কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৩, ০৯:৫৩ পিএম
আপডেট : ১৩ অক্টোবর ২০২৩, ১০:০৪ পিএম
অনলাইন সংস্করণ

সরকার আবারও সাজানো নির্বাচনের পাঁয়তারা করছে : ভিপি নুর

সংহতি সমাবেশে বক্তব্য দিচ্ছেন নুরুল হক নুর। ছবি : কালবেলা
সংহতি সমাবেশে বক্তব্য দিচ্ছেন নুরুল হক নুর। ছবি : কালবেলা

আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতে আবারও সাজানো নির্বাচনের পাঁয়তারা করছে বলে অভিযোগ করেছেন গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। শুক্রবার (১৩ অক্টোবর) বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সংহতি সমাবেশে এ অভিযোগ করেন তিনি।

ফিলিস্তিনির প্রতি সংহতি জানিয়ে যৌথভাবে এই সমাবেশ করে গণঅধিকার পরিষদ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ।

ভিপি নুর বলেন, সরকার সাজানো নির্বাচন করার কথা ভাবছে। নির্বাচন করে ফেললে তারা আবারও পাঁচ বছরের জন্য জনগণের ওপর চেপে বসবে। কাজেই নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে অক্টোবরেই গণঅভ্যুত্থান ঘটিয়ে এদের বিদায় করতে হবে।

তিনি বলেন, ইসরায়েল ও ফিলিস্তিনি ইস্যুতে বিবৃতি দিয়ে সরকার দ্বিচারিতা করেছে। সরকার দুই পক্ষকে যুদ্ধ বিরতির কথা বলেছে। এখানে তো দুই পক্ষ যুদ্ধ করছে না। যুদ্ধ বন্ধ করলে ইসরায়েলকে বলতে হবে। কারণ তারা যুদ্ধজাহাজ, বিমান, রণতরী, অস্ত্র-সুসজ্জিত বাহিনী নিয়ে ফিলিস্তিনের নিরীহ জনগণের ওপর নির্যাতন চালাচ্ছে। নারী, শিশু এমনকি নামাজ পড়তে গিয়েও ফিলিস্তিনিরা দখলদার ইসরায়েলিদের হামলার শিকার হচ্ছে। যখন তারা আত্মরক্ষার্থে প্রতিরোধ করছে, তখন আন্তর্জাতিক কিছু গণমাধ্যম সেটাকে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে প্রচার করছে। বিশ্ব সম্প্রদায়কে এই একপাক্ষিক চশমা পরিহার করে ফিলিস্তিনের পাশে দাঁড়াতে হবে। স্বাধীন ফিলিস্তিনই মধ্যপ্রাচ্যে সংকটের সমাধান।

নুরুল হক নুর বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন- আমেরিকার মুরব্বিদের সঙ্গে বুঝাপড়া হয়ে গেছে, পিটার হাস কিছু করতে পারবে না। এর আগে বলেছেন- দিল্লি তাদের সঙ্গে আছে। অর্থাৎ তারা অবৈধভাবে ক্ষমতায় থাকতে তলে তলে ইসরায়েল ও ভারতের সঙ্গে সমঝোতা করেছে। সরকার ইসরায়েলের সঙ্গে সমঝোতা করেছে- তাদের ক্ষমতায় আসতে সহযোগিতা করলে তারা ইসরায়েলকে বাংলাদেশে কনস্যুলেট বা দূতাবাস খোলার ব্যবস্থা করে দিবে। তারই অংশ হিসেবে পাসপোর্ট থেকে একসেপ্ট ইসরায়েল তুলে দিয়েছে। তাই এই সরকারকে হঠাতে না পারলে বাংলাদেশও আরেকটা ফিলিস্তিন হবে।

তিনি বলেন, সামনে শারদীয় দুর্গাপূজা। কিছুদিন আগে হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতারা বলেছেন- সরকার চাইলে পূজায় হামলা হবে, না চাইলে হবে না। কারণ, বিগত বছরের সাম্প্রদায়িক হামলার কোনো ঘটনারই বিচার সরকার করেনি। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান- এই সরকারের কাছে কেউই নিরাপদ নয়।

গণঅধিকার পরিষদের এই অংশের সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খান বলেন, আজকে দেশে গণতন্ত্র নেই। জনবিচ্ছিন্ন হওয়ায় তলে তলে আপস করে ভারত ও ইসরায়েলের সহযোগিতায় এই সরকার আবারও ক্ষমতায় আসতে চায়। কিন্তু ২০১৪ ও ‘১৮ সালের মতো ভুয়া নির্বাচন করে বিদেশিদের তাবেদারি করে আর ক্ষমতায় আসতে দেওয়া হবে না।

গণঅধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি অ্যাডভোকেট নাজিম উদ্দিনের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানার সঞ্চালনায় সংহতি সমাবেশে আরও বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ, শহিদুল ইসলাম ফাহিম, আব্দুজ জাহের, অ্যাডভোকেট সরকার নুরে এরশাদ সিদ্দিকী, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন, ঢাকা মহানগর উত্তরের সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আদিব, যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মুনতাজুল ইসলাম প্রমুখ।

সংহতি সমাবেশ শেষে মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি পুরানা পল্টন মোড় হয়ে পানির ট্যাংকি, নাইটিংগেল মোড় ঘুরে পানির ট্যাংকি মোড়ে এসে শেষ হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইসিসি র‌্যাঙ্কিংয়ে তাইজুল বাদে বাকি সবার ব্যর্থতার গল্প

রাত ১০টার পরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে না থাকার নির্দেশ

প্রশাসনে ৫ বড় পদে রদবদল

সাবেক সিইসি নুরুল হুদার জামিন মেলেনি

সাজানো অভিযান / কলাবাগান থানায় সাবেক ওসির বিরুদ্ধে মামলা

মধ্যপ্রাচ্যে ঘোষণা দিয়ে ব্রাহ্মণবাড়িয়া ও সিলেট মারামারি করে : আসিফ নজরুল

গবেষণায় উৎকর্ষতার স্বীকৃতি পেলেন আইইউবিএটির শিক্ষার্থীরা

তাসকিনের তাণ্ডবের পরেও লঙ্কানদের লড়াকু সংগ্রহ

ইউলাবে রবীন্দ্র-নজরুল জয়ন্তী

কিছু রাজনৈতিক দল শেখ হাসিনার ষড়যন্ত্রে পা দিচ্ছে : দুদু

১০

কম্পিউটার সমিতির সভাপতি জহিরুলকে সনির শুভেচ্ছা

১১

শেখ রেহানার স্বামী-দেবরের জমিসহ ১০ তলা ভবন ক্রোকের নির্দেশ

১২

ছাত্রদলের অনুষ্ঠানে শিক্ষার্থীদের থাকতে অধ্যক্ষের নোটিশ

১৩

ডেঙ্গুতে একদিনে আক্রান্ত আরও ৪১৬ জন

১৪

এনবিআরের ৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

১৫

রাজশাহীতে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, যুবক গ্রেপ্তার

১৬

সৌদিকে লিখিত বার্তা দিল ইরান

১৭

পরবর্তী জন্মে প্রিয়াংকার স্বামী হতে চান শাহরুখ খান

১৮

সেই সহকারী সচিব তাবাসসুম চাকরিচ্যুত

১৯

চট্টগ্রামে ডিআইজি কার্যালয়ের সামনে এনসিপি ও বৈষম্যবিরোধীদের বিক্ষোভ

২০
X