে কারণে আমরা তার উপস্থিতিতে আর মিটিং করতে পারিনি। তাই উপস্থিত সদস্যদের মতামতে আমরা বাকী আলোচনা সম্পন্ন করে আজকে পূর্ব নির্ধারিত মিটিংয়ে অসমাপ্ত আলোচনা করে সিদ্ধান্ত নেয়ার বিষয়ে সকলে একমত হই যে মিটিং এখনো কেন্দ্রীয় কার্যালয়ে চলমান।’

স্ট্যাটাসে নুর আরও উল্লেখ করেন, ‘নিশ্চয়ই আপনারা অবগত আছেন, এই রেজা কিবরিয়ার কারণেই গণফোরামও ভেঙে ছিল।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাসচাপায় শিক্ষক নিহত, প্রতিবাদে শিক্ষার্থীদের সড়ক অবরোধ 

আমির হামজার ওপর হামলার অভিযোগ 

সম্মেলনের দাওয়াত দিয়ে রংপুরে ফেরার পথে বিএনপি নেতার মৃত্যু

আদালতে বিচারককে গুলি করে হত্যা

মাঠে নামার আগে সুখবর পেল বাংলাদেশ

একদিকে অভিযানের ট্রলার, অন্যপাশে ‘ধুমধামে’ ইলিশ শিকার

আলু খেয়ে টাইপ ২ ডায়াবেটিসের ঝুঁকি বাড়াচ্ছেন কি

নিজের সিদ্ধান্ত বদলালেন হ্যারি কেইন

হেফাজতে ইসলামের অবরোধ প্রত্যাহার

মাত্র ১৩ গ্রাম ওজনে বিশ্বের সবচেয়ে ছোট ফোন

১০

মির্জা ফখরুলের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের বৈঠক

১১

সড়কের দশা দেখতে গিয়ে যানজটে আটকা উপদেষ্টা

১২

আফগানিস্তানের বিপক্ষে যেমন হতে পারে বাংলাদেশের একাদশ

১৩

লাইসেন্সবিহীন পশুখাদ্য ও ওষুধ কারখানা সিলগালা

১৪

চট্টগ্রামে হাকিম হত্যাকাণ্ড আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির নজির : বিএনপি

১৫

জুবিনের নিরাপত্তারক্ষীর অ্যাকাউন্টে কোটি টাকা লেনদেন

১৬

তরুণদের স্থূলতা কি বিপদের ইঙ্গিত

১৭

ইনজুরিতে মারুফা, পরবর্তী ম্যাচ খেলা নিয়ে যা জানা গেল

১৮

বক্স অফিসে অপ্রতিরোধ্য রঘু ডাকাত

১৯

একসঙ্গে আগুন নেভাতে যান বাবা-ছেলে, অতঃপর...

২০
X